আমি অন্তত কাঁদতে এসেছি আজ……..

৭৫-এর ১৫আগষ্ট নাকি কেউ কাঁদেনি, কাঁদেনি কেউ
তোরা নাকি ছিলি সব একেকজন সূর্যসন্তান
৩২-নম্বর থেকে জাহাঙ্গীর গেট যেতে লেগেছিল
কত কত ঘন্টা…….অথচ আরাধ্য কাজ শেষ করেছিলি
১টা ঘন্টারও কম সময়ে……
পুষ্পবৃষ্টি নেমেছিল নাকি তোদের উপর…….
‘দেশবাসী’ নাকি স্বস্তির শ্বাসটুকু ফেলেছিল বড্ড আয়েশে……

আর আজ তোদের মৃত্যুতেও কী মিলই না
দেখছি সেই দিনের একেকটা মৃত্যুর সাথে
কেউ আছো এই দেশটা জুড়ে…..কাঁদছো নাকি তোমরা কেউ, কাঁদছো???
পড়েছ কি ইন্নলিল্লাহ ইসলামের এতগুলো রক্ষকের এমন বিদায়ে???

তোমরা জানিনা কাঁদছো কিনা……তবে আজ কাঁদছি আমি……
কেউ শুনছে না সেই কান্নার আওয়াজ……
কিন্তু আমি জানি আমার কান্নাটা বাজছে গোটা অন্তর জুড়ে
হাউমাউ করে কাঁদছি আমি
শুধু রাসেলের জন্য নয়, অন্তঃস্বত্তা মেয়েগুলোর জন্য নয়, বয়স্ক নারীদের জন্য নয়,
আপাত ‘বখাটে’ তরুনদের জন্যও শুধু নয়……..
চিরদিনের উপেক্ষিত ঐবাসাগুলোর কাজের মেয়েগুলোর জন্য নয়…….
ছুটে আসা কর্নেলের জন্য নয়…….ঘাতকের গোলায় সেদিন উড়ে যাওয়া
মোহাম্মদপুরের এক বাসার কতগুলো প্রাণের জন্য নয়…….
আমার এই কান্নায় সবার সাথে মিশে আছে
তখনকার তোমরা যাকে বলো শোষক শাসক, স্বৈরাচারী একনায়ক
সেই শেখ মুজিবের জন্যও…….

আমি মন থেকে কাঁদছি তোমার জন্য বঙ্গবন্ধু, আমি সত্যিই কাঁদছি…..
আমি কাঁদছি তোমার ঐ বিশাল মমতাভরা বুকটার জন্য
আমি কাঁদছি তোমার ঐ শাহাদত আঙ্গুলের জন্য
আমি কাঁদছি তোমার ঐ গমগমে কন্ঠের জন্য
আমি কাঁদছি তোমার ঐ এনে দেয়া পতাকার জন্য

বঙ্গবন্ধু, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস দেখাতে চাইনা
শুধু বলি তুমি আমার কান্নাটুকুকে আদর করে তোমার বুকে টেনে নাও

১,৪৪১ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “আমি অন্তত কাঁদতে এসেছি আজ……..”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    উনার যেসব ভুল ছিল(বা যেসব ভুলের অপপ্রচার চালানো হয়) কি মর্মান্তিকভাবেই তা তার প্রায়শ্চিত্ত করে গেলেন!হায় রে বাঙ্গালি জাতি!

    রশিদ ভাই,কবিতার কথাগুলো মর্মমূলে আঘাত করলো...

    জবাব দিন

মওন্তব্য করুন : রশিদ (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।