কি বিশাল এই হুন্ডি বাজার!!!

গেল অর্থবছরের ট্যাক্স ফাইল আপডেট করার সময় হুন্ডি নিয়ে খুব কথা-বার্তা শুনলাম…….গত বছর কয়েক ধরে সব সরকারই হুন্ডি ব্যবসায়িদের কড়া কড়া হুমকি দিচ্ছে…….কিন্তু কাজের কাজ যে কিছু হচ্ছে, তা কি বলা যায়…….

under invoice/over invoice করে পণ্য আনা-নেয়া অতি প্রকাশ্য ঘটনা……সীমান্ত এলাকায় তো আছেই, সাথে পুরান ঢাকার আমদানি নির্ভর নবাবপুর, মতিঝিল, সদরঘাট-ই শুধু নয়, অত্যাধুনিক ঢাকার আরো অনেক জায়গায়ই প্রকাশ্যে চলছে এই হুন্ডি ব্যবসা…….আর এতে করে টাকা আসছে খুব কমই, বেশির ভাগই চলে যাচ্ছে বাইরে, বিশেষ করে পার্শ্ববর্তী কয়েকটা দেশে…….

শুধু পণ্য আমদানি/রপ্তানি করার ক্ষেত্রেই মূল্য পরিশোধ/কমিশন প্রাপ্তিই নয়, হালের ভারতীয় শিল্পীদের কনসার্টের টাকাও হুন্ডির মাধ্যমে লেনদেন হচ্ছে বলে শোনা যাচ্ছে………

এর পেছনে ব্যবসায়িরা উঁচু আমদানি শুল্কের কথাই বলেন একবাক্যে……কিন্তু আমদানি শুল্ক কমিয়ে দিলেই কি বন্ধ হয়ে যাবে হুন্ডি??

নিশ্চিত করে বলা যায় তা হবেনা, কিন্তু হুন্ডির প্রয়োজনীয়তা অবশ্যই কমে আসবে এবং এর কিছু ভালো প্রভাব পড়বে বলে আশা করা যায়……..যেমন, শুল্ক কমালে তা পরিশোধ করার আগ্রহ জন্মাবে ব্যবসায়িদের, প্রচুর প্রতিযোগিতাপূর্ণ বাজার হিসেবে দামেও হয়তো ইতিবাচক প্রভাব পড়বে…….কালোবাজারি/ফটকাবাজদের দৌরাত্ম্য কমবে ইত্যাদি…….উদাহরণ হিসেবে ধরি, যে ফলফলাদি থাইল্যান্ড/ভারত/নেপাল/ভুটান/চীন থেকে আসছে আমাদের বাজারে, তার দাম ঐসব দেশে কত আর আমাদের দেশে কত, এটা চিন্তা করলেই তো মাথা নষ্ট হবার জোগাড়………

কিন্তু সরকার ঝুঁকি নিতে যাবে কি?? আমদানি নির্ভর আমাদের অর্থনীতিতে সরকারের রাজস্ব আয়ের বড় উৎসই এইসব কর…….ব্যাপক হারে তা কমিয়ে কি শেষে উল্টো বিপদ ডেকে আনবে নিজেদের???

এর উত্তর পেতে মাঠপর্যায়ে ব্যাপক গবেষণার প্রয়োজন…….কিন্তু আমাদের আরাম-কেদারায় বসে অভ্যস্ত আমলা নির্ভর প্রশাসন দিয়ে এই জরিপ চালিয়ে কোন ফল হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন……..অন্যদিকে রাজনৈতিক সরকার ব্যবস্থায় এইসব হুন্ডি নিয়ন্ত্রণ করেই হয়তো দলের হোমড়া-চোমড়ারা…….মাঠ পর্যায়ের অনেক পাতি নেতাদের আয় এবং এলাকায় প্রভাবের উৎসই এই অবৈধ লেনদেন………

সমাধানের পথটা কোথায় তাহলে……..আমাদের নিজেদের স্বার্থেই সেটা খুঁজে বের করা দরকার…….

২,১০৫ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “কি বিশাল এই হুন্ডি বাজার!!!”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    দরকারী বিষয়।
    সামনে নিয়ে আসার জন্যে ধন্যবাদ।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : আশহাব (২০০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।