শ্রদ্ধাঞ্জলিঃ ডেভিড শেফার্ডকে উপলক্ষ্য করে স্মৃতিচারণ…….

অভাবনীয় খারাপ সময় যাচ্ছিল ২০০০সালে ভর্তি পরীক্ষাগুলো শুরু হওয়ার পরে…….বুয়েট ভর্তি পরীক্ষায় প্রচন্ড বৃষ্টির চোটে এমনিতেই অবস্থা খারাপ……তার উপর পাশে সিট পরা ছেলের যণ্ত্রণায় একসময় দুজনেরই খাতা নিয়ে টান দিলেন কর্তব্যরত শিক্ষক…….

বাসায় কিছুই জানালাম না…….নিশ্চিত বুয়েটে হচ্ছেনা…….ঢা.বি ‘ক’-ইউনিট পরীক্ষার আগের দিন বুয়েটের ফল দিল, যথারীতি আমি নেই……তাও বাসায় চেপে গেলাম…….

পরদিন নভেম্বর ১০, ২০০০…….ঢা.বি.-র পরীক্ষা হলো খারাপ……দাগাবো কি, হতাশায় নুইয়ে গিয়েছিলাম একেবারে…….সময় শেষ হলে সানাউল্লাহকে নিয়ে সোজা স্টেডিয়াম, বাংলাদেশের অভিষেক টেস্ট………

(সানাউল্লাহ পড়বে সি.এস.ই-তে, ওর হয়েছিল ওয়েটিংয়ে……..) :((

যাহোক, স্টেডিয়ামে ঢুকে ফিল্ডিংরত ভারতের মোটামুটি সবাইকে দেখলাম……অসাধারণ ঢাকার দর্শক……..কিন্তু সবাইকে ছাপিয়ে চোখ গেল ওভার বিরতিতে বাকনরের পাশে দাঁড়ানো ডেভিড শেফার্ডের দিকে……..ইয়া লম্বা, কালো, দারুণ অ্যাথলেটিক বডির একজনের পাশে তুলনায় ছোট্ট, টুকটুকে ফর্সা, এক্কেরে ভুঁড়িওয়ালা……দারুণ জুটি…….বলাই বাহুল্য, তখনকার সেরা আম্পায়ার জুটি……..

সুমন আউট হলে পর বাসায় চলে এলাম……জানি অনেক হ্যাপা পোহাতে হবে সামনের দিনগুলোয়……

কিন্তু দারুণ খারাপ ঐসময়টায় ‘দু-দন্ডের’ জন্য হলেও ভুলিয়ে দিয়েছিল অভিষেক টেস্টের সাক্ষী হবার স্মৃতি……বাড়তি পাওনা……দুই দারুণ আম্পায়ারের যুগলবন্দি……..

জানি পরে একটা পর্যায়ে ভুল ডিসিশন বেড়ে যাওয়ায় অনেক সমালোচনা, বিতর্ক সইতে হয়েছে তাঁকে, কিন্তু নেলসেন নৃত্যের মানুষটা কথাকে আমি সত্যি বলেই মানি……”আমার প্রতিটি সিদ্ধান্তই সৎ ছিল”…….

নশ্বর পৃথিবী থেকে চির বিদায়……..আপনি ভালো থাকুন…….

২,৪১১ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “শ্রদ্ধাঞ্জলিঃ ডেভিড শেফার্ডকে উপলক্ষ্য করে স্মৃতিচারণ…….”

  1. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    সেই আদ্দিকাল থেকেই টিভিতে ডেভিড শেফার্ডকে দেখে আসছি... অসাধারণ ব্যক্তিত্ব বলে মনে হয়েছে সবসময় :salute: । শেফার্ডের আত্মার শান্তি কামনা করছি...

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    ভুল-ত্রুটি মিলাইয়া ভালো আম্পায়ার ছিলেন।
    শ্রদ্ধা।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    যদিও শুনতে একটু খারাপ দেখায় বা লেখতে একটু খারাপ শোনায়, তাও কইয়া ফেলি, অশোকা ডি সিলভা টা যে কবে... 😡
    যাহোক, শেফার্ড সাহেবের জন্য শ্রদ্ধা।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. আহ্সান (৮৮-৯৪)

    মানুষটাকে কেন জানি অনেক শ্রদ্ধা করতাম... টিভি'র স্ক্রল নিউজে খবরটা দেখার পরে খুব কষ্ট পেয়েছি...।
    দোয়া করি শান্তিতে থাকুক ডেভিড শেফার্ডের আত্মা...

    জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    আমি জানি আমার এই বয়সেই এইরকম হওয়া উচিত নয় তাও কেন যেন মনে হচ্ছে এখন এরকম চলে যাওয়া পরিচিত লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে দেখে মনে হয় জীবনের অর্ধেক পার হয়ে গেছি। যাদের খেলতে দেখেছি তারা কোচ হয়ে গেছে যাদের আম্পায়ার দেখেছি তারা চলে যাচ্ছে...

    জবাব দিন

মওন্তব্য করুন : রশিদ (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।