‘দ্য ফলিং ম্যান’ ও অন্যান্য

নিজেদের পরিণতি তখন জেনে গেছে ওরা
তবুও সে কী এক আশ্চর্য তাড়নায়
সব্বাই হয়তো সে মূহুর্তে বের করে এনেছিল
মুঠোফোন … হায়! কতগুলো প্রাণকে ছোঁয়া যাবে
এই অভিশপ্ত সময়ে, কতটা মায়া জড়িয়ে
ইথারে ছড়িয়ে কন্ঠস্বর বা যাণ্ত্রিক বার্তায়
বলেছিল ওরা “ভালবাসি, প্রিয়।”

যখন অন্ধ আক্রোশে বিমান দু’টো
আজরাইল হয়ে উঠেছিল অকস্মাৎ
দৈনন্দিন নানামুখী চাপের সমাধানে
ত্রস্ত সবাই কেমন করে উঠেছিল
ক্রমে এগিয়ে আসা মরণকে চাক্ষুষ করার
অনুভূতি সামলে উঠে তারা
নিতে চেয়েছিল চির বিদায়

তাদের তো ফাঁসির আসামীর মতোন
ছিলনা কোন মৃত্যু-প্রস্তুতির পর্ব
অমোঘ সমাপ্তির দিকে অসহায় এগিয়ে
যাওয়ার প্রতিটি ক্ষণ-অনুক্ষণের
আশ্চর্য সময়ে ‘দ্য ফ্লাইং ম্যান’ হয়ে
ঝাঁপিয়ে পড়েছিল শত তলার উপর থেকে!

ওরে! সেও তো জানত নিয়তি
তবুও আশা কি বেঁচে থাকে অনিঃশ্বেস
তাই কি বাঁচার জন্য ঝাঁপ দেয়া যায়
নিশ্চিত মৃত্যুর দিকে? আর বলা যায়, “ভালবাসি”!

১,৫৩৮ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “‘দ্য ফলিং ম্যান’ ও অন্যান্য”

মওন্তব্য করুন : রশিদ (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।