চেপে যাওয়া কান্নাগুলো……..

টাঙ্গাইল বাসস্ট্যান্ডে নামলাম বহুদিন পর
“এই রিকশা, মেইন রোডে যাবে?”
হ্যাঁ জানাতেই বললাম, তা ভাড়া কত নেবে?

আগে কিন্তু করতাম না রিকশার কোন দামদর
এখন তবু করতেই হয়
সময়ের ব্যাবধানে ভাড়া কিছু বেড়েছে নিশ্চয়!

রিকশায় উঠে বসি, দেখি চিরচেনা সে শহর
সারাটা দিন থেকে আজ
চলে যাব শেষ হলে দেখা-সাক্ষাৎ আর সেরে কিছু কাজ…….

কাটিয়েছি বছর অনেক, অগুনতি দিন ঘন্টা প্রহর
পেয়ে কাল রাতে নানার মৃত্যু-সংবাদ
এসেছি হুট করে, ফেলে ভার্সিটির পরীক্ষা বরবাদ……..

যাচ্ছি নানাবাড়ি, অথচ সেখানে নানাই নেই আর
গিয়েই নানুকে ধরব জড়িয়ে
সবাই নিশ্চিত উঠবে কেঁদে বুকে আমায় টেনে নিয়ে…….

দাদু যেমন ধরে খুব কেঁদেছিলেন সেবার
দাদার কথা বলে
হায়, তিনিও গেলেন চলে এক জুনের সকালে…….

আজ বা কাল, চলে যেতেই হয় যে সবার
মনটা শুধু বাঁধ মানেনা
বুকে পাথর বেঁধেও তাই আর লাভ হয়না……

আল্লাহ্ তাঁদের ভালো রাখুন, এই-ই দোয়া আমার
আমরা যেন স্মৃতিটা ধরে
থাকি তাঁদের পূন্য পথে সারাটা জীবন ভরে…….

১,৫৮১ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “চেপে যাওয়া কান্নাগুলো……..”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    রেশাদ ভাই না পইড়াই ইট ফালায়া রাইখ্যা গেছেন... 😛

    আল্লাহ্ তাঁদের ভালো রাখুন, এই-ই দোয়া আমার
    আমরা যেন স্মৃতিটা ধরে
    থাকি তাঁদের পূন্য পথে সারাটা জীবন ভরে…….

    :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. রশিদ ভাই,আমারে মাফ কইরা দিয়েন,আমি একটা জিনিষ ভুল পড়ছিলাম

    টাঙ্গাইল বাসস্ট্যান্ডে নামলাম বহুদিন পর

    আমি এইভাবে পড়ছিলাম
    টাঙ্গাইল বেবীস্ট্যান্ডে নামলাম বহুদিন পর 😛 🙁

    জবাব দিন
  3. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    টাঙ্গাইল বেবীস্ট্যান্ডে নামলাম বহুদিন পর

    আহসান :just: :chup: :duel:
    বেবিস্ট্যান্ডে মনে হয় বেশি নামা হয়।তুমিও টাঙ্গাইলের নাকি?
    আমাদের ইনটেকের খালি এফ সি সি তে ৫ জন ছিলাম।
    সিসিবিতে টাঙ্গাইল নামে ট্যাগ দেয়া হোক। :khekz:

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।