আজকে কার জন্মদিন ভাই???

প্রায় দশ বছর আগে কুমিল্লার এক গন্ডগ্রামের এক কলেজে ৩জুন তারিখে প্রবেশ করেছিল ঐকলেজের ভবিষ্যৎ এর একজন সুপারস্টার। তাহার পড়াশুনায় ধারে আর রূপ সৌন্দর্যে তখন ডুবিয়াছিল পুরা কলেজ। আমরা তখন তাকে ভয়ে ভয়ে দেখিতাম আর ভাবিতাম আল্লাহ যাকে দেয় ছাপ্পড় মারিয়া দেয়। আমরা যখন বাংলায় কোনমতে পাশ করিতাম তখন এই ব্যাটা হায়েস্ট এর পর হায়েস্ট পাইয়া আমাদের ইজ্জতের ফালুদা বানাইত। x-(
কিন্তু কালেকালে অনেকবেলা তো হল। তাই সেই রামও নাই আর সেই অযোধ্যাও নাই। এখন শুনতে পাই আইইউটির বাচ্চা বাচ্চা মাসুম পুলাপাইন্দের ইজ্জতে তিনি নাকি আর হাত দেন না কারন পড়াশুনা থেকেও আর মহৎ কর্ম নাকি তিনি খুজিয়া পাইয়াছেন। রাশি রাশি বালিকা হৃদয়ে নাকি তিনি তার চেহারা মোবারক দিয়া ঝড় তুলিয়াছেন। =(( হাজারীবাগ এলাকায় মেয়েদের উৎপাতে তিনি নাকি এখন বহস্পতি আর শুক্রবার ও আইইউটিতে দিন যাপন করিতে বাধ্য হন। সবি আবার কপালের খেলা আর উনার আবার রাজ কপাল।

যাই হোক এইসব আজেবাজে গীবত না গাইয়া আসল কথা বলি উপরে যেই ব্যক্তি সম্পরকে বলিলাম সেই খান মোহাম্মদ মঞ্জুর খান(৯৯-০৫) সিসিবির একজন একনিষ্ঠ পাঠক কিন্তু ফাঁকিবাজ ব্লগার এর আজ ২৩তম জন্মদিন। সবাই তাই এই শুভদিনে আজ দোয়া করেন যে বালিকা হৃদয় খান সাহেব বন্দোবস্ত নিয়েছেন তা যেন চিরস্থায়ী বন্দোবস্তে রূপ নেয়। আমিন সুম্মা আমিন 😀

৫৬ টি মন্তব্য : “আজকে কার জন্মদিন ভাই???”

  1. শাওন (৯৫-০১)

    হে হে হে ।।পোষ্টটা পরে খুউউউউউব ই মজা পাইছি.....................
    যাই হোক মঞ্জুরকে "শুভ জন্মদিন"...............


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. বন্য (৯৯-০৫)

    অফটপিক: রাশেদের জন্মদিনে মন্জুরকে আর কষ্ট করতে হবেনা... :just: এই ব্লগটাই মন্জুরের জায়গায় রাশেদ আর হাজারীবাগের জায়গায় বাসাবো বসায়া পাবলিশ করলেই হবে... :grr: :grr: :grr:

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)

    শুভ জন্মদিন মঞ্জুর :party:

    রাজকুমারী আর রাজত্ব দুইটাই এই বছরে নিজের হয়ে যাক এই শুভকামনা রইলো

    :thumbup:

    সিসিবির একজন একনিষ্ঠ পাঠক কিন্তু ফাঁকিবাজ ব্লগার

    কিন্তু ফাকিবাজির জন্য :thumbdown:

    জবাব দিন
  4. তাইফুর (৯২-৯৮)
    তাহার পড়াশুনায় ধারে আর রূপ সৌন্দর্যে

    ভাগ্য ভাল "খান মোহাম্মদ মঞ্জুর খান" উরফে খানখান পিসিসি না 😛

    খানখান কে বালিকা হৃদয় ভেঙ্গে খানখান না করিয়া জোড়া দিয়া টান্টান করিবার উপদেশ রইল

    জন্মদিনের শুভেচ্ছা


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
    • সাকেব (মকক) (৯৩-৯৯)

      বস,
      আমারো আপনার মত একদম জায়গামতই চোখ পড়সিল...

      জন্মদিন দেইখা কিছু বললামনা :grr:

      ছোট মানুষ,
      বড় হও...
      ভালোবেসে কাছে নাও...
      এই পৃথিবীর যত সুন্দর...(কপিরাইটঃ নেসলে 😀 )


      "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
      আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

      জবাব দিন

মওন্তব্য করুন : মাস্ফ্যু

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।