দুঃখ বিলাস

মাঝে মাঝে কি যে হয়। আর কিছুই ভাল লাগে না, না গল্প না আড্ডা। চারিদেকে হতাশার গন্ধ পাই। পুরান বন্ধুদের খুজি কিন্তু মন কিছুতেই জমে না আড্ডায় । এইটা কে কি বলে? জানি না, জানতে ইচ্ছাও করে না কারন তখন কিছুই যে আর ভাল লাগে না । হাত টা নিশপিশ করে। এত কাছে দিয়ে চলে যায় স্বপ্ন কিন্তু কিছুই করার থাকে না। দুই বছর কম সময় না কিন্তু স্বপ্ন না ধরতে পারার পুরান বেদনা মলিন হয় না।
মলিন হয় না অভিনয় ক্ষমতা তাই হাসির অভিনয় করি, জোকসে হেসে গড়াগড়ি করি । কিন্তু কাঁটা টা ঠিকি থেকে যায় , খোচা দেয় । ধূর বাল কি সব ফাউল কথাবার্তা বলছি । পুরান একটা লেখা চোখে পরে যায় আবেগ কে বেসামাল করে দেয়।

তোমায় আমায় হবে দেখা
হয়ত আবার কোন এক বসন্ত উৎসবে
বাসন্তী রঙের ভীড়ে।

উদভ্রান্ত আমার সাথে হয়ত হবে
তোমার দৃষ্টি বিনিময়
হয়ত তোমার হাত থাকবে
অচেনা কোন যুবকের হাতে ।

হয়ত ইর্ষা জেগে বলবে
এতো হবার নয়,
দীর্ঘশ্বাস বলবে
এও তোমার হতে পারত ।

তবু কন্যা
আমি আরেকটি বার দেখতে চাই তোমায়
সেই বাসন্তী সাজে,
হৃদয়ে জাগাতে চাই বেদনা
বসন্তের রঙে ।
এইটা বেসামাল আবেগে লেখা একটা পুরান কোবতে । এর কোন তাল বেতাল নেই তাই এর সাহিত্য মান নিয়ে প্রশ্ন তুললে কোন লাভ নেই , কারন???? থাক কারন টা বলতে ইচ্ছা করছে না।

২২ টি মন্তব্য : “দুঃখ বিলাস”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    বেদনার নীল কালিতে লেখা যে কবিতা- তার শিল্পমান খুঁজতে যাবার মতন বোকা আমি নই...
    এটুকু বলব যে, লেখাটা মনকে ছুঁয়ে গেল... :clap: :clap: :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. নাজমুল (০২-০৮)
    উদভ্রান্ত আমার সাথে হয়ত হবে
    তোমার দৃষ্টি বিনিময়
    হয়ত তোমার হাত থাকবে
    অচেনা কোন যুবকের হাতে ।

    🙁 🙁 🙁 🙁
    এতো আমার মনের কথা 🙁 🙁 🙁
    রাসেদ ভাই পড়ে ভালো লাগলো

    জবাব দিন

মওন্তব্য করুন : সামিয়া'৯৯

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।