জনৈক ছড়াকারের জন্মদিন আজ

আজকে জনৈক ছড়াকারের জন্মদিন। জন্মদিনের প্রিফেক্ট মাস্ফু ভাই নাকি মিষ্টি খেতে চীন দেশ আছেন আর সেইসাথে চৈনিক বালিকা দর্শনে চা’ওয়ালা রকিবও সেইখানে অবস্থান করছে তাই বাধ্য হয়ে অনেকদিন পর কিবোর্ডে আঙ্গুল চালাতে হচ্ছে।

এই ছেলেটা কে অবশ্য আপনারা সবাই চিনেন। ব্লগের আনাচে কানাচে তার নানা কীর্তি ছড়ানো ছিটানো আছে। শোনা যায় মাসরুফ ভাইয়ের “মাস্ফু” নাম হওয়ার পিছনে তার একটা পোস্টের হাত আছে। অবশ্য এইটা লেখার পর সে মাস্ফু ভাই থেকে কিছু শিখতে পেরেছিল কিনা সেইটা আমাদের জানা নেই 😀

আজকে অবশ্য রাত অনেক হইছে তাই পোস্ট আর বেশী বড় না করি। আসেন সবাই জামাতে নিচে মন্তব্যের ঘরে ছেলেটা সম্পর্কে দুয়েকটা ভাল কথা বলে যান। আর সেই সাথে আমি খালি বলি শুভ জন্মদিন জিহাদ 🙂

৬,৪০৬ বার দেখা হয়েছে

১০২ টি মন্তব্য : “জনৈক ছড়াকারের জন্মদিন আজ”

  1. রকিব (০১-০৭)

    রাশুদাআআআআআআআআ, এইটা কি করলেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    যাউকগা ব্যাপার না।
    শুভ জন্মদিন গুরু।
    জন্মদিনে কি আর দিমু আপনারে উপহার;
    বাংলা-ইংরেজি দুইটাতেই দিলাম বরষার অঝর ধারা। :grr:
    কেক কুক খাওয়ান।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    আমি এখন একটা ছড়া বলবো; এই ছড়াটা ইন দ্যা ইয়ার নাইন্টিন সিক্সটিতে কয়কজন প্রতিভাবান ছড়াকার মিলে লিখছিলেনঃ

    বর্ষা বন্দনা

    বর্ষা এলো, কে যেন হঠাৎ
    আওয়াজটা শুধু তুললো।
    প্রপার ক্যাডেট জিহাদ মিয়া
    মন ভাগ করা ভুললো।

    এক মাঘে যায়না শীত
    বর্ষায় পানি ভাসে
    জিহাদরে ডুবিয়ে নিতে
    বারবার ফিরে আসে।।

    ডুবাডুবির ভয় দেখিয়ে
    যায়না কিছুই করা
    ডুবেও ব্যাটার কিছু হবেনা
    জিহাদ প্রেমের মরা।

    টুকরো মনের ব্যবসা ও ভাই
    কিন্তু ভীষন ডেন্জারাস,
    একবার পড়লে ধরা
    হবে মহা সর্বনাশ।

    তাই আপনাকে বলি
    আস্ত মনটাই রাখেন,
    :just: বর্ষায় ভিজিয়ে নিয়ে
    সুখে শান্তিতে থাকেন।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এইখানেই থেমে গেলে চলবেনা, তোমাকে অনেকদূর যেতে হবে :grr:
    শুভজনমদিন বেলাডি, এই সময়ের সবচে দরকারি দোয়া দিলাম, শতেক চাকরির অফার পাইস 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)

    রাশেইদ্যা, তোরে আর কি কইতাম! সচলেও দেখলাম আকাম যা করার অলরেডী কইরা ফালাইসোস 😀

    ভালো থাকিস। আর এইভাবে জন্মদিন আসলে একটা করে ব্লগ লিখিস আমার নামে। 😀


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন।
    বড় হও দাদাঠাকুর
    তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. তাইফুর (৯২-৯৮)

    তারিখটা সুন্দর ...
    পহেলা ফেব্রুয়ারী ...
    সাবাস ব্যাটা ...
    জন্মই হোক তোর আজন্ম পূণ্য ... :-B


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন জিহাদ। তোমার কল্যাণে আমার সিসিবি দর্শন শুরু........ কি যে অসুখ ধরাইলা!! ~x( সবুজ থেকো সারাজীবন। ভালোবাসায় থেকো। :hatsoff:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. ফারাবী (২০০০-২০০৬)

    " আইগাও, আইগাও " ;)) ... জিহাদ ভাইয়ের ক্যাডেট লাইফের এই কমন ডায়লগটার কথা কি সিসিবির কেউ জানে 😀 😀 ???
    :awesome: শুভ জন্মদিন জিহাদ ভাই :party: ... চলেন সবাই সমস্বরে গলা ফাটায়া বলিঃ "আইগাও"...

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।