এস.এম.এস.-এ পাঠানো ঈদ মুবারক

এস.এম.এস.-এ পাঠানো ঈদ মুবারক
————– ড. রমিত আজাদ

পাঞ্জাবীতে নতুন কাজের নকশা কাটা জরীর সুতায় ঝলোমলো,
ঈদের খুশী উড়ছে দেখো সাদাকালো মেঘের ডানায় এলোমেলো।
রাত পোহালে ঈদের হাসি, নিদ কেড়ে নেয় চোখের পাতার, কন্ঠে বাহে,
খোকা-খুকুর পরম মিতা ঈদের ফিতা কাটবে এসো ঈদের গাহে।

আকাশ থেকে আসলো নেমে ঈদের চাঁদের বাঁকা হাসি,
চাচা-মামা, খালা-ফুপু, বন্ধুসকল, আত্মীয়কূল রাশি রাশি,
সবই আছে তবু যেন থেমে গেছে গানের কলি, ছন্দ-বাঁশী,
সেই কবে যে তোমার সাথে হারিয়ে গেছে, ঈদের দিনে আমার খুশী।

কেমন করে বলবো তোমায় ঈদ মুবারক,
মিষ্টি হেসে, ভালোবেসে, হাতছানিতে?
অবশেষে মোবাইল টিপে এস.এম.এস.-এ পাঠিয়ে দিলাম
ঈদ মুবারক, আকাশ পথে।

আমি তোমায় পাঠিয়ে দিলাম শুভ্র গোলাপ বৃষ্টিস্নাত,
পাপড়ীতে যার রঙিন শোভা আবেগ মাখা দৃষ্টিজাত।
ঈদের খুশী ছড়িয়ে দিলাম গোমড়ামুখো আকাশকোনে,
দক্ষিণ হাওয়ার গভীর সুরে বাজবে সেতার পাখীর গানে।

১,৪৬০ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “এস.এম.এস.-এ পাঠানো ঈদ মুবারক”

  1. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    🙂 🙂 🙂 🙂

    কবিতার আলোচনা না করে বলি, বিলেটেড ঈদ মুবারক, রমিত!

    দেশ থেকে প্রতি ঈদেই খুব ফ্লাওয়ারি ভাষায় লেখা এসএমএস পাই আমি যার অধর্েকের মানেই বুঝিনা। এবারতো একই ম্যাসেজ এলো তিনজনের থেকে। কষ্ট করে নিজে যে দুকলম লিখবেন কেউ সেটিও বোধকরি ব্যস্ততার জন্য হয়ে ওঠেনা!

    জবাব দিন
  2. সাইদুল (৭৬-৮২)

    আমি তোমায় পাঠিয়ে দিলাম শুভ্র গোলাপ বৃষ্টিস্নাত,
    পাপড়ীতে যার রঙিন শোভা আবেগ মাখা দৃষ্টিজাত।

    সবচেয়ে ভালো এই দু'টি লাইন


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  3. খায়রুল আহসান (৬৭-৭৩)

    বাহ! খুব সুন্দর হয়েছে কবিতা। শেষ দুটো স্তবকতো হৃদয়ছোঁয়া।
    "সেই কবে যে তোমার সাথে হারিয়ে গেছে, ঈদের দিনে আমার খুশী" - এক কথায় অনবদ্য।
    "কাঁজের নকশা" কথাটাতে কাঁজের>কাজের হবে, চন্দ্রবিন্দু হবেনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।