নিলীন তুষারকন্যা

নিলীন তুষারকন্যা
—————- ড রমিত আজাদ

গিয়েছিলাম পরের ক্ষেতে,
হিমের সাথে ভাব জমাতে।
হলুদ ফুল আর ঘাসের মাঠে,
তুষার জমে চাদর পাতে।
চারিদিকে সাদার খেলা ঝলোমলো,
আকাশ ঢাকা ঘন মেঘে কালো কালো,
এই বুঝি এই ঝুপঝুপিয়ে সন্ধ্যা এলো,
সন্ধ্যা তো নয় রূপ জ্বালানো কন্যা এলো।
তুষার দেশের কন্যা সে যে!
তাই বুঝি তার চরণ পাতায়,
বরফকুচির নূপুর বাজে!

শ্বেতবর্ণা তুষারকন্যা বললো এসে,
বক্রচন্দ্র রাঙা ঠোটে মিষ্টি হেসে,
“কে তুমি ভাই কৃষ্ণকেশে ভীনদেশীয়?
করছো খেলা আমার দেশে পরকীয়?”
বললাম, “আমি রাজার কুমার উষ্ণদেশের।”
জবাব শুনে তুষারকন্যা কপট হাসে।
“উঁ, খুব যে ভারী রাজার কুমার,
কোথায় তোমার পঙ্খীরাজা ঢাল-তলোয়ার?”

বলি আমি, “হাতি-ঘোড়া, লাগবে কিছু? কি প্রয়োজন?
মন ভাঙাতে আছে আমার রাজকন্যা একশো ডজন।”
এবার কিন্তু তুষারকন্যা সত্যি-সত্যিই রেগে আগুন,
“কেমনতরো কথা বলো? হুশ আছে কি? কোথায় প্রসূন?”

এবার আমি অট্ট হেসে,
তুষার কন্যার গাত্র ঘেঁষে,
হাত রেখে তার আমার হাতে,
“রাজকন্যা একাই তুমি, এই মনেতে।
যাবে তুমি আমার সাথে?”
মান ভেঙে সে মিষ্টি হাসে,
চেখের তারায় স্বপ্ন ভাসে।
“যেতে পারি এক শর্তে,
বাসবে ভালো বুক ভরতে।”
“বেশতো, আমি হলাম রাজি,
এবার তবে বারাত সাজি?”
“আরো একটি শর্ত জুড়ি,
লিখতে হবে কাব্য কুড়ি,
আমায় নিয়ে। ফুল কুড়িয়ে,
মেঘ-বাতাসে বুক জুড়িয়ে।

“হবে, হবে সবই হবে,
চলো এবার যেতে হবে।”
যেইনা আমি পথ করেছি,
হিম-ললনার হাত ধরেছি,
হঠাৎ করে মেঘ সরে যায়,
সূয্যি উঠে গরম বেজায়,
এ’ কি আমার হাতে ওকি?
তুষারকন্যার জলের ছবি!
সূরুজ তাতে তাপ বেড়েছে,
তুষার গলে জল হয়েছে,
ধীরে ধীরে শরীর তাহার নদী হলো,
হিম-ললনা তুষার আমার হারিয়ে গেলো!

আমি এখন ভাঙা বুকে কাব্য লিখি,
দুই-তিন নয়, এক কুড়ি নয়, এক পৃথিবী।
আমার দেশে বর্ষা হলে, মেঘ সাজিয়ে,
ভাবি মনে, তুষার আমায় বৃষ্টি হয়ে দেয় ভিজিয়ে।

৬২৭ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “নিলীন তুষারকন্যা”

  1. পারভেজ (৭৮-৮৪)

    রাবীন্দ্রিক ধাচের কবিতা।
    মজার।
    এই জায়গাটা টানলো বেশি:
    "তুষার দেশের কন্যা সে যে!
    তাই বুঝি তার চরণ পাতায়,
    বরফকুচির নূপুর বাজে!"


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : পারভেজ (৭৮-৮৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।