তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে

তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে
—————————— ড রমিত আজাদ

তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে,
তখন তুমি আমার কাছে প্রেম ছাড়া আর কিছুই চাইতে না,
আমিও তোমাকে নিয়ে কবিতা লিখতাম রাশি রাশি,
স্বপ্ন দেখতাম তোমার হাত ধরে সমুদ্র দেখার,
গায়ে গায়ে ঘেষে তোমার পাশে ছাদে বসে অপরূপ জোৎস্না দেখার,
সেইসব স্বপ্নে বিভোর হয়ে কেটে যেত একের পর এক নির্লোভ বসন্ত।

আর এখন বধু হয়ে তুমি আমার কাছে শাড়ী চাও, গয়না চাও,
চালক সহ এলিয়ন গাড়ী চাও, পিংক সিটিতে শপিং করতে চাও,
পোষাকধারী সিকিউরিটি গার্ডওয়ালা এ্যাপার্টমেন্টে থাকতে চাও,
তারপরেও তোমার মন ভরে না,
মাঝেমধ্যে ব্যংকক, সিঙ্গাপুর বেড়াতেও যেতে চাও।

তাই এখন আর কবিতার জন্য কাগজ কেনা হয়না,
টাকা নামক কাগজের পিছনে ছুটতে হয়।
এই বসন্তগুলোকে কেমন বসন্ত বলবো বলতো?

৭৯৯ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে”

মওন্তব্য করুন : হা-মীম(২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।