কাঁধে আলতো করে এলিয়ে দেবে মাথাটি

কাঁধে আলতো করে এলিয়ে দেবে মাথাটি
————————————- ড. রমিত আজাদ

তখন আকাশে জোয়ার, ভরা জোৎস্নার,
বাগানের থোকা থোকা হাসনা হেনা ফুলগুলো
অদ্ভুত সুবাশ ছড়িয়ে দক্ষিনা হাওয়ায়
আন্দোলিত হবে পাঁপড়িতে পাঁপড়িতে ।

আমি একা ছাদে পায়চারি করে অপেক্ষা করবো,
তুমি সন্তপর্নে সিঁড়ি বেয়ে উঠে যাবে খালি পায়ে,
যেন কেউ তোমার পায়ের শব্দ শুনতে না পায়।
কেবল আমার ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পারবে, তুমি আসছো।

তোমার পড়নে থাকবে ফিরোজা নীল শাড়ী,
গলায় গোলাপী মুক্তোর মালা,
আমার কাঁধে আলতো করে এলিয়ে দেবে মাথাটি পরম অনুরাগে,
আমি আলিঙ্গনের আবেশে জড়াবো তোমার মন,
– এমন একটি দৃশ্যের স্বপ্ন দেখি অনেক দিন যাবৎ।
কেউ কি আমার এ স্বপ্ন সত্যি করে দেবে?

৫৮৮ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “কাঁধে আলতো করে এলিয়ে দেবে মাথাটি”

মওন্তব্য করুন : সামিউল(২০০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।