ভালোবেসে তোমায় আমি কবি হবো

ভালোবেসে তোমায় আমি কবি হবো
—————————- ড. রমিত আজাদ

ভালোবেসে তোমায় আমি কবি হবো,
রাজহংসীর পালক কাটা কলম হবো,
সেই কলমের আঁচড় চেরা কাগজ হবো,
সেই কাগজে ফুটিয়ে তোলা কাব্য হবো,
সেই কবিতায় তোমার-আমার গল্প হবো।

তোমার ব্যাথায় দুঃখ পেয়ে দুঃখী হবো
তোমার পায়ে ফুটলে কাটা,
অষ্টপ্রহর কেঁদে আমি আকুল হবো
যখন তুমি হাসবে এসে বকুল বনে,
জোৎস্নাঝড়া তোমার হাসির মুক্তোগাঁথা মালা হবো।

বৃষ্টি ঝড়া দিনের শেষে, শ্রাবন থেকে প্লাবন হবো,
তোমার মনের গহীন বনে, সবুজ ঘাসের জমিন হবো,
এই ভাবনার খাতা কলম, শব্দমালার জাল বুনিয়ে জেলে হবো,
তোমার শাড়ীর নকশা কাটা শিমুল ফুলের বাগান জুড়ে মালি হবো,
তোমার হাটার ছন্দ তোলার, পথের পাশে ছড়িয়ে থাকা ধুলি হবো।

তোমার পাশে বসে থাকা বিকেলগুলোর সমীর হবো,
তোমায় নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখায় মগ্ন হবো,
তুমি বিহীন রাত্রিগুলোয় নীরব চোখের অশ্রু হবো
সঙ্গী তোমার হতে গিয়ে ব্যর্থ হলেও, নিদেনপক্ষে কবি হবো

৬০৩ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “ভালোবেসে তোমায় আমি কবি হবো”

মওন্তব্য করুন : মাহমুদুল (২০০০-০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।