ফিনিক্স পাখীর গল্প বলি শুনুন

ফিনিক্স পাখীর গল্প বলি শুনুনঃ
——————————- ডঃ রমিত আজাদ

 

গ্রীক পূরাণে ফিনিক্স নামক এক ধরণের পাখী আছে। এরা অগ্নিরাগ ধরে। তখন চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, আর ফিনিক্স নিজের আগুনে নিজেই পুরে মরে ছাই হয়ে যায়। তারপর কোন এক সময় সেই ছাইয়ের উপর বৃষ্টি ঝরলে, সেখান থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। ২০০৬ সালে দেশের রাজনৈতিক দলগুলো অগ্নিরাগ ধরেছিলো। তারপর ১/১১ -এ নিজেদের আগুনে নিজেরাই পুরে ছাই হয়েছিলো। পরবর্তি নির্বাচনে বৃষ্টি ঝরে সেই ছাই থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। দেশের রাজনৈতিক দলগুলো আবারো সেই অগ্নিরাগ ধরেছে।

দোহাই আপনাদের অগ্নিরাগ বন্ধ করুন।

দেশের মানুষের অর্থনৈতিক ও শিক্ষাগত দৈন্য বা অজ্ঞানতার সুযোগ নিয়ে তাদেরকে নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার না করে, বরং এইসব দৈন্য দূর করে তাদের ভাগ্য উন্নয়ন করুন।

রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল হলেও, সেটা কোন বিশেষ ব্যক্তি, দল বা গোষ্ঠির জন্য না। বরং রাজনীতির উদ্দেশ্য দেশের সর্বস্তরের মানুষের জন্য পরম শুভ অর্জন।

৭৪৬ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “ফিনিক্স পাখীর গল্প বলি শুনুন”

  1. মোঃ সাদাত কামাল [০১-০৭]
    রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা দখল হলেও, সেটা কোন বিশেষ ব্যক্তি, দল বা গোষ্ঠির জন্য না। বরং রাজনীতির উদ্দেশ্য দেশের সর্বস্তরের মানুষের জন্য পরম শুভ অর্জন।

    দারুন... :clap:


    ভালো থাকা অনেক সহজ।

    জবাব দিন

মওন্তব্য করুন : মোঃ সাদাত কামাল [০১-০৭]

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।