নারী ও সমুদ্র

নারী ও সমুদ্র

——– ডঃ রমিত আজাদ

 

চুলগুলি অযত্ন বিন্যস্ত,

মোলায়েম কেশগুচ্ছ এলোমেলো উড়ছে,

উচ্ছাসী সাগরের হাওয়ায়

সমুদ্রের ছায়া পড়ে তার চোখে,

সমুদ্রের ঐ আস্চর্য্য নীলের মত

তার চোখও ঠিকরে দিচ্ছে তীব্র রঙের ছটা।

 

খুব দূরে দূরে একেবারে দিগন্ত ঘেসে

সাগরের ঢেউ ছুঁয়ে ছুঁয়ে, এক টুকরো মেঘে

ক্ষণে ক্ষণে জাগে বিদ্যুতের চমকানি,

আর আমি থেমে থেমে দেখি তার রূপ-ঝলকানি

 

মনে হয় সে এত কাছে, যেন

তার হৃদস্পন্দন শুনতে পাই।

কেমন উদগত আবেগে,

তার লাবণ্য, দীপ্তি সৌরভে

সুগন্ধী নিশ্বাসের মদিরায়,

মনে জেগে ওঠে নেশা।

এইতো প্রথম এমন করে নারী ও সমুদ্র দেখা ।

 

কোন কালে কোন কবি যেন

তুলনা করেছিলেন নারী ও ফুলের,

আরো হয়েছে তুলনা নারী ও নদীর।

আর এই ক্ষণে বলে ওঠে আমার উন্মত্ত মন-রুদ্র

উদ্বেলিত নারীর একমাত্র তুলনা ঐ উচ্ছসিত সমুদ্র।

৫২৭ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “নারী ও সমুদ্র”

মওন্তব্য করুন : আলীম (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।