আমার কিছু সম্পদ এখনো তোমার কাছে পরে আছে

আমার কিছু সম্পদ এখনো তোমার কাছে পরে আছে

—– ডঃ রমিত আজাদ

আমার দেয়া উপহারগুলো তুমি গুনে গুনে ফিরিয়ে দিলে,
আমার একটি নিদর্শনও তোমার কাছে রাখতে চাওনা তাই।
তুমি কি সবকিছু ফিরিয়ে দিতে পেরেছ?
এতকিছুর পরেও তো আমার আরও কিছু সম্পদ তোমার কাছে পরে আছে।
তোমার কি মনে পড়ে বোটানিকাল গার্ডেনের সেই নরম-উষ্ণ রোদের দিনগুলি,
বরফ ঢাকা জমিনের উপর পূর্ণিমার উজ্জ্বল রাত?
রঙ্গন ফুলের বাহারের ভীড়ে, আমাদের উষ্ণ আলিঙ্গন?
তুমি কি পারবে সেই উষ্ণ অনুভূতিগুলো ফিরিয়ে দিতে?

আর ঐ ঝিরঝির তিরতির করে কেঁপে ওঠা পাতার স্পন্দন দেখে,
আমরা কেমন শিহরীত হতাম!
সেই পাতার স্পন্দন থেমে গেলেও,
সেই শীহরণ কিন্তু এখনো জীবন্ত।
দাও ফিরিয়ে সেই শীহরণ।

হেমন্তের ঝরে যাওয়া পাতাগুলো জড়ো করে
কেমন আগুন জ্বালাতাম!
আর আমার কাধে মাথা রেখে, সুখের আকাশ ছুঁয়ে,
কি আবেশে তুমি তাকি্যে থাকতে সেই আগুনের দিকে।

হঠাৎ নেমে আসা বৃষ্টির জলে,
একটি ছাতার নিচে দুজনে মিলে ভিজে ভিজে হেটে যাওয়া,
হাটতে হাটতে ভুলেই যেতাম,
বিকেলের রোদ গড়িয়ে কখন সন্ধ্যা নেমেছে।
এ যেন নদী, সময় আর পথের অন্তহীন বয়ে চলা।

আর পাহাড়ী ঝর্ণা থেকে নেমে আসা
রূপার মত ঝকঝকে স্বচ্ছ পানি,
কেমন আজলা ভরে একে অপরের হাত থেকে পান করেছি,
মনে পড়ে?
চিরকালীন আবেগ নিয়ে কেমন দেখতাম
সুনীল আকাশ জুড়ে হরেক রঙের মেঘের খেলা।
ঐ মেঘ ছুঁয়ে দেখতে,
সবুজ টিয়ার মত ডানা মেলে উড়তে চাইতাম আমরা দুজন।

শেষ বেলার রক্তিম রৌদ্রালোক,
আকাশ আর পাহাড় ঝলমল করে
প্রতিফলিত হতো তোমার মুখে।
ধীরে ধীরে নেমে আসা সন্ধ্যার
মিশমিশে অন্ধকার কখনো ছিলনা আলোর প্রতিক্ষায়,
তুমি আমার বুকে হাত দিয়ে অনুভব করতে চাইতে হৃদস্পন্দন।

নম্র ভোর, বাহারি ফুল, মিঠে রোদ,
চকিতে সরে যাওয়া মায়া হরিণ,
বুনো ঘাস আর বুনো লতার ভেজা গন্ধ,
পাহাড়ী ফুলের সৌরভ মেখে মাতাল হাওয়ার উড়ে যাওয়া,
এই সবকিছু আমাদের কেমন সম্মোহিত করে দিত!
সেই সম্মোহন ফিরিয়ে দাও।

গভীর নিশ্বাস, প্রগাঢ় বিস্ময়, অস্থির হৃদয়,
মনের আকুতি, প্রানের সুর, অপার স্বপ্ন,
এই সব অদৃশ্য অমূল্য সম্পদ তো
এখনো তোমার কাছে পরে আছে।
দাও ফিরিয়ে, দাও, দাও, ফিরিয়ে দাও এই সবকিছু,
পারবে?

৬৫৮ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “আমার কিছু সম্পদ এখনো তোমার কাছে পরে আছে”

  1. Guljar er lekha,
    Aasha Bhoshler Gan
    Film: Izzajat

    मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है
    ओ ओ ओ ! सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं
    और मेरे एक खत में लिपटी रात पड़ी है
    वो रात भुला दो, मेरा वो सामान लौटा दो
    मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है

    पतझड़ है कुछ ... है ना ?
    ओ ! पतझड़ में कुछ पत्तों के गिरने की आहट
    कानों में एक बार पहन के लौट आई थी
    पतझड़ की वो शाख अभी तक कांप रही है
    वो शाख गिरा दो, मेरा वो सामान लौटा दो

    एक अकेली छतरी में जब आधे आधे भीग रहे थे
    आधे सूखे आधे गीले, सुखा तो मैं ले आयी थी
    गीला मन शायद बिस्तर के पास पड़ा हो !
    वो भिजवा दो, मेरा वो सामान लौटा दो

    एक सौ सोला चांद कि रातें एक तुम्हारे कांधे का तिल
    गीली मेंहदी कि खुशबू, झुठ\-मूठ के शिकवे कुछ
    झूठ\-मूठ के वादे सब याद करा दूँ
    सब भिजवा दो, मेरा वो सामान लौटा दो

    एक इजाज़त दे दो बस, जब इसको दफ़नाऊँगी
    मैं भी वहीं सो जाऊंगी
    मैं भी वहीं सो जाऊंगी

    জবাব দিন

মওন্তব্য করুন : ড. রমিত আজাদ (৮২-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।