কিছু বইয়ের নাম

সামনে বই মেলা। অনেকেই বই কেনার আগ্রহ প্রকাশ করছেন। কি বই কিনবেন, এমন ভাবছেন। আমি নিচে কিছু বইয়ের নাম দিলাম। বইগুলো আমি আমার জীবনের বিভিন্ন সময়ে পড়েছি। বইগুলো আমার মনে দাগ কেটেছে।
ধর্মগ্রন্থ :
কোরান, বাইবেল, তোরা, গীতা

ধর্মসংক্রান্তঃ
তাজকেরাতুল আউলিয়া, চাহার দরবেশ

মিথঃ
ইলিয়ড, ওডিসি, রামায়ণ, মহাভারত,

দর্শনঃ
প্লেটোর রিপাবলিক, এরিস্টলের পলিটিক্স, ম্যাকিয়েভেলির দি প্রিন্স, কার্ল মার্কসের ক্যাপিটাল, হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি- বারট্রান্ড রাসেল, ভলগা থেকে গঙ্গা -রাহুল সংকৃত্যায়ন, সুখ – বারট্রান্ড রাসেল, নির্বাচিত রচনাবলী – বারট্রান্ড রাসেল, এ বি সি অফ রিলেটিভিটি – বারট্রান্ড রাসেল,

রাজনীতিঃ
হিটলারের মেইন কাম্পফ, তিন পুরুষের রাজনীতি – রফিক কায়সার, বাংলার মাটি বাংলার জল – রফিক কায়সার, তোমার আকাশ তোমার বাতাস – রফিক কায়সার, মেনিফেস্টো অফ কম্যূনিস্ট পার্টি – কার্ল মার্কস, আমার ফাঁসি চাই – রেন্টু, পিলখানায় হত্যাকান্ড: টার্গেট বাংলাদেশ – জয়নাল আবেদিন, বাংলাদেশ গড়ল যারা – সিরাজ উদ্দিন আহমেদ, ইতিহাসের স্বপ্নভঙ্গ – সুনীল গঙ্গোপাধ্যায়,
কর্নেল তাহের ও অসমাপ্ত মুক্তিযুদ্ধ।

সায়েন্সঃ
কালের সংক্ষিপ্ত ইতিহাস – স্টিফেন হকিং, সকলের জন্য পদার্থবিদ্যা (চারটি খন্ড) – পেরেলমান লান্ডাউ, আবিস্কারের নেশায় – আবদুল্লাহ আল মুতি,

সাহিত্যঃ
সিদ্ধার্থ – হেরমান হেসে, এ্যাডভেন্চার অফ টম সয়্যার – মার্ক টোয়েন, প্রশান্ত দন – মিখাইল শোলখভ, অপরাধ ও শাস্তি – ফিওদর দস্তয়ভস্কি, অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট – এরিক মারিয়া রেমার্ক,
১৯৭১ – তারাসংকর, খেলারাম খেলে যা – সৈয়দ শামসুল হক, গণদেবতা – তারাসংকর, প্রজাপতি – সমরেশ বসু, কর্কট ক্রান্তি -হেনরি মিলার, লোলিতা – নাবোকভ, আন্না কারেনিনা – লেভ তলস্তয়, বন্চিত নিপিড়ীত – ফিওদর দস্তয়ভস্কি, সঞ্চিতা – কাজী নজরুল ইসলাম, সঞ্চয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর, রবিনসন ক্রুসো – ড্যানিয়েল ডিফো , ট্রেজার আইল্যান্ড -রবার্ট লুইস স্টিভেনসন , মবি ডিক – হারমান মেলভিল, সি উলফ – জ্যাক লন্ডন, চেখভের গল্প – আন্তন চেখভ, মোপাসাঁর গল্প – মোপাসাঁ,
লা মিজারেবল – ভিক্টর হুগো, হে যুদ্ধ বিদায়, শার্লক হোমস সমগ্র – আগাথা ক্রিস্টি, ফেলুদার বিভিন্ন গল্প – সত্যজিত রায়, প্রফেসর শন্কুর বিভিন্ন গল্প – সত্যজিত রায়, পথের পাঁচালী – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, অপরাজিতা – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, কাজল – বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, মহাকালের রথের ঘোড়া – সমরেশ বসু, সৌরভ – হুমায়ুন আহমেদ, সবাই গেছে বনে – হুমায়ুন আহমেদ, দেশের বাইরে দেশ – ড. জাফর ইকবাল, দিপু নাম্বার টু – ড. জাফর ইকবাল, বাদল দিনের প্রথম কদম ফুল – হুমায়ুন আহমেদ, শরৎ রচনাবলী, মা – ম্যাক্সিম গোর্কি, মানুষের ভাগ্য – মিখাইল শোলখভ, আরব্য রজনীর গল্প,
শাহনামা – ফেরদৌসী, গালিভার্স ট্রাভেলস-এর চারটি খন্ড – জোনাথন সুইফ্ট, ইডিয়ট – ফিওদর দস্তয়ভস্কি, গোরা – রবীন্দ্রনাথ ঠাকুর, আমি গাধা বলছি – কৃষাণ চন্দর, এলাহাবাদ এক্সপ্রেস – কৃষাণ চন্দর, রক্ত কল্লোল (বৃটিশ বিরোধী আন্দোলনের উপর একটি উপন্যাস), হাজার বছর ধরে – জহির রায়হান, আরেক ফাল্গুন – জহির রায়হান, দৃষ্টিপাত – যাযাবর,
লা নুই বিঙ্গালী – মির্চা ইলিয়ড, ন হন্যতে – মৈত্রেয়ী দেবী, ছবির দেশে, কবিতার দেশে – সুনীল গঙ্গোপাধ্যায়, টমাস মানের সেরা গল্প, হ্যামলেট – শেক্সপীয়ার, ম্যাকবেথ – শেক্সপীয়ার, ওথেলো – শেক্সপীয়ার, জুলিয়াস সিজার – শেক্সপীয়ার, শ্রীকান্ত – শরৎচন্দ্র, গৃহদাহ – শরৎচন্দ্র, বিপ্রদাস – শরৎচন্দ্র, নূলিয়াছড়ির সোনার পাহাড় – শাহরিয়ার কবির, হাকেলবেরি ফিনের দুঃসাহসিক অভিযান- মার্ক টোয়েন, ডেভিড কপারফিল্ড – চার্লস ডিকেন্স, ছায়াবিথি – ইভান বুনিন, আমি সিরাজের বেগম – শ্রী পারাবত, মেঘে ঢাকা তারা – শক্তিপদ রাজগুরু, নজরুল জীবনের শেষ অধ্যায়, বনফুলের গল্প – বনফুল, লৌহকপাট – জরাসন্ধ, হৃদয়ের পথে খুঁজো।

সায়েন্স ফিকশনঃ
চাঁদে ভ্রমণ – জুল ভার্ণ, আশি দিনে বিশ্ব ভ্রমণ – জুল ভার্ণ, ক্যাপ্টেন হ্যাটেরাস – জুল ভার্ণ, জুল ভার্ণ সমগ্র – জুল ভার্ণ, ফ্রান্কেস্টাইন – মেরি শেলি, টাইম মেশিন -এইচ জি ওয়েলস , ইরিনা – হুমায়ুন আহমেদ, রুশ বৈজ্ঞানিক কল্পকাহিনী,

মুক্তিযুদ্ধঃ
লক্ষ প্রাণের বিনিময়ে – মেজর রফিকুল ইসলাম, রাইফেল রোটি আওরাত – আনোয়ার পাশা, আমি বিজয় দেখেছি – এম আর আখতার মুকুল ।

ইতিহাসঃ
ভারতবর্ষের ইতিহাস – বোনগার্দ-লেভিন, বাংলাদেশের সন্ধানে – মোবাশ্বের আলি, ভারত সন্ধানে -জওহারলাল নেহেরু, মা মনিকে – জওহারলাল নেহেরু, পলিটিক্স অফ বেংগল (১৯২৭-১৯৩৬) – ড বজলুর রহমান

স্মৃতিচারণঃ
যখন আমি রাণী ছিলাম – সুরাইয়া, অতীত দিনের স্মৃতি , বাতায়ন – প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ, বাবুরনামা – সম্রাট বাবর

শিক্ষামূলকঃ
শিক্ষা – রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষা – লুনাচারস্কি, সংস্কৃতি কথা – মোতাহার হোসেন চৌধুরী, পরার্থপরতার অর্থনীতি – ড, আকবর আলি খান,

বাংলা ভাষাঃ
লাল নীল দীপাবলী – হুমায়ুন আজাদ,

কিছু জীবনী: টমাস আলভা এডিসন, আলবার্ট আইনস্টাইন, আব্রাহাম লিংকন, আল বিরুনী।

 

 

২,৯৫৬ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “কিছু বইয়ের নাম”

  1. নাফিজ (০৩-০৯)

    কিছু বই পড়েছি...লিস্টটা শোকেসে রাখলাম...

    আমি একটা বই অ্যাড করি...যদিও আমি নিজেই পড়িনি...কিন্তু খুব উঁচুমানের প্রশংসা শুনছি মাসখানেক ধরে... "আবু ইব্রাহীমের মৃত্যু- শহীদুল জহির"


    আলোর দিকে তাকাও, ভোগ করো এর রূপ। চক্ষু বোজো এবং আবার দ্যাখো। প্রথমেই তুমি যা দেখেছিলে তা আর নেই,এর পর তুমি যা দেখবে, তা এখনও হয়ে ওঠেনি।

    জবাব দিন

মওন্তব্য করুন : ড. রমিত আজাদ (৮২-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।