তুমি আমায় ভালোবেসেছিলে

তুমি আমায় ভালোবেসেছিলে

– ড: রমিত আজাদ

তুমি আমায় ভালোবেসেছিলে,

আমি তোমায় ভালোবাসিনি।

তুমিও জানতে তা,

তবু তুমি এসেছিলে,

পাওয়ার প্রত্যাশা নিয়ে উদ্ভাসিত হৃদয়ে।

তোমার ভাষাহীন নির্বাক চোখ,

তমসায় ছেয়েছিল।

তোমার অভিমানি মন,

এ মনে পায়নি ঠাঁই।

পরাজিত প্রেম আকুল হয়ে ছুটেছে নিরুদ্দেশ,

বেদনার রং গায়ে মেখে নিয়ে বলেছিলে,

“আপনি মিথ্যে করে হলেও বলুন, ভালোবাসি”।

আমি মিথ্যে করে হলেও বলেছিলাম, “ভালোবাসি”।

৫৫০ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “তুমি আমায় ভালোবেসেছিলে”

  1. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    দারুন।
    :clap:
    ভাইয়া, ছোট ছোট ঢেউয়ে বুনেছেন আপনার এই ফ্রেমটুকু।

    মহাদেব সাহা'র 'চিঠি দিও' কবিতাটির শেষ লাইনে'র মূর্ছণাটুকু যেন নতুন রূপ পেল।

    সাধুবাদ নিন কবি।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  2. ফরহাদ (২০০৫-২০১১)

    পুরো কবিতাটা কেমন হয়েছে আমি যাচাই করতে যাব না।
    শুধু শেষ দুটো লাইন পড়ে মনে হল ও দুটোই আপনাকে অসাধারণ কবির মর্যাদা দেবার জন্য যথেষ্ট।

    অসাধারণ দুটি লাইন।


    এক জীবনে কতটা আর নষ্ট হবে?

    জবাব দিন

মওন্তব্য করুন : ড. রমিত আজাদ (৮২-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।