ক্যাডেট কলেজীয় কৌতুক – ১

ক্যাডেট কলেজীয় কৌতুক – ১

হাবিলদার আমিন নামে, আমাদের একজন এন, সি, ও স্টাফ ছিলেন। শ্মশ্রুমন্ডিত তাঁর চেহারার সাথে অনেকটা আব্রাহাম লিংকনের মিল ছিল। বিকালে ক্রিকেট ফিল্ডে দাঁড়িয়ে একদিন আমাদের বললেন, “তোমরা খারাপ হইয়া গেছ”। আমি বললাম, “কি হল আবার?” উনি বললেন, “তোমাদের একজন গাঁন্জার কল্কি সহ ধরা পরছে”। আমি মানে মনে ভাবছি, বলে কি! ক্যাডেটদের উপস্হিত বুদ্ধির প্রশংসা করতে হয়। আমার পাশে দাঁড়ানো ফজলু ভাই সাথে সাথে উত্তর দিলেন, ” কল্কি সহ ধরা পরছে এতে কিছুই প্রমানিত হয়না, সে তো কল্কির মধ্যে বিস্কুট রাইখা খাইত।”

১,৬০৫ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “ক্যাডেট কলেজীয় কৌতুক – ১”

মওন্তব্য করুন : সাব্বির (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।