চারুকলার মুখ …..

মানুষের পোর্টেট আমি তুলতে পারি না, আসলে মানুষ বললে ভুল হবে, প্রান আছে এমন কোন কিছুর (মানুষ, পশু-পাখি, গাছ; মৃত গাছ হলে একটু একটু পারি) ছবি তুলতে পারি না। তাই আপাতত ভাস্কর্য দিয়ে হাত টেস্টিং।

শয়তান

সুদখোর মোড়ল

শিশু

দম্পতি

তাহারা

খেলা

হাতকাটা খাবেন?

——————————————-

সেবার ভাস্কর্য তুলতে গিয়ে কিছু কবুতরও দেখছিলাম, চান্স মিস করি নাই। শুভ সকাল 🙂

——————————————-

এক পিচ্চির ছবি তুলছিলাম। বাজী লাগেন, বড় হয়ে মডেল হলে নাম ফাটাবে সে।

ব্যাপক কিউট, না?

প্রথম তিনটার মধ্যে দুটা পোস্টই আমার, বিষয়টা খারাপ হয়ে গেল। এরপরেরটা নারিন্দা কবরস্থান বা নিমতলী গেইট নিয়ে করব, ইতিহাস সহ। আপনারা ঝটপট গোটা দশেক পোস্ট না করলে আমি দিতেও পারছি না!

১,১১৬ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “চারুকলার মুখ …..”

    • রাকেশ (৯৪-০০)

      ধইন্যা

      ক্যামেরা - সনি সাইবার শট ডাব্লু ৩২০
      লেন্স - ক্যামেরারটাই (এই পকেট ক্যামেরার আবার লেন্স!)
      সফটওয়ার - ডাইনামিক ফটো এইচডিআর আর ফটোস্কেপ
      লেভেল অফ এডিটিং - কালার ডীপ, ব্রাইটনেস আর ডার্কনেস অ্যাডজাস্ট

      জবাব দিন

মওন্তব্য করুন : রাকেশ (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।