দুঃখিত, আমি বাংলাদেশী না, ভারতীয় প্রদেশের নাগরিক

১৮ জানুয়ারী – মুর্শিদাবাদ বর্ডারে এক বাংলাদেশীকে ধরে অকথ্য নির্যাতনের ভিডিও টেপ প্রকাশ, ব্লগে ঝড় হলেও মিডিয়া আর সরকার এক নিউজ দিয়েই চুপ।

১৯ জানুয়ারী – ইন্ডিয়ার চোরাচালানীদের সাথে বন্দুক যুদ্ধের পর বর্ডার গার্ড বাংলাদেশের হাবিলদার লুতফুর রহমানকে বিএসএফের অপহরন, পরের দিন নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় ফেরত। বিজিবি ১২ ব্যাটালিয়ানের ভাষ্যে, ‘লুৎফুর রহমানকে ভারতে নির্যাতন করা হয়েছে। তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। মাথায় একাধিক সেলাই রয়েছে। তাছাড়া তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ খুকুমনি সেনা অভ্যথ্যান নিয়ে ব্যাস্ত।

সাহারা খাতুন কাল রাতের সকল নিউজের ভিডিও রেকর্ডে আছে, যেখানে আপনি বলেছেন “আমাদের বিজিবি সদস্য লুৎফর রহমান চোরাকারবারী দ্বারা অপহৃত নয় বিএসএফ এর কাছে আশ্রয় নিয়েছে।” এখন আমাদের প্রশ্ন, সুস্থ-অক্ষত বিজিবি সদস্য আপনার ভাষ্য অনুযায়ী বিএসএফ কাছে আশ্রয় নিলে, কেন তাঁকে আজ গভীর রাত ৩ টায় সারা শরীর থেতলানো, সব দাঁত ভেঙে এবং মাথায় একাধিক সেলাই দেয়া অবস্থায় বিএসএফ ফেরত দিল?? কেন কাল সকালে তাঁকে নিয়ে যাবার পর সারাদিন ফেরত না দিয়ে রাতের অন্ধকারে ফেরত দেয়া হল??

২১ জানুয়ারী – বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত।

২১ জানুয়ারী – সীমান্তের ঘটনা নিয়ে রাস্ট্র চিন্তিত নয়, বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।

রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট মিলনায়তনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সীমান্তে যা কিছু ঘটছে তার সঙ্গে বহু বিষয় জড়িত। এগুলো রাষ্ট্রীয় বিচারযোগ্য কোনো বিষয় নয়। দুই দেশের পক্ষ থেকেই চোরাকারবারি, মাদক পাচার ও গরু চুরি হচ্ছে। প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। এসব অতীতে ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এগুলো নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়।’

আমাদের বেতনভুক্ত মন্ত্রীপরিষদের কাজ কি আসলে? ইন্ডীয়ার হয়ে কাজ করতে মন চাইলে ওখানে যান, এই দেশে গন্ধ ছড়াচ্ছেন কেন?

বাংলাদেশে উল্লেখযোগ্য ইন্ডিয়ান পণ্য তালিকা – বর্জন করি সবাই

সবজায়গায় ছড়িয়ে দেন, সচেতনতা আসুক। না আসলে কি আর করা, কুলাঙ্গার সব দেশেই আছে, আমাদের দেশে না হয় একটু বেশীই আছে।

> এয়ারটেল (Airtel) [আপনার Airtel sim টা ফেলে দিন, আপনার নিশ্চয়ই আরও sim আছে]

> Lays chips, Kurkure chips [Lays এর বিকল্প বাংলাদেশি Sun chips, একই স্বাদ, দাম কম]

> Cadbury, Chlormint, Alpenliebe, centerfresh, mentos, air action, chocolate [বাংলাদেশি অনেক মানসম্মত চকলেট আছে, chocolate কেনার আগে পেছনে দেখে নেবেন দেশি company’র নাম]

> Hajmola, Dabur products [হাজমলা, ডাবুর চবনপ্রাস, ডাবুরের সব পণ্য]

> Parle G এবং অন্যান্য ভারতীয় বিস্কুট। [বাংলাদেশি biscuit এর মান ওদের চেয়ে অনেক ভালো!]

> Micromax, Hitech, Karbonn, Lava মোবাইল সেট।

> Maruti, Swaraz Mazda, Tata, Hindustan গাড়ি ও ট্রাক। [আমরা তো জাপানিতেই অভ্যস্ত, এখন ভারতীয় গুলো না কিনলেই চলে]

> Bajaj pulsar, TVS, Hero Honda, Yamaha (India Made) [দেশি Walton একদম খারাপ না]

> Videocon, Whirlpool (India Made) [দেশি Walton কিনুন, অথবা ভারতীয় ছাড়া অন্য Brand কিনুন]

> Titan ঘড়ি [অনেক সমমানের ঘড়ি বাজারে আছে এরচেয়ে কম দামে!]

> VLCE, Dermo viva, Chic, Veet, Vatika (Dabur), Medimix, Set Wet, Softee, Himalaya, Garnier, Lakme (লাকমে) কসমেটিকস, ফেসওয়াশ, মেকাপ আইটেম ও ক্রিম. [দেশি ব্র্যান্ড এর গুলো খুঁজে নিন, square, cute, keya, kohinoor এর মানসম্মত দেশি কসমেটিকস আছে, কসমেটিকসের ক্ষেত্রে ভারতীয়র বদলে থাইল্যান্ডের টা খুঁজে নিন]

> Colgate (India Made), Meswak, Dabur Red, Active টুথপেস্ট [দেশি টুথপেস্ট অনেক ভালো]

> Jatak, Set wet, Wild Rain deodorant spray (পারফিউম ও স্প্রে)

> Cello, Montex, Nataraj, Camel পেন্সিল, রঙপেন্সিল, কলম, রঙ।

> Whisper toiletries.

> Asian Paint, Fevicol. (বিকল্প অনেক রঙ আছে বাজারে)

> Raymond ফেব্রিক ও টেইলর.

> সবরকম Dabur (ডাবর), Godrej (গোদরেজ) ও Amul (অমল) পণ্য।

> Birla Ultratech Cement বিড়লা আলট্রাটেক সিমেন্ট ও বিড়লার সব পণ্য [আমাদের দেশি সিমেন্ট বিদেশে রফতানি হয়! ওদেরটা কেন কিনবেন?]

> Ujala (ঊজালা), হুইল (Wheel) সাবান, নীল ও Detergent (এদের চেয়ে উন্নত দেশীয় অনেক পণ্য আছে)

> দোকানে পেঁয়াজ, রশুন, ডাল কেনার সময় ইন্ডিয়ান এর পরিবর্তে অন্যটা খুঁজবেন। [হয়ত এখনি ভাল বিকল্প পাবেন না তবে চেষ্টা করতে থাকলে আমাদের নিজেদেরই স্বয়ংসম্পূর্ণতা আসবে]

> Soffola gold সয়াবিন তেল, Dalda বনস্পতি [অন্য অনেক সয়াবিন তেল ও বনস্পতি তেল আছে বাজারে]

> Parachute নারিকেল তেল [জুই, লালবাগ এইসব নারিকেল তেল ব্যবহার করুন। একজন কেমিস্ট আমাকে বলেছে Parachute নারিকেল তেলে সবচেয়ে বেশি artificial কেমিকেল থাকে]

> Hero, Atlas সহ অন্যান্য ভারতীয় সাইকেল ও ভারতীয় সাইকেল পার্টস। [বিকল্প আছে বাজারে]

> Hawkins, Prestige প্রেসার কুকার ও ক্রোকারিজ [বাংলাদেশি কিয়াম Kiam ব্যবহার করুন, মান ভাল দামও কম]

> Archies greetings card [এখন আজাদ, আইডিয়াল এদের ভাল কার্ড পাওয়া যায়, একটু খুঁজে নিন]

> Arvind, Raid & Tailors ভারতে তৈরি সার্ট, প্যান্ট ও সুট এর কাপড় [বাজারে আমাদের নিজস্ব অল্প কিছু কাপড় আছে তবে কোরিয়ান সহ আরও অনেক ব্র্যান্ড পাওয়া যায়]

> সানন্দা, আনন্দলোক (ভারতীয়), stardust সহ অন্যান্য ভারতীয় বিনোদন ম্যাগাজিন (internet এর যুগে কি আসলেই ওদের পত্রিকা কিনে পড়ার দরকার আছে?)

> ভারতীয় শাড়ি ও অন্যান্য জামা [শাড়ি কেনার জন্য দেশিটা বেছে নিন… প্রাইড, জনি প্রিন্ট সহ আরও অনেক উন্নত মানের শাড়ির আছে, এছাড়া মিরপুরের কাতান, জামদানি এদের উপরে ভালো শাড়ি ভারতেও কম হয়]

> Starplus, Zee, Sahara সহ সব ভারতীয় Channel
[এইসব Channel এ Parental Lock দিয়ে রাখুন, বিশ্বাস করুন, এই Channel গুলো না দেখলে ভারতীয় পন্যের প্রতি আপনার আকর্ষণ আপনাআপনি অর্ধেক হয়ে যাবে!]

২,২১৬ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “দুঃখিত, আমি বাংলাদেশী না, ভারতীয় প্রদেশের নাগরিক”

    • রাকেশ (৯৪-০০)

      ইএইএফ গ্রুপে ৫৩৯২ জন মানে ৫৩৯২টা ফ্যামিলি। বছরে যদি এই ৫৩৯২টা ফ্যামিলি গড়ে ১০,০০০ টাকার পণ্যও বর্জন করে তাহলে ৫,৩৯,২০,০০০ টাকার পণ্য বর্জন করা সম্ভব। কিছু কিছু মানুষের 'ইন্ডিয়ার পন্য কিভাবে বর্জন করব' প্ল্যাকার্ডের চেয়ে এই ৫৩৯২০০০০ টাকা দেশে রাখা অনেক বেশি জরুরী।

      জবাব দিন
  1. ফয়েজ (৮৭-৯৩)

    বাচ্চার স্কুলের বইটাও ইন্ডিয়ান প্রিন্ট, তাদের লেখা, তাদের চিন্তা। আমাদের সংস্কৃতির সংগে যায় না। কি আজব, ক্লাস ওয়ানের বই লেখার মত কোন শিক্ষক দেশে নাই, স্কুল গুলো তাহলে চলছে কিভাবে?


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. ড. রমিত আজাদ (৮২-৮৮)

    লেখাটা খুব ধারালো ও চমৎকার হয়েছে।
    তালিকাটা দেখে আমি আনন্দিত হলাম এই ভেবে যে, আমি কোন ভারতীয় পণ্য ব্যবহার করিনা। তবে ভারতীয় কিছু চ্যানেল দেখি, ভাবছি এগুলো বন্ধ করে দেব।
    আমাদের দেশে ভারতীয় কিছু দালাল আছে বিধায়, ভারত এত মাস্তানি করতে পারে। তা নইলে ভারতের মত গরীব দেশ, আমাদের দেশের মার্কেট হারানো এ্যাফোর্ড করতে পারেনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : রাকেশ (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।