ফটোগ্রাফী কন্টেস্ট – রেডিও সার্কেল ও চিটাগাং

ফেসবুকে রেডিও সার্কেলের ব্যানারে এক ফটোগ্রাফী কন্টেস্ট চলতেছে, সবাই মনেহয় দেখে ফেলছেন অলরেডী। যারা দেখেন নাই, এখানে ক্লিক করেন। আর যারা দেখছেন ৫টা করে ফটো দিয়া আইসেন, উইনারকে নাকি একটা ডিএসএলআর দিবে।

আমি অবশ্য রেডিও সার্কেল বা এদের কাউকেই চিনি না, তবে সুন্দর একটা ফটো গ্যালারী অলরেডী ওখানে হয়ে গেছে। ইভেন্ট পেইজে গেলে ফটোগুলা দেখতে মিস করবেন না কেউ, বেশীরভাগ ছবি দেখলেই চোখ ট্যারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এতই অসাধারন কালেকশন!

কি মনে করে আমিও পাচখানা ফটুক দিছিলাম, পরে গ্যালারী দেখে লজ্জা পাইসি আর কি। এই চান্সে এই বোরিং পোস্টটাকে ফটোব্লগ বানায়ে ফেলি ;))

কালারস অফ ইউথ
আর্মি স্টেডিয়ামের কোন একটা নকিয়ার কনসার্ট থেকে নেয়া, মাইলস তখন স্টেজে। ক্যামেরাঃ সনির ছোট একটা পয়েন্ট অ্যান্ড শুট, মডেলের নাম ভুলে গেছি।

শীতের সুর্য, কুয়াশা ঠেলে আলো
ছবির স্থানঃ পাবনা ক্যাডেট কলেজ, কুয়াশার শুরু তখন। ক্যামেরাঃ সনির ছোট একটা পয়েন্ট অ্যান্ড শুট, মডেলের নাম ভুলে গেছি।

একাকিত্ব
নীলগিড়ি থেকে আসার পথে তোলা ছবি, অনেক পাহাড়ের মধ্যে এই একটাই ঘর। ক্যামেরাঃ সনি এরিকসন ডাব্লু সিরিজের ৮১০ মোবাইল।

বিশালত্বের নিচে
আমার বাসার ছাদ থেকে নেয়া ঘিঞ্জি কাঠালবাগান এলাকা, দুরের উচু বিল্ডীংটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স। শহর যতই ঘিঞ্জি হোক, বিশাল আকাশের কাছে সে আর কি! ক্যামেরাঃ সনির ছোট একটা পয়েন্ট অ্যান্ড শুট, মডেলের নাম ভুলে গেছি।

প্রার্থনা
২০১০ এর দুর্গা পুজার সময় কোন এক মন্ডপ থেকে নেয়া। ক্যামেরাঃ সনির ছোট একটা পয়েন্ট অ্যান্ড শুট, মডেলের নাম ভুলে গেছি।

বিঃদ্রঃ ছবির নামের উপর ক্লিক করলে মনেহয় ফেসবুকের লিঙ্ক দেখাবে।

সুন্দর জায়গার সুন্দর ছবি তোলার মধ্যে আসলে কোন কৃতিত্ব নাই, ফটোগ্রাফীর মেইন কনসেপ্ট হল আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন।

আরেকটা ইভেন্টের লিঙ্ক পাইলাম, শুধু চিটাগাং এর ছবির জন্য। চাটগাইয়া কেউ থাকলে এখানে গুতান । তবে চিটাগাং মানে কি শুধু শহর না বান্দবান খাগড়াছড়ি কক্সবাজার ধরা হবে জানি না।

১,৯২৪ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “ফটোগ্রাফী কন্টেস্ট – রেডিও সার্কেল ও চিটাগাং”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    তোমার দেখাদেখি তো আমিও দিয়ে দিলাম ৫ টা অতি সাধারন ছবি । সময় হইলে 'লাইকাইও' ।

    https://www.facebook.com/photo.php?pid=7298034&id=548223611#!/photo.php?fbid=10150655363585704&set=o.221870534508670&type=1&theater

    https://www.facebook.com/photo.php?pid=7298034&id=548223611#!/photo.php?fbid=10150655368400704&set=o.221870534508670&type=1&theater

    https://www.facebook.com/photo.php?pid=7298034&id=548223611#!/photo.php?fbid=10150655369595704&set=o.221870534508670&type=1&theater

    https://www.facebook.com/photo.php?pid=7298034&id=548223611#!/photo.php?fbid=10150655364910704&set=o.221870534508670&type=1&theater

    https://www.facebook.com/photo.php?pid=7298034&id=548223611#!/photo.php?fbid=10150655366430704&set=o.221870534508670&type=1&theater (সম্পাদিত)


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
    • রকিব (০১-০৭)

      রুম্মান ভাই এবং রাকেশ ভাই, আপনাদের কারো ছবিতেই লাইক দেবার অপশন পাচ্ছি না। সম্ভবত আপনাদের ফ্রেন্ডলিস্টে না থাকায় (প্রাইভেসি সেটিংস) আটকে গেছি। অন্য অনেকের ছবিতে লাইক দেবার অপশন পাচ্ছি; কিন্তু আপনাদেরটায় নাই। 🙁


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
    • রাকেশ (৯৪-০০)

      আমারগুলা অমানবিক না, হিউম্যান এরর :))

      লাইকানোর জন্য ফ্রেন্ড হওয়া লাগে, এই প্রবলেম ফেসবুকও জানে না মনে হয়। আমি অনেক ছবিতেই লাইক দিতে পারছি ফ্রেন্ড না হয়েও। মাঝে মাঝে অ্যালাউ হয় লাইক দেয়া।

      জবাব দিন
        • রুম্মান (১৯৯৩-৯৯)

          আমারগুলা তো আরও । রাস্তায় খারায়া ক্যামেরায় টিপি দিলেই এইগুলান উডে । যাই হোক,রাকেশ, ওদের circulation খেয়াল করছো ? ফাইনালি ৫০ টা ছবি ওরা সিলেক্ট করবে যেগুলা পরে আপলোড দিবে । আর ওইগুলায় লাইক এর উপরে কম্পিটিশন । আরও মজার কাহিনী আছে । ৫০টা ছবি সিলেক্ট করার পর ওরা ঐগুলির raw কপি চাবে । দেখাতে পারলে তাহলে ৫০ এর মধ্যে ঢুকবে । ওগে লাইজ্ঞা আমি raw কপি নিয়া বইয়া আছি নি ? আমার বহুত কাম ।
          আর তোমার প্রশ্নের উত্তর - ক্যামেরা সনি সাইবার সট । পাহাড়টা নীলগিরীর হেলিপ্যাড । (সম্পাদিত)


          আমার কি সমস্ত কিছুই হলো ভুল
          ভুল কথা, ভুল সম্মোধন
          ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
          সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
          ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
          আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

          জবাব দিন
  2. তানভীর (১৯৯৫-২০০১)

    সচলায়াতনে ফোটোগ্রাফীর একটা দারুন লিঙ্ক পেলাম। সবার সাথে শেয়ারের লোভ সামলাতে পারছিনা। লং শাটার নিয়ে এত দারুন সব কাজ করা যায় জানতামই না।

    http://www.sachalayatan.com/nirjon_shakhhor/39392 (সম্পাদিত)

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (১৯৯৫-২০০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।