আলো আলো আরও আলো – ফটুকবলগ

কিছু পড়তেও ইচ্ছা করতেসে না, কিছু লিখতেও ইচ্ছা করতেসে না।

ছবি মারি, টাইম পাস। নিচের ছবি গুলা পিসিসি ১৭ ব্যাচের সুমনের বাসার এক ইন্টেরিওর, ভাবী নিজের হাতে ডিমের ঝুড়ি আর কাগজ দিয়ে বানাইসে এই ডিজাইন।

১,৩৭১ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “আলো আলো আরও আলো – ফটুকবলগ”

    • রাকেশ (৯৪-০০)

      ভাই কি ঝুড়ি ধরে ডিম কিনেন? আহা কতদিন ৪টা ডিমের কম্বাইন্ড মামলেট খাই না !

      শাহবাগ থেকে কাগজ কিন্না লন সবার আগে, তারপরের খেলা সাজানো যাবে। নিচে সেরম একটা স্যাম্পল দেই, কপি পেস্ট।

      অবশ্য হুবুহু হবে না কারন কাঠের কাজ আছে, কাছাকাছি হলেই অনেক, ১০০০০ টাকায় বেচে সিসিবিতে পার্টি দিবার পারবেন

      জবাব দিন
  1. ভাই কি ঝুড়ি ধরে ডিম কিনেন? আহা কতদিন ৪টা ডিমের কম্বাইন্ড মামলেট খাই না !
    শাহবাগ থেকে কাগজ কিন্না লন সবার আগে, তারপরের খেলা সাজানো যাবে। নিচে সেরম একটা স্যাম্পল দেই, কপি পেস্ট।

    অবশ্য হুবুহু হবে না কারন কাঠের কাজ আছে, কাছাকাছি হলেই অনেক, ১০০০০ টাকায় বেচে সিসিবিতে পার্টি দিবার পারবেন

    জবাব দিন

মওন্তব্য করুন : আছিব (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।