আমাদের নতুন কোচেরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুইজন নতুন কোচকে চাকরি দিয়েছে বিশ্বকাপে ভালো খেলার জন্য, কিন্তু সত্যি কথা বলতে, এই দুই কোচের নিয়োগ আমার মাথার উপর দিয়ে গেছে।

আরেকটু ভেঙ্গে বলতে গেলে বলি, এটা বিসিবির একটা ব্যাকওয়ার্ড স্টেপ।

ফিল্ডিং কোচ নাকি জুলিয়েন ফাউন্টেন, যিনি আগে বেসবল প্লেয়ার আর কোচ ছিলেন। বেসবলের প্লেয়ারের ক্রিকেট কোচ হওয়া নিয়ে আমার আপত্তি নাই, আপত্তি আছে উনার প্রোফাইল নিয়ে। এর আগে মিঃ ফাউন্টেন ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের কোচিং করিয়েছেন, কিন্তু পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং স্ট্যান্ডার্ড কি একটুও উন্নত হয়েছে? বরং গ্রাউন্ড ফিল্ডিং কোয়ালিটি বাংলাদেশের ইতিমধ্যেই এই দু দেশের চেয়ে বেশ ভালো। কোন সফলতায় ইনাকে দায়িত্ব দেয়া হল?

ক্লুসেনারের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া তো আমার কাছে আরেক আজীব জিনিষ। ক্লুসেনার সবসময় ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলেছে, স্পেশালিস্ট বোলার সে কখনোই ছিল না। একটা টেস্ট প্লেইয়িং কান্ট্রির বোলিং কোচ এমন একজন যে নিজেই স্পেশালিস্ট বোলার ছিল না, হায় সেলুকাস!

৮৮৩ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “আমাদের নতুন কোচেরা”

মওন্তব্য করুন : নাজমুল (০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।