অসাধারণ অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে ৬-১ এ ওয়ানডে সিরিজ হারিয়েও এতোটা মজা পাই নি, কারন বুকের মধ্যে তখনো অ্যাসেজ হারের কস্ট ছিলো।

আজকে একটু আগে যেভাবে ইংল্যান্ড কে উড়িয়ে দিলো পন্টিং আর ওয়াটসন … আসলেই অনেকদিন পর ক্রিকেট কে এতো সুন্দর লাগছে।

কলেজের খেলার সময়টা খুব মিস করছি, সবাই মিলে টিভি রুমে বসে হইচই করার মজাই আলাদা। মনে আছে আমাদের হাউজে আমি সহ মাত্র ৪ জন অস্ট্রেলিয়া সাপোর্ট করতাম. এক বিশ্বকাপে পাকিস্তানের সাথে তুমুল খেলা হচ্ছে, আমরা ৪ জন পুরো হাউজের সাথে গলা ফাটিয়ে পাল্লা দিচ্ছি, ডিনারের আগে হাউজ ফলইনের পর আমাকে ডাকলো তখনকার জুনিয়র প্রিফেক্ট, এবং বলা হল আমি যেন অস্ট্রেলিয়া সাপোর্ট না করি!

এখনো মনে আছে তখন ওই জ়েপি কে কিরকম পিডাইতে ইচ্ছা করতেছিলো।

যাই হোক, এখন তো আর কোন রাগ নাই, শুধু কলেজে একবার খেলা দেখার ইচ্ছা আছে, রিইউনিয়নটাকে কোনভাবে বিশ্বকাপের সময় ফেলা যায় না?

১,৬৯৩ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “অসাধারণ অস্ট্রেলিয়া”

  1. শোভন (২০০২-২০০৮)

    ভাইয়া আমাদের সময় হাতে গোনা দু একজন অষ্ট্রেলিয়া সাপোর্ট করতো । তারা আবার ক্রিকেট খেলা
    একটু কম বুঝত । তবে ইংল্যান্ড হারছে বলে খুশিই হইছি । কারণ ওদের জন্য যে শ্রীলংকা বাদ
    পড়েছে ।
    ভাইয়া আরো বেশি বেশি লেখেন । আমাদের কলেজের লেখা তো খুবই কম । 😀

    জবাব দিন
    • রাকেশ (৯৪-০০)

      আমি অবশ্য এতো কিছু বুঝি না, শ্রীলঙ্কা যেবার বিশ্বকাপ জিতলো সেবার থেকেই অস্ট্রেলিয়া সাপোর্ট করছি।

      লিখতে বলার জন্য ধন্যবাদ অনেক, আমার তো লেখালিখির হাত না, আর আমার দুইটা লেখা মনেহয় বাতিল হয়ে গেছে কারন না হলে তো দেখাত!

      জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    কলেজে কি মজা করেই খেলাগুলো দেখতাম, আর এখন বাংলাদেশের খেলা ছাড়া ক্রিকেট খেলা দেখার কোন আগ্রহই পাই না। :no:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. আজাদ (৯৪-০০)

    ভাসানী হাউসে আমাদের ব্যাচ এ মাত্র ২ টা টীম ছিল ।
    ১। পাকিস্তান
    ২।এন্টি পাকিস্তান
    রাজি এমন উৎকট পাকিস্তান সাপোরটার ছিল যে অন্য কেউ সাপোরট করার সুযোগ পেত না 🙁

    জবাব দিন

মওন্তব্য করুন : রাকেশ (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।