ঢাল ঢোল নাই আসলেই

এটা মনেহয় আমার প্রথম পোস্ট হওয়া উচিত ছিলো।

যাই হোক, আমার ডিটেলস মোটামুটি সব দেয়া আছে প্রোফাইলের মধ্যে, আর বেশী কিছু বলতে গেলে বেশী কিছু লিখতে হবে, পরে একসময় লেখা যাবে সেগুলো।

আমি আসলে কখনো নিজে ব্লগ লিখি নাই, অফিস আওয়ারে সবকিছু গুছিয়ে লিখতে হয় বলেই যখন বাসায় থাকি তখন খুব এলোমেলো থাকতে ইচ্ছা করে। কোনো কিছু গুছিয়ে ব্লগ লেখা তাই আমার কঠিনতম কাজের মধ্যে একটা। ইন ফ্যাক্ট, আমার একটা ডায়েরী ছিলো কলেজে, সেটাও অন্যরা লিখে দিতো। B-)

যাইহোক, বাংলা লেখাটা আসলে কঠিন। টাইপ নিয়ে বলছি না, অনেক বানান দেখি আমি ঠিক মত জানি না। প্রানী হবে না প্রাণী হবে?

ঘুমাতে যাওয়া উচিত, কালকে নবমী, সকালে উঠে অঞ্জলী দিতে যাব, তারপর অফিস করতে যাব, কত রকম পেইন যে আছে!

যাওয়ার আগে নতুন একটা মিউজিসিয়ান কে সবার সাথে পরিচয় করিয়ে দেই, সে হল সিঁথি। বেশী গান নেই, কিন্তু যেগুলো করেছে তার সবগুলোই আমার কাছে অনেক ভালো লেগেছে, এখানে অনেকেরই ভালো লাগবে মনে হয়। আমি নিচে ওর ফেসবুক ফ্যানপেজ লিঙ্কটা দিলাম, গানগুলো স্ট্রীমিং করে শুনা যায়, সো সমস্যা হবে না মনেহয় কারো।

ইদানিং নতুন শিল্পীদের গান গুলো শুনার চেস্টা করছি।

২,৮৯৮ বার দেখা হয়েছে

৬০ টি মন্তব্য : “ঢাল ঢোল নাই আসলেই”

  1. কামরুলতপু (৯৬-০২)

    রাকেশ ভাই স্বাগতম। শুভ লেখালেখি। সমানে লেখতে থাকেন। পাবনার লেখা অনেক কম।
    আর ব্লগে নতুন আসলে কি জানি হয় সিনিয়ররা আসলে শুনতে পারবেন। আমি তো জুনিয়র তাই চোখ নিচু করে রাখছি।

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    রাকেশ ভাই, প্রাণি হইবো যখন প্রাণিবিজ্ঞান লিখবেন তখন আর প্রাণী হইব যখন সিঙ্গেল প্রাণী লিখবেন তখন।সেই কেলাস সেভেনে বায়োলজির রফিক স্যার শিখাইছিলেন 🙂

    জবাব দিন
  3. আহমদ (৮৮-৯৪)

    রাকেশ,
    তোমার জন্য ঈদ এবং শারদীয় উভয় শুভেচ্ছা।
    ভাল লিখেছ। এই যদি হয় তোমার এলোমেলো লেখা, তবে আমাদের তাতেই সই।

    প্রিন্সিপাল স্যার কি নাই নাকি? না থাকলে স্যারের অনুমতি নিয়ে ব্লগের প্রতি শ্রদ্ধা জানানোর দায়িত্বটা নিয়ে নেই।

    রাকেশ ... তোমার যদি এখনও অভিষেক না হয়ে থাকে তাহলে কুইক ১০টা :frontroll: ...


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)

    রাকেশ ভাইয়া 😀 তাড়াতাড়ি চা নেন :teacup: আগে যেই ভদ্রলোক চা বিক্রী করতেন উনি নকল চিনি আর পচা দুধ দিত তাই আমি এখন খাটি চা দেই B-)
    শারদীয় শুভেচ্ছা অনেক মজা করবেন আশা করি পারলে আমাকে দাওয়াত দিয়েন 🙁
    ঈদেও আমারে কেউ দাওয়াত দেয়নাই :((

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সিসিবিতে স্বাগতম জানাই এই পোস্টেই রাকেশ :clap:
    শারদীয় শুভেচ্ছা রইলো।
    পাবনার লেখা এমনিতেই কম, তাই তোমার নিয়মিত লেখা পড়ার অপেক্ষায়, তোমাকেই খুঁজছে সিসিবি 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  6. পিসিসি'র লেখা খুব কম। কলেজে যাদের লেখক হিসাবে চিনতাম তারা কেউ লিখে না। দু'একজন তো কলেজে থাকতেই বইমেলা টার্গেট করে বই লিখতো, ছাপাতো; হয়তো হারিয়ে গ্যাছে। লেখা ভাল হয়েছে রাকেশ। পড়বার নিশ্চয়তা দিতে পারি। চলুক।

    জবাব দিন

মওন্তব্য করুন : নাজমুল (০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।