সুতপা আর আমাদের চারপাশের ‘আমরা’

মেয়েটার নাম মনেহয় সুতপা, আমি চিনি না। ঈদের ছুটির সময় মেয়েটা মারা যায় নিজের শ্বশুরবাড়িতে, অনেক মার খেয়ে সারা শরীরে অনেক আঘাতের দাগ ছিলো, যে দেখেছে সেই বলেছে যে সুতপাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বলে, সুতপা নাকি আত্যহত্যা করেছে, তাও বারান্দার গ্রীলের সাথে ঝুলে!

বারান্দার গ্রীলে কেউ কি মারা যায়?

পুলিশ যখন মেয়েটার লাশ হাসপাতালে নিয়ে আসে, তখন পুলিশও বলেছে যে সুতপাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু প্রথম সুরতহাল রিপোর্টে বলে মেয়েটা সুইসাইড করেছে। শুধু তাই না, ডাক্তার নাকি পুলিশকে বলেছে সুরতহাল রি্পোর্টের আগে কেন মিডিয়া কে কমেন্ট করতে গেছেন!

আজকে একটা টিভিতে নিউজ দেখলাম, সুতপার এক আত্মীয় তার শ্বশুরবাড়ির আরেকজনের সাথে মোবাইলে লাউড স্পীকার দিয়ে কথা বলছে, যেখানে সেই শ্বশুরবাড়ীর পশুটা বলে, এই ঘটনা টা নাকি দুই পক্ষ মিলেই মিটমাট করা যেত, থার্ডপার্টিকে কে জানানো ঠিক হয় নাই!

আজকেই আরেকটা নিউজপেপারে পড়লাম, সুতপার মৃত্যুকে নাকি আত্যহত্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে!

একটা লেখায় আমি কতগুলা বিস্ময়সুচক চিহ্ন (!) ব্যাবহার করলাম, আসলেই চারপাশের মানুষ গুলো এরকম কেন কেউ বলতে পারে?

আমি কষ্ট পাই নি, নাকি বেশী কষ্টে পাথর হয়ে গেছি!

২,১১৪ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “সুতপা আর আমাদের চারপাশের ‘আমরা’”

  1. টিটো রহমান (৯৪-০০)

    মন খারাপ করা লেখা দিয়া শুরু করলি................... 🙁

    যাক তোকে এখানে দেখে ভালো লাগছে.......... :hug:

    ৯৪ ব্যাচ রক্স.......... :guitar:

    নিয়মিত লেখিস কিন্তু................. :dreamy:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহমুদ ফয়সাল (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।