বেগম মুজিব

সপরিবারে শেখ মুজিবুর রহমান।

(বা থেকে শেখ কামাল, শেখ রেহানা, শেখ রাসেলকে কোলে বঙ্গবন্ধু, বেগম মুজিব, শেখ জামাল ও শেখ হাসিনা)

শেখ মুজিব পরিবার

একটি মহীরুহকে ওরা চেয়েছিলো সমূলে উৎপাটন করতে।
চেয়েছিলো ওরা একটি চেতনাকে বিনাশ করতে।

আজ বেগম মুজিবকে নিয়ে বলি।

১৯৩০ সালের ৮ই আগষ্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে ফজিলাতুন্নেছা জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছর বয়সে পিতা শেখ জহুরুল হক ও পাঁচ বছর বয়সে মাতা হোসনে আরা বেগমকে হারান তিনি। ১৯৩৮ সালে চাচাত ভাই (শেখ লুত্ফর রহমানের পুত্র) শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম ফজিলাতুন্নেছার বিবাহ হয়। তখন মুজিবুরের বয়স ১৮ আর তার ৮। এই দম্পতির ঘরে দুই কন্যা এবং তিন পুত্রের জন্ম হয়। কন্যারা হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। আর পুত্রদের নাম শেখ কামালশেখ জামাল এবং শেখ রাসেল তিনজন পুত্রই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে আততায়ীর হাতে নিহত হন। সেই রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার সময় ঘাতকরা পরিবারের অপরাপর সদস্যদের সঙ্গে বেগম মুজিবকেও নির্মমভাবে হত্যা করে।

১৫ই আগষ্ট ১৫ই আগষ্ট ১৯৭৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিব পরিবারের যাদেরকে হত্যা করা হয়েছিলো ও কর্ণেল জামিল।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বঙ্গবন্ধু ও ফজিলাতুন্নেছা দম্পতির জ্যেষ্ঠ সন্তান) গর্ভবতী।
২৭শে জুলাই ১৯৭১ এক শিশু সন্তানের জন্ম দেন শেখ হাসিনা। ৩০ শে জুলাই কবি সুফিয়া কামাল সদ্যজাত শিশু সন্তান ও মাকে দেখতে হাসপাতালে যান।
Page 366

যুদ্ধ শেষ, বঙ্গবন্ধু তখনও ফেরেননি। বাবার ছবি সামনে রেখে কান্নায় ভেঙ্গে পড়েছেন শেখ হাসিনা। পাশে বেগম মুজিব এবং শেখ রেহানা। বেগম মুজিবের কোলে শিশু সজীব ওয়াজেদ জয়। সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত

যুদ্ধ শেষ, বঙ্গবন্ধু তখনও ফেরেননি। বাবার ছবি সামনে রেখে কান্নায় ভেঙ্গে পড়েছেন শেখ হাসিনা। পাশে বেগম মুজিব এবং শেখ রেহানা। বেগম মুজিবের কোলে শিশু সজীব ওয়াজেদ জয়।
সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত

'বিশ্বাস করি না আমি তোর বাবার মুক্তির কথা' ফটোগ্রাফার: কামরুল হুদা

‘বিশ্বাস করি না আমি তোর বাবার মুক্তির কথা’
ফটোগ্রাফার: কামরুল হুদা

বঙ্গবন্ধুর মুক্তির খবর রেডিওতে শুনছেন বেগম মুজিব ফটোগ্রাফার: কামরুল হুদা

বঙ্গবন্ধুর মুক্তির খবর রেডিওতে শুনছেন বেগম মুজিব
ফটোগ্রাফার: কামরুল হুদা

৪ঠা জানুয়ারি ১৯৭২ সালে দৈনিক বাংলা বেগম মুজিবের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা প্রকাশ করে।
513514515516

 

ফিরে এলেন শেখ কামাল ফটোগ্রাফার: কামরুল হুদা

ফিরে এলেন শেখ কামাল
ফটোগ্রাফার: কামরুল হুদা

মুক্তিযুদ্ধ শেষে জাতীয় নেতা ও মুক্তিযুদ্ধের সময়নায়করা দেশে ফিরে এসে বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করেন।

মুক্তিযুদ্ধ শেষে জাতীয় নেতা ও মুক্তিযুদ্ধের সময়নায়করা দেশে ফিরে এসে বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করেন।

মুক্তিযুদ্ধ শেষে বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বিচারপতি বি এ সিদ্দিকী। জাস্টিস সিদ্দিকী টিক্কা খানকে শপথ পড়াতে অসম্মতি জানিয়েছিলেন। ফটোগ্রাফার: কামরুল হুদা

মুক্তিযুদ্ধ শেষে বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বিচারপতি বি এ সিদ্দিকী। জাস্টিস সিদ্দিকী টিক্কা খানকে শপথ পড়াতে অসম্মতি জানিয়েছিলেন।
ফটোগ্রাফার: কামরুল হুদা

দেশ তৈরি পিতাকে বরণ করে নেবার জন্য। লিঙ্ক। 

১৯৭২ সালের ১০ই জানুয়ারি। লিঙ্ক। 

 

বিবাহ বার্ষিকী ১৯৬৯ সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)বিবাহ বার্ষিকী ১৯৬৯
সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

ঈদের দিনে, স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব ও নাতি সজীব ওয়াজেদ জয়ের সাথে সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

ঈদের দিনে, স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব ও নাতি সজীব ওয়াজেদ জয়ের সাথে

সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

১৯৭২ সালে ইন্দিরা গান্ধী ঢাকা সফরে আসার পরে তার সম্মানে আয়োজিত সংবর্ধনায় সস্ত্রীক বঙ্গবন্ধু সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

১৯৭২ সালে ইন্দিরা গান্ধী ঢাকা সফরে আসার পরে তার সম্মানে আয়োজিত সংবর্ধনায় সস্ত্রীক বঙ্গবন্ধু
সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

ঘরোয়া পরিবেশে
সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্ত, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত)

ফজলুল হক মনি ও শেখ কামালের সাথে সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত

ফজলুল হক মনি ও শেখ কামালের সাথে
সূত্র: মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত

নজরুল

অসুস্থ কবি কাজী নজরুল ইসলামের শয্যাপার্শ্বে শেখ মুজিব ও বেগম মুজিব।

৩২ নম্বর

জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা, নাতি জয়, নাতনী পুতুল, কনিষ্ঠ পুত্র রাসেল কে নিয়ে শেখ মুজিব ও বেগম মুজিব।

১৫ই আগষ্ট

ওরা সবাই ছবি হয়ে গেলো অবশেষে।

লগবুক

এবং একটি লগবুক। বনানী গোরস্থান।

জেনারেল শফিউল্লাহ র জবানীতে।
চ্যানেল ৭১। লিঙ্ক ১।  

জেনারেল শফিউল্লাহ র জবানীতে।
চ্যানেল ৭১। লিঙ্ক ২।  

মেজর জেনারেল (অবঃ) কে এম শফিউল্লাহ সেই সময়ের কথা ০১
এটিএন নিউজ লিঙ্ক ১ 

মেজর জেনারেল (অবঃ) কে এম শফিউল্লাহ সেই সময়ের কথা ০২
এটিএন নিউজ লিঙ্ক ২

১৫ই আগষ্ট রেডিও ভাষন। 
লিঙ্ক। 

বঙ্গবন্ধু

যতকাল রবে পদ্মা মেঘনা যমুনা গৌরি বহমান, 
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। – অন্নদা শংকর রায় 

 

 

সূত্রঃ
০১ লেঃ কর্ণেল (অবঃ) এম এ হামিদ পিএসসি – তিনটি সেনা অভ্যুথ্বান ও কিছু না বলা কথা
০২ হুমায়ূন আহমেদ – জোছনা ও জননীর গল্প
০৩ দৈনিক ইত্তেফাক
০৪ উইকিপিডিয়া
০৫ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ঃ অষ্টম খন্ড (১ম মুদ্রণ, ২য় মুদ্রণ)
০৬ প্রীতম দাস
০৭ ইন্টার্নেট
০৮ অন্নদা শংকর রায়
০৯ দৈনিক বাংলা
১০ মহিয়সী নারী বেগম ফজিলাতুন নেছা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত
১১ জেনারেল শফিউল্লাহ চ্যানেল ৭১
১২ জেনারেল শফিউল্লাহ  এটিএন নিউজ
১৩  বাংলাদেশ বেতার
১৪ কামরুল হুদা
১৫ অন্যান্য  

৫ টি মন্তব্য : “বেগম মুজিব”

মওন্তব্য করুন : Faisal (MCC10)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।