আইসিস ও অন্যান্য (১৮+)

সতর্কতাঃ

যারা ভয়ঙ্কর কিছু সহ্য করতে পারেন না, দূর্বল হৃদয়ের তারা লেখাটি না পড়লে ভালো হয়।
এমনকি যাদের নার্ভ শক্ত তারাও ধীর মাথায় পড়বেন।

আসুন হাত কাটাকাটি করি। (১৮+)  শিরোনামে লেখাটি লিখেছিলাম ৫ মাস আগে। গেলো মাসে আমি কি মুসলিম বিদ্বেষী???শিরোনামে লেখা।

Allah1_no_honorific

নবীর সিল

আমি হয়তো ধর্মকর্ম করি না। কিন্তু যারা করেন তারা বলেন তো এই যে উগ্র ধর্মান্ধেরা (বেশিরভাগ ক্ষেত্রেই মুসলমান) নারায়ে তাকবীর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলে মানুষের গলা কাটে, অস্ত্র ঠেকিয়ে গুলি করে, কাটা মাথা দিয়ে ফুটবল খেলে তখন আপনাদের ক্যামন লাগে? আইসিস, তালিবানদের আল্লাহ আর আপনাদের আল্লাহ কি একই ব্যক্তি/ অব্যক্তি/ স্বত্বা??? এদের কুরান, আর আপনাদের কুরান একই? নবী একই?

ওদের সার বদ্ধ করা হলো। 
হত্যা করা হলো। 
কারো কারো কর্তিত মাথা প্রদর্শনীর জন্য ঝুলিয়ে রাখা হলো। 

আইসিস এতোদিন মেরেছে শিয়া, খ্রিষ্টানদের। তাদের ইসলামী শাসনব্যবস্থা চালুর মাঝে যারা আসছে তাদেরই বরণ করে নিতে হচ্ছে মৃত্যু।  ভাবছি ঠিক কোন ধরণের ইসলামিক শাসন ব্যবস্থা চায় এরা? 

  • সুন্নী ট্রাইবালদের মার্চ করে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে, অতঃপর এদের হাঁটু গেড়ে বসানো হলো এবং মাথায় গুলি করা হলো। 
  • এর আগে ট্রাইবটির সাথে আইসিস (ISIS) শান্তি চুক্তি করেছিলো যা টেকে নি।
  • আল্লাহ ও তার দূতের (নবী) সাথে যে যুদ্ধ করবে তাকে পাকড়াও করা হবে – ঝুলিয়ে হত্যা করা হবে অথবা হাত ও পা কেটে ফেলা হবে।

সিরিয়া ও ইরাকে তান্ডব চালনারত আইসিসের মিডিয়া অংশ সদ্য কিছু ছবি প্রকাশ করেছে। এর মধ্যে মানবাধিকার সংস্থা দ্যা সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, সুন্নী এই ট্রাইবটি DEIR ez ZOR এর নিকটবর্তী SHAITAT এলাকার। অনেক দিন ধরেই আইসিসের লক্ষ্য ছিলো এই এলাকার দিকে কারণ পূর্বের প্রভিন্সগুলো এখান থেকে তেল পেয়ে থাকে।

সিরিয়া

০১ সুন্নী শাইতাত ট্রাইবের পুরুষদের প্রথমে জড়ো করা হয়।

Prisoners: Members of the Sunni Shaitat tribe are rounded up and marched to their deaths in Syria by fighters from ISIS in a series of horrific images posted online by the jihadist group

০২ এরপর হাত পিছমোড়া করে বেঁধে নগ্ন পদে মার্চ করিয়ে মরুভূমিতে নিয়ে যাওয়া হয়। Ruthless: Bent double and barefooted, with their hands are bound behind their backs with rope, the prisoners are marched to the execution site in the desert near Deir ez Zor in Syra

আইসিস এর মাধ্যমে সবাইকে জানিয়ে দিলো তুমি যদি সুন্নীও হও তাতেও তোমার রেহাই নেই। সুন্নী মুসলিম যাদের হত্যা করা হয় তাদের

  • রাহাজানি সৃষ্টিকারী
  • বিশ্বাসঘাতক দেশদ্রোহী ও
  • দুর্নীতিগ্রস্ত হায়েনা হিসাবে অভিযুক্ত করা হয়।

এছাড়া আইসিস ঘোষণা করে,

‘পৃথিবীতে আল্লাহ ও তার রসূল এর বিরুদ্ধে যে বা যারা যুদ্ধ করবে এবং পৃথিবীর বুকে অপকর্ম ছড়িয়ে বেড়াবে তাদের শাস্তি হলো হত্যা বা ক্রুশে বিদ্ধ করে হত্যা বা তাদের হাত ও পায়ের কাটা ফেলা।’ 

 

০৩ হাঁটু গেড়ে ধূলিময় ভূমিতে এদের বসানো হয়। Crimes against humanity: The captives are then lined up and ordered to kneel down on the dusty ground

০৪ প্রায় ২০ জন মুখোশধারী আইসিস যোদ্ধা-জিহাদী বন্দীদের পিছনে দাঁড়িয়ে অটোমেটিক অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে।

Barbaric: Around 20 ISIS fighters stand behind the line of men and the squad of jihadists begin to murder the prisoners

সাতই আগষ্ট এসব ছবি প্রকাশ করে আইসিসের মিডিয়া উইং।

এছাড়াও আরো জানা যায় শিশুদের শরীর ব্যবচ্ছেদ থেকে শুরু করে ক্রুশে ঝোলানো হয় ; এমনকি কোন ওন ক্ষেত্রে মস্তক ছিন্ন করা হয়।
আটকে পড়া মেয়েদের ধর্ষণ ও করা হয়, সে সময় তাদের স্বামীদের হত্যা করা হচ্ছিলো।

০৫ পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে একে ৪৭ ব্যবহার করা হচ্ছে যারা ১ম ধাক্কায় পুরোপুরি অক্কা পায়নি তাদের উপর।

A couple of jihadists approach the dead prisoners and finish off any survivors from point-blank range

০৬ গুলিতে মরেনি, চলো ওর গলা কাটি।

Sick: A jihadist appears to be smiling as he holds a terrified man by his hair and begins to slice through his neck with a hunting knife

০৭ ওদের ঝুলিয়ে দাও।

Brutal: Other captives are shot before being tied to makeshift crucifixes

Isis এর পরিচিত কালো পতাকা যাতে আরবিতে লেখা  – ‘কোন উপাস্য নেই, আল্লাহ ব্যতীত’ এবং সীল ‘মোহাম্মদ আল্লাহর রসূল’। 

০৮ তোমরা এখন ছবি তোলো, ভিডিও করো।

A crowd of local men watch from behind a low fence, some of them are taking photos or filming the executions with their mobile phones

স্থানীয় পুরুষদের একটি দল তাদের মোবাইলে মৃত্যুদন্ড কার্যকরের ছবি তোলে ও ভিডিও করে।

যারা ভিডিওটি দেখতে চান তারা ক্লিক করতে পারেন।

আহারে একসময় সিরিয়ার দামেস্ক/ দামাস্কাস আর ইরাকের বাগদাদ মুসলিম খেলাফতের কতই না ঐশ্বর্য্যশালী নগরী ছিলো।

Tikrit

ISIS যখনি নতুন শহর দখল করছে তখন যারাই তাদের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করছে তাদের হত্যা করছে।
অমুসলিমদের মুসলিম হবার সুযোগ দিচ্ছে। অবশ্য জরিমানাও করছে। (হয়তো ইতোঃপূর্বে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেনি বলে)
অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে।
প্রায় ৬ সপ্তাহ আগে তিরকিতের উত্তরে প্রায় চারদিন ব্যাপী চালানো হত্যাযজ্ঞে অন্তত ১৬০ জন কে হত্যা করেছে। পিছ্মোড়া করে বেধে মাটিতে মুখ দিয়ে শুইয়ে পিছন থেকে মাথায় ও পিঠে গুলি করে এদের অনেককে হত্যা করা হয়। সেসব ছবি ও আইসিস প্রকাশ করেছে।

আইসিসের নৃশংসতার কারণে এদের সাথে এদের ফাদার কনসার্ন আল কায়েদা পর্যন্ত সম্পর্ক রাখেনি। আইসিসের নেতা আবু বকর আল-বাগদাদি ২০০৩ এ ইউ এস এর আগ্রাসনের পর থেকে যুদ্ধ করে আসছে। বাগদাদির ছবি ইরাকের মসুলে।

ইরাকের মসুলে বাগদাদি

জিহাদের ডাক দিচ্ছেন বাগদাদি।

কার্ডিফে পড়াশুনা করা বৃটিশ জিহাদী রেয়াদ খান (২০) এখন লড়ছেন আইসিসের হয়ে।

Reyaad-Khan

রেয়াদ খান হত্যাযজ্ঞের ফাষ্ট হ্যান্ড যেসব ছবি টুইটারে পোষ্ট করেছিলো তা এর মধ্যে ব্যান করা হয়েছে।
তার করা কিছু টুইটের নমুনা

  • “JN guys we caught & executed. This is how they looked less than an hr l8ter.” (JN – Jabhat al-Nusra jihadist group)  ১৬ই জুলাই
  • We killed the JN amir in deir whilst he was dressed as a woman trying to escape. You die the way you lived and this guys dress had sequins.  ১৬ই জুলাই 
  • Probably saw the longest decapitation ever. And we made sure the knife was sharp. Brother who was next decided to use the glock lol. ৮ই জুলাই 
  • Executed many prisoners yesterday, sold their deen for $70 which they didn’t even get. ৫ই জুলাই।  
  • Just got some US armoured Humvees in from Iraq and a ton of M16’s for our next Op. So funny reading “Property of the US Military Dept”. (২৬শে জুন ইউ এস আর্মির একটি অস্ত্র বোঝাই ট্রাক দখলের পর) 

ISIS কতৃক ডেইর এয জোহরের হত্যাকান্ডের পর ও রেয়াদ খান এই হত্যাকান্ডের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর ভাষায় মত দেন এবং হত্যা করার যৌক্তিকতা ব্যাখ্যা করেন।

রেয়াদ খান ও তার তিন বন্ধু জুন মাসে ইউ কে ত্যাগ করে সিরিয়া যায় আইসিসের পক্ষে জিহাদ করার জন্য।
উল্লেখ্য প্রায় চার বছর আগে রেয়াদ খান কার্ডিফের তরুণ প্রজন্ম শিরোনামে এক টিভি অনুষ্ঠানে অংশ নেন। ডকুমেন্টারি টির নির্মাতা রেয়াদের রাজনৈতিক জ্ঞানে তখন মুগ্ধ হন। রেয়াদ তখন পৃথিবী থেকে অশুভ বা শয়তানের অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করে এবং ভবিষ্যতে নিজেকে বৃটেনের ১ম এশিয়ান প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বলেও জানায়।

কিছু অধুনা ছবি।

৩রা জুলাই প্রকাশিত ইরাকের আনবার প্রদেশে কয়েকজন ইরাকী সেনাদের মস্তক ছিন্ন করার দৃশ্য।

আনবার প্রভিন্স

আনবার প্রভিন্স ২

৩রা জুলাই প্রকাশিত ইরাকের দায়ালা দখলের পর। (Diyala, Iraq)

দায়ালা, ইরাক

সিনজার দখলের পর ট্রফির সামনে পোজরত

সিনজার

ইসলামী যুদ্ধে বা গাযওয়াতে গণীমাতের কথা আমরা পড়েছি।
কিছু নমুনা দেখি।

Br29KWBIQAAKHSv Br29KYCIUAAs3Fq Br29KNsIQAItW36 Br29JkYIYAAS6dA

এখন প্রশ্ন হলো আইসিস কোন কোরান পড়ে?
ইসলাম আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে।

সূত্রঃ ডেইলি মেইল, টুইটার, ইন্টার্নেট।
বিশেষ কৃতজ্ঞতাঃ আল্লামা শয়তান।

২৭ টি মন্তব্য : “আইসিস ও অন্যান্য (১৮+)”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    আপনারে লাইনে নিয়া আসতে প্রথম স্বেচ্ছাসেবী কে হয় সেটা দেখার জন্য গ্যালারীতে বসলাম।

    খুরশিদ মামা একটা ছোট চা আর একটা বেনসন লাগাও। :teacup:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
    • রাজীব (১৯৯০-১৯৯৬)

      আল্লাহ আকবার।
      লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

      আল্লাহু আকবার।
      আল্লাহু আকবার।
      লা ইলাহা ইল্লাল্লাহ।


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন
      • মোকাব্বির (৯৮-০৪)

        আপনারে কেউ লাইনে নিয়া আসতে স্বেচ্ছাসেবক হিসাবে আইলো না। আমি খুব দুঃখ পাইলাম। ভাবসিলাম কিছু জ্ঞানীগুণী মহাজনী কথাবার্তা পড়ুম। কিসের কি।
        তবে দিনের শেষে কথা একটাইঃ শিয়া মারেন, ইয়াজিদি মারেন, খৃষ্টান মারেন, যতক্ষণ পর্যন্ত মুসলমানের গায়ে বাতাস না লাগতেসে নু পুবলেম।

        আইএসআইএসের কাটাকুটিকে মহিমান্বিত করতে একটা গান খুঁজে পাইলাম। দেখেন তো লিরিক পছন্দ হয় কিনা।
        আশা ভোশলের কন্ঠে কম্পানী চলচিত্রের আইটেম সং। খাল্লাস B-) B-) B-) B-) B-)


        \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
        অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

        জবাব দিন
        • রাজীব (১৯৯০-১৯৯৬)

          হিন্দি গানের ক্ষেত্রে আমার কাছে আশা ভালো লাগে লতার চাইতে।

          কেউ আসে নাই এই কারণে যে
          * একটা বড় অংশ জানে সিসিবি তে আর যাই চলুক ছাগু গিরি চলবে না তা তুমি ক্যাডেটই হও আর নন ক্যাডেটই হও।
          * আমি সবসময়ই তালগাছ দিয়া দিই প্রতিপক্ষরে। এমন না যে তর্ক করি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তালগাছটা প্রতিপক্ষরে দিয়া দিই। এতো সহজে তালগাছ জিততে কার ভালো লাগে!
          * মুমীন মুসলমানরা একটু শরমিন্দার মধ্যে আছে এইসব নিয়া। গাজা একটু তাদের নিঃশ্বাস ফেলার সুযোগ কইরা দিছে মাত্র। নয়তো মুসলমান মুসলমানের গলা কাটে, রেপ করে, জিহাদ ই নিকা করে।


          এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

          জবাব দিন
          • মোকাব্বির (৯৮-০৪)

            আকাইম্যা প্যাচাল পারার একটা ছোট বিষয় পাইলাম দেখা যায়ঃ
            দুইজনের হিন্দি বাঙলা খুব বেশী শুনি নাই তবে আপনার সাথে একমত। বিশেষ কইরা আমার অপরিপক্ব কানে আশার গায়কী অনেক বেশী এডাপ্টিভ মনে হয়। অর্থাৎ আশা চাহিদা অনুযায়ী গানের ধাচ খুব সহজেই পরিবর্তন করতে পারে। আপনার কি মত?


            \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
            অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

            জবাব দিন
            • রাজীব (১৯৯০-১৯৯৬)

              ঐভাবে বিশ্লেষণ করে বলতে পারবো না।
              কিন্তু গরম গান আশার গলায় খুব ভালো যায়।
              আরেক অর্থে গরম গানে গলার আপস এন্ড ডাউন খুব বেশি।
              কাজ ও বেশি।
              আশার গান মানে স্টেজে হেলেন দাপিয়ে বেরাচ্ছে।
              অন্যরকম অনুভূতি।

              বাঙলা গান আমার পছন্দ বেশি সন্ধ্যা রায়ের।

              হিন্দি গানে কিশোর না রফি এইটা নেভার এন্ডিং ডিবেট।


              এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

              জবাব দিন
  2. মাহমুদুল (২০০০-০৬)

    খুব ভালো করেই জানি, ইহা সহী ইসলাম নহে। 😉

    ইসলামবাদ জিন্দাবাদ।

    আইসিস কোন কোরান পড়ে? মিলিয়ন ডলার কুশ্চেন :-B

    পুরা পোষ্ট :brick: :brick: :brick:


    মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    এসব দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। দুর্বলচিত্ত বলে নিজেকে মনে করিনা, তবে শতভাগ পলায়নপর মনে করি।
    বোকা আর মূর্খের স্বর্গে বাস করি, কি দরকার শান্তির বুদবুদ ফাটিয়ে।

    জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।