হাসিনা-খালেদা

বুবু-ম্যাডাম
সুপ্রিয় হাসিনা বুবু ও খালেদা ম্যাডাম আপনাদের দুইজনকেই সালাম।
আপনাদের দুইজনকেই অশেষ শ্রদ্ধা।
সেই ১৯৯১ এর মার্চ থেকে শুরু।
আজ ২০১৪ মে।

আপনারা দুজনেই বাঙলাদেশ নামক গরীব দেশটির যোগ্যতর ব্যক্তি ছিলেন দেশ পরিচালনা করার জন্য। সেটা আপনারা পালন করেছেন, করে চলছেন ও।

ম্যাডাম-বুবু

কিন্তু বুবু-ম্যাডাম আমরা দেশবাসী আপনাদের সন্তানসম।
আজ আমাদেরো কিছু বলার আছে আপনাদের কাছে।
আপনারা যে চেয়ারে বসেন সেই চেয়ারটি দেখতে কাঠের, কাপড়ের, মখমলের, ফোমের, কারুকাজ করা হলেও আদৌও তা কিন্তু সেরকম নয়।
সেই চেয়ারটি আমরা ১৬ কোটি জনতা।
তাই বলছি শুনুন আমাদের কথা, আমাদের চাওয়া।
খুব কিন্তু বেশি কিছু চাই না আমরা।
জনতার শক্তি

প্লিজ বুবু-ম্যাডাম লিসেন, অর ইট উইল বি টু লেট।

ছোটবেলায় আমার প্রিয় একজন সমরনায়ক ছিলেন নেপোলিয়ন। সেই নেপোলিয়ন বোনাপার্টে একবার বলেছিলেন,

“A throne is only a bench covered with velvet.”

Napoleon-Jean Auguste Dominique Ingres (1780–1867)

 

 

সূত্রঃ ছবি গুলো নেট থেকে প্রাপ্ত।
নেপোলিয়ন বোনাপার্টের তৈলচিত্র Napoleon on his Imperial throne একেছিলেন, Jean Auguste Dominique Ingres (1780–1867)

১,০৫৫ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “হাসিনা-খালেদা”

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।