বিরিয়ানি-পানি খাইলাম

DSC_1019-1

আজ লন্ডনের দ্যা রয়াল রিজেন্সি তে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত “বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়া” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে এসেছিলেন।

DSC_1111-1

আমার সৌভাগ্য হয়েছিলো অনুষ্ঠানটি কাভার করার।

প্রধান অতিথির ভাষণে তারেক রহমান ২৬ শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা ও জিয়াউর রহমানই যে বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি সে বিষয়ে প্রমানাদি দিয়ে বক্তব্য দেন।

DSC_1120-1

অনুষ্ঠান শেষে মিনারেল ওয়াটার ও বিরিয়ানি দেয়া হয়।

আমি নিজে এক প্যাকেট বিরিয়ানি ও এক বোতল পানি পাইয়াছি।

হঠাৎ মনে পড়িয়া গেলো শাহবাগে গেলে নাকি বিরিয়ানি পাওয়া যাইতো।
শাহবাগের বিরিয়ানি না পাইলেও আজ লন্ডনে বিরিয়ানি খাইয়াছি।

২,৪৬০ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “বিরিয়ানি-পানি খাইলাম”

  1. মোকাব্বির (৯৮-০৪)
    হঠাৎ মনে পড়িয়া গেলো শাহবাগে গেলে নাকি বিরিয়ানি পাওয়া যাইতো।
    শাহবাগের বিরিয়ানি না পাইলেও আজ লন্ডনে বিরিয়ানি খাইয়াছি।

    শাহবাগের বিরানী কোয়ালিটি ভাল। মাংস বেশী। ডিম পুরাটাই দেয়। লন্ডনী বিরানীতে নিচ্ছিত ভেজাল আছে। হাড্ডি বেশী আর অর্ধেকটা ডিম।

    রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাঙলাদেশের প্রথম রাষ্ট্রপতি এই গাঁজার নৌকা নতুন নয়। গুগলে খুঁজে দেখলাম ২০১০ সালেও উনারা দমে দমে এই কথা বলে গিয়েছেন।

    এদিকে গুগলে first president of Bangladesh লিখে খুঁজলে জিল্লুর রহমানের ছবি আসছে। এই কাহিনী কেন হচ্ছে বুঝতে পারছি না।

    মহামতি, বড় গণতন্ত্র উনার আব্বুজিকে অনেক মিস করেন বোঝা যায়। :no:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. রাজীব (১৯৯০-১৯৯৬)

    নেতা যা বলছেন তাই ঠিক।

    বিরিয়ানি খাইতে চাইলে লন্ডনে আমার বাসায় আসতে হবে।
    আর নয়তো বিএনপির ওয়েবসাইটে গিয়া খাইতে চা।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।