বন্ধু বিয়োগ

বন্ধু ছাড়া কি চলে?
না চলে না।

বন্ধু দিবস ও তো রয়েছে এর প্রমাণ দিতে যে বন্ধুত্ব কতোটা প্রয়োজনীয় জীবনে।
প্রাণিজগতে কি বন্ধু আছে? মানে বন্ধুত্বের চল আছে? দল বেধে অনেকে চলে বটে কিন্তু তাকে কি বন্ধুত্ব বলা চলে! জৈবিক কারণে কোন কোন প্রাণি জোড়া বাধে, সন্তান উৎপাদন করে, কেউ ভালোবাসে, কেউ বাসে না। তবে মায়েরা বোধকরি ভালোইবাসেন। বাবারা কখনো সখনো সন্তানকে মেরে উদরপুর্তিও করেন।
তবে হ্যাঁ মানুষ আর কুকুরে খুব ভালো বন্ধুত্ব হয়। অনেকে হয়তো প্রভু-ভৃত্য সম্পর্ক বলবে তবে গভীরভাবে দেখলে বন্ধুই বটে।

যাই হোক আলোচনা সরল করি।

আমার কি বন্ধু আছে? না ফেবু বন্ধু না; রিয়েল লাইফে বন্ধু?
আমার প্রথম বন্ধু কে?
ক্লাস ওয়ানের আগে কেউ বন্ধু ছিলো কি?
তখন থাকতাম ফতুল্লায়। খেলতাম তো অনেকের সাথেই।
কিন্তু বন্ধু ছিলো কি?
মনে পড়ে না।

কালিয়াকৈর এসে লতিফপুর সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হলাম।
স্কুলের প্রথম দিন সিদ্দিক নামে একজন আমাকে ২৫ বা ৫০ পয়সা দামের আইসক্রিম খাওয়ালো। মা-বাবা বলেই দিয়েছিলো অন্যের দেয়া কোন কিছু যাতে না খাই। তবু ক্যানো খেয়েছিলাম মনে করতে পারছি না। ও কি খুব রিকো করেছিলো নাকি আইসক্রিমের লোভে আমি না করতে পারিনি।
সে যাই হোক পরেরদিন মাথায় কাঁঠাল ভেঙ্গে পড়লো।
স্কুলে যেতেই সিদ্দিক বললো আজ তাকে আইসক্রিম খাওয়াতে হবে।
আমি জিজ্ঞাসা করলাম ক্যানো?
সে বললো, গতকাল আমি তোমারে খাওয়াইছি, আজ তুমি আমারে খাওয়াবা।
পকেটে নাই কোন পয়সা, কিভাবে খাওয়াবো! কাদতে কাদতে বাড়ি গেলাম। আব্বা বললেন তোর বন্ধুকে ডেকে আনিস।
খুব সম্ভবত পরদিন সিদ্দিককে নিয়ে বাসায় গেলাম। আব্বা তাকে বসিয়ে বিস্কুট খাওয়ালেন, পানি খাওয়ালেন।
এরপর বললেন, কালকে তুমি রাজীবরে ২৫ পয়সার আইসক্রিম খাওয়াইছো, আইজ আমি তোমারে ১ টাকার বিস্কুট খাওয়াইলাম।

এরপর অনেক ভলগা, গঙ্গা, ব্রহ্মাপুত্র দিয়া পানি বয়ে গেছে।
অভিজ্ঞতার ভারে বটগাছ না হইলেও একেবারে কম হয় নাই জ্ঞানবৃক্ষের ফল খাওয়া। এইতো গতকালকে হঠাৎ দেখি ফেবু বন্ধু তালিকায় এক বাল্য বন্ধু উধাও। না সে বাশের কেল্লা লাইক করে না, সো তারে আমি ডিলিট মারি নাই। তাইলে ঘটনা কি? অনেক সময় ভুলেও ডিলিট হয়ে যায়। ভাবলাম জিগাই গিয়া তারে।

  • Rajib Ahmed

    ঐ হারামী *** *দনা আমারে আনফ্রেন্ড করছিস ক্যান?

    বন্ধুঃ
  • Tui nastik tai

  • তাতে কি? আমি কি তোর গো* মারছি?

    না তোরে *গাইতে দেই নাই?
  • বন্ধুঃEkho somoi ase valo ho, na hoi morle ter pabi ke gua mare !

  • আমি কুরান হাদিস পোষ্ট করি এখন।

    রোযাও রাখছি
  • বন্ধুঃWe don’t trust

  • কোনটা, আর উই কে?

  • বন্ধুঃWho have believe in Allah !

  • আরে তুই যে কইলি, we don’t trust.
    এই we টা কে>?

  • বন্ধুঃWe don’t trust u that u r pious

  • হা হা হা।

    লাষ্ট কবে মদ খাইছিস?
    ছেড়ি *গাইছিস?
  • বন্ধুঃTor moto Louis na je seri lagabo r mod seresi onek din hoi !

  • বলিস কি?
    আমি কিন্তু খোচানোর জন্য বলি নাই।

    এইবার কি এমপি ইলেকশনে খাড়াবি?
  • বন্ধুঃR beshi kiso likhte chai na coz ur unfriend !!!!!!!

    Islam er line e phere ai then refriend korbo

  • আচ্ছা, ভালো থাকিস।
    জানাবো লাইনে আসলে

    শেষকথাঃ বন্ধু ভালো থাকুক এর বেশি কিছু চাইবার নাই। আমি যাই গিয়া ঈশ্বরের বিরুদ্ধে দাবার চালটা দিয়া আসি। 

 

১,২৩৪ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “বন্ধু বিয়োগ”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    এ কথা সে কথায়, রগরগে আক্রমনের ধাক্কায় ফেইসবুকের ব্যাচ গ্রুপ থেকে একজন বের হয়ে এসেছে। ধর্ম-কর্ম করা ভাল ছেলে কিন্তু আরেকবন্ধু চাঁছাছোলা কটাক্ষ এবং সমালোচনা হজম করতে পারে নাই।

    এই ছেলের চেয়ে দ্বিগুণ ধর্ম-কর্মকারী ও অনুসারী ছেলে কিন্তু সেই আলোচনায় যুক্তিতর্ক স্থাপন করে এক সময় চুপ করে গিয়েছে কিন্তু ছেড়ে চলে যায় নাই।

    "তুমি ধর্মের গুষ্টি উদ্ধার কর তাই তোমার সাথে আড়ি" - এই মতবাদে বিশ্বাসী মানুষের জন্য "এত্ত গুলা ঘৃণা"


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
    • রাজীব (১৯৯০-১৯৯৬)

      মোকাব্বির আসলেই ব্যাপারটা দুঃখজনক।
      এবং আরো দুঃখজনক এই যে ধর্মবাদীরা কলম বা মুখ ছেড়ে তলোয়ার হাতে নেমে যান।
      এবং ইন্টারেস্টিং এই যে প্রাথমিক পর্যায়ে ধর্মবাদীরা কিন্তু এটাকের সম্মুখীন হন ধর্ম প্রচার করতে এসে। এবং এই ধর্মপ্রচার টা করেন এরা নেকি লাভের উদ্দেশ্যে। কথা হইলো ধর্মপ্রচার কি মুসলমান, মুসলমানের কাছে করবে না কাফির, অমুসলিমের কাছে যাবে?
      আর এই ফ্যাক্টটা তারা বুঝে না।
      তবে এইটা স্বীকার করতে হবেই যে ধর্মবাদীরা (নেতা নয়) নেহাতই সরল গোছের। নয়তো ধর্ম বিশ্বাস নামক এক ** জিনিসের জন্য বন্ধু হত্যায় নামে কি কইরা!
      সেই অর্থে মোটা দাগে ধর্মবাদীরা একেক্টা সিজোফ্রেনিক খুনী।


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন
  2. মুশফিকুর রহমান তুষার (২০০২-২০০৮)

    হায়রে! এতো দেখি "কাহানী ঘার ঘার কি?" 😛
    আমার এক কলেজের ব্যাচমেট আমাকে ব্লক মেরে কইছে মসজিদে গিয়ে, তওবা পড়ে, মুসলিম হয়ে আবার রিকু দিতে! 😕

    কিছু কইনাই! কারন ওর কাছে আমি খুউউউব ঋনী! হাজার হোক, জীবনের প্রথম "জীবন থেকে নেয়া" চটি ঐ বন্ধুর কাছেই শুনছিলাম! 😛 😛 😛


    ছোট হাতি

    জবাব দিন
    • রাজীব (১৯৯০-১৯৯৬)

      তাড়াতাড়ি লাইনে আয়।
      গভীর ভাবে ভেবে দ্যাখ তোর ঐ বন্ধু চায় না তুই দোযখের আগুনে অনন্তকাল জ্বলিস। তুই ই বল তুই কি চাইবি তোর আপনজন এই রকম কষ্ট ভোগ করুক তাই কি তুই চাইবি!
      সো লাইনে আয় তাড়াতাড়ি।
      তলদেশে নদী প্রবাহিত যার সেইখানে দুই বন্ধু মিলে তাস খেলবি, সুরা পান করবি, আর বাঈজী নাচ দেখবি, মাধুরি ভালো অপসন হতে পারে।


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন
  3. রাব্বী (৯২-৯৮)

    হাহা 🙂 বিনোদন!

    অনেক মানুষই চলার পথে শূন্যস্থান পূরন করে কিন্তু বন্ধু হয় হাতে গোনা। কেউ সত্যিকার বন্ধু হলে ধর্ম বিশ্বাস কোন ব্যাপার হবার কথা না।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  4. মাহমুদ (১৯৯০-৯৬)

    রাজীব,

    তোর মাত্রাজ্ঞান নিয়ে আমি খুবই হতাশ হলাম। বন্ধুদের মধ্যে এইসব গল্প সবার জীবনেই আছে। তাদের মধ্যে ছাড়াছাড়িও হচ্ছে, ধর্মীয়সহ আরো নানান কারণে। তার মানে এ'ই না যে সেগুলো ছোট+বড় সকল ক্যাডেটদের সাথে শেয়ার করতে হবে।

    এইটা ওপেন ফোরাম। তাই আর বেশি কিছু কইলাম না তোরে.........


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
    • রাজীব (১৯৯০-১৯৯৬)

      ওহে মাহমুদ,
      সিসিবি তে লিখি বইলা কিন্তু আমি ক্যাডেট ফ্যান্টাসিতে ভুগি না।
      লেখার কোথাও উল্লেখ নাই বন্ধুটি ক্যাডেট।

      তুই জানিস না তাই বলতেছি আমার বিয়েতে আমি কোন ক্যাডেট বন্ধুরে বলি নাই।
      কি বুঝলি?


      এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

      জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।