যেই লেখা আপনাকে পড়তেই হপে!

সুপ্রিয় সিসিবিবাসী,

কানাডা না ফানাডার দুই তিনজন জড়ো হইয়া সেইটাকে গেটটুগেদার বইলা পার্ট লয় না? এইবার তাইলে শুনেন। আগামী এগারোই জুন, হ্যাঁ যেদিন বিশ্বকাপ শুরু সেদিন সকাল নয় ঘটিকায় সিসিবির মহামান্য প্রিন্সিপাল স্যার সানাউল্লাহ লাবলু ভাইয়ের বাসার সামনেস্থ ফুটবল মাঠে এক বিশাল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত ম্যাচ প্রিন্সিপাল স্যারের বাসাতেও হলে আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে ৯৯ ব্যাচ, সুতরাং খেলার মাঠে ব্রাজিলকে হারানোর জন্য আমাদের সকল সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

খেলা শেষে দুপুরে পেটপুরে খেয়ে আপনারা আমাদের সাথে টেলিভিশনের খেলা দেখতে পারেন কিংবা রাস্তা মাপতে পারেন, কোন সমস্যা নাই। তাই ভাই ও বোনেরা, মনে রাইখেন শুক্রুবার সকাল নয়টায়। দয়া করে কমেন্টের ঘরে দলাদলি শুরু করেন। আর আমন্ত্রণ গ্রহণ করলেন কীনা সেটা আমাদের জানান।

অনুষ্ঠানসূচী

সকাল নয়টায়ঃ ফুটবল ম্যাচ।
সকাল এগারোটায়ঃ সিসিবি সংক্রান্ত গীবত।
দুপুর দুইটায়ঃ মাসরুফ ভাই।
মাসরুফ ভাই শেষ হলে আবার গীবত।
তারপরঃ রাস্তা পরিমাপ।
নিজের উপস্থিতি অবশ্যই নিশ্চিত করতে হবে: ৯ তারিখের মধ্যে

ঠিকানার জন্য আপডেটে খেয়াল রাখুন কিংবা ফোন করুন, 01670414782 এই নাম্বারে।

৬,৬৮০ বার দেখা হয়েছে

৮৪ টি মন্তব্য : “যেই লেখা আপনাকে পড়তেই হপে!”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে জয়ী দলের সাথে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ডের একটা ম্যাচ হইতে পারে... ( কি বলিস হন্ডুরাসের আমিন? )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    পোস্টে দেখি ব্রাজিলের ব্রা আলাদা হইয়া গেছে। লাগাইয়া দে 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. শার্লী (১৯৯৯-২০০৫)

    আমিও আছি 😀 । দেশে আইসাই দেখা যায় জিটুজি পাইয়া গেলাম। খেলুম না। আমি গোলকীপার(খুবই খারাপ মানের)।
    দরকার পরলে আর্জেন্টিনার পক্ষে খেলতে পারি।
    মাস্ফ্যু ভাইরে বিশাল ছিল দেয়ার জন্য প্রস্তুত হন ভাইসব। :awesome:

    জবাব দিন
  4. রায়হান আবীর (৯৯-০৫)

    শুনেন ভাইয়েরা! এগারো তারিখ আমাদের খাওয়াবেন লাবলু ভাই। আর মাসরুফ ভাই এই মাত্র বললেন, উনি সিসিবির সবাইকে স্টারে আরেকটা ট্রিট দিবেন, যে যত খেতে পারেন।

    সুতরাং এগারো তারিখ নিয়ে আপাতত ভুল বুঝার কোন অবকাশ নেই, অবকাশ নেই এর পরের স্টার গেট টুগেদার নিয়েও ;;;

    জবাব দিন
  5. জাবেদ (১৯৯৭-২০০৩)

    আরজেন্টিনারে :duel: :chup: ''খেলার মাঠে ব্রাজিলকে হারানোর জন্য আমাদের সকল সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। ''- এটাই আরেজন্টিনিয়ানদের মনোভাব x-( x-(
    :just: ব্রাজিল :thumbup: :gulli2:

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    বাংগালী জাতে উঠলো না, ক্রিকেট হইলে ভারত-পাকি, ফুটবল হইলে ব্রাজিল-আর্জেন্টিনা,

    হুদা কামে এত্ত লাফাইতে পারে এরা :thumbdown:

    বাংলাদেশ আপ আপ :thumbup:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুক্রবার খেলা হবে ব্রাজিল-এ ও ব্রাজিল-বি দলে। যেই জিতুক ব্রাজিলই জিতবে............

    মু...হা...হা...হা... (কপিরাইট : ফয়েজ) :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    শুক্রবার খেলা হবে ব্রাজিল-এ ও ব্রাজিল-বি দলে। যেই জিতুক ব্রাজিলই জিতবে

    প্রিন্সু স্যার কি আর্জেন্টিনার সাথে খেলতে ভয় পাচ্ছেন?এভারেস্ট অভিযানে না গিয়াই এভারেস্ট জয় করতে চান ! x-( :dreamy: 😮

    জবাব দিন

মওন্তব্য করুন : আন্দালিব (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।