জগা’য় স্বরস্বতী পূজা

গিয়েছিলাম পূজা দেখতে। দেবী স্বরস্বতী দেখতে সুন্দরী, তাছাড়া খ্রাপ পোলাপান আরও অনেক কথা বলে। তাই ভাবলাম ক্যামেরা নিয়ে যাই। সারাদিন ঘুরাঘুরি, ছবি তোলাতুলি। রাতে পিসিতে ছবিগুলা নেওয়ার পর- ছবিগুলা দেখে অনুধাবন করলাম, আমি পোলাডা চ্রম খ্রাপ।

শান্তি ও সংঘর্ষের দেবী...

শান্তি ও সংঘর্ষের দেবী…

ডিশ এন্টেনা দেবী...

ডিশ এন্টেনা দেবী…

বেচারী সারাদিন দাঁড়ায়া ছিল...

বেচারী সারাদিন দাঁড়ায়া ছিল…

দেবী দেখার টাইম নাই, আগে আমাগো ফটু তুইলা দেও

দেবী দেখার টাইম নাই, আগে আমাগো ফটু তুইলা দেও

ভীনদেশি চিকি...

ভীনদেশি চিকি…

চারুকলা মাটিতে জায়গা পায়নাই, তারা পানিতে...

চারুকলা মাটিতে জায়গা পায়নাই, তারা পানিতে…

প্রেম একবার এসেছিল জীবনে...

প্রেম একবার এসেছিল জীবনে…

ধরা খাইলে এইভাবেই পোজ দিতে হবে, কিচ্ছু করার নাই।

ধরা খাইলে এইভাবেই পোজ দিতে হবে, কিচ্ছু করার নাই।

৫,২৬৬ বার দেখা হয়েছে

৮০ টি মন্তব্য : “জগা’য় স্বরস্বতী পূজা”

  1. রাশেদ (৯৯-০৫)

    রায়হান তুই চরম খ্রাপ x-( সারাদিন ধরে যে আপুদের ছবি তুললি ঐগুলা কই x-(
    ভাইসব রায়হানের সাথে আজকে যে আপু(মতান্তরে...) ছিল জাতি তার ছবি দেখতে চায় :grr:


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  2. ফরিদ (৯৫-০১)

    এই একটা দিন মানে স্বরসতী পূজার দিনই খালি মেয়েদের হলে ছেলেরা যাইতে পারে। =(( তাই সারা বছর ধরে আমি অপেক্ষা করতাম স্বরসতী পূজার । কপাল খারাপ, কোন বছরই টাইমিং ঠিক হয় নাই। গিয়া দেখি "এইমাত্র" গেট বন্ধ হইয়া গেল। :bash: ,যাইহোক ক্যাম্পাসে শেষ বছর হিসাবে এইবার যেভাবেই হোক টাইমিং ঠিক রাখার প্লান করছিলাম। সন্ধ্যার একটু আগে রোকেয়া হলের সামনে গিয়া শুনি "অনেকক্ষণ" আগে গেট বন্ধ হইয়া গেছে। ~x(

    জবাব দিন
  3. ফরিদ (৯৫-০১)

    নারে ভাই, চাল্লু হৈলে ৫ বছরে একবার না একবার তো ভিসা পাইতাম। 🙁
    পুরা ক্যাম্পাস জীবনটা কাটলো আশায় আশায়, একবারও মেয়েদের হলে ঢুকতে পারলাম না। 😐
    যাইহোক তোমরা আমার মত মিস কৈর না। 🙂

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)

    অই তুই বাকি ছবি গুলা রেডি কর...আমি আইতাসি... :grr: :grr: :grr:
    ১১.৩০ এ বাস...টাইম নাই অহন যাই, কালকে দেখুম নে তোর আর লগে যেডারে লইয়া গেসিলি তেনার আর বাকি সব এক্সক্লুসিভ পিক্স গুলা... 😉 😉

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।