উঠে যাওয়া সিঁড়ি…

ক্রমশ অপষ্ট হয়ে আসা একটা গান-

যে গানের শুরুতে হয়তো মিলাভাবীর রূপবান গানের মতো বিট ছিল না- বলা যেতে পারে, বেশ বিষন্ন একটা সুর ছিল, বুক ভরা হতাশা ছিল। তবু নিজস্ব কষ্টের সাগরে যখন ডুবে যেতাম তখন সেই গানটা আমার আশ্রয় ছিল, আমার ভীনদেশী তারা ছিল-

তারাটি- ধুম করে একদিন হারিয়ে যায়। একরাতে কালো কফির কাপ হাতে নিয়ে পা টিপে টিপে ছাদে যাবার পর কফির ভেতর তার ছাঁয়া পড়েনা। কিংবা হয়তো আমার চোখে বালি পড়েছিল- আমি খুঁজে পাইনি।

বিছানায় শুয়ে একটার পর একটা সিগ্রেট পোড়ানোর ফাঁকে ফাঁকে আমার সেই গানটার কথা মনে হয়, সেই তারাটার কথা মনে হয় কিংবা এইসব তারা-ফারা, গান-টানের ভেতরে আমার একটা অবয়বের কথা মনে হয়।

সিগ্রেটের ধোঁয়ায় মনিটর ঝাপসা হয়ে আসে। সেই ধোঁয়াগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি বাতাসে হাত চালাতে থাকি। অস্পষ্ট মনিটর ক্রমশ পরিষ্কার হয়ে যায়- যদিও তার ভেতর থেকে কেউ বলেনা- “কিরে কেমন আছিস…”

৩,৬৭০ বার দেখা হয়েছে

৫৫ টি মন্তব্য : “উঠে যাওয়া সিঁড়ি…”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    স্বদেশী পণ্য কিনে হও ধন্য

    মাইন্ড খায়ো না...একটু জুকস করলাম 😕

    আসলে লেখাটা পইড়া তোমার জন্য খারাপ লাগতেসে...চিয়ার আপ!


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    মাসুদ রানা আর ষ্টেলা'র গল্প মনে হইতেছে ... :-B
    (লেখাটা বেসম্ভব ভাল হইছে, প্রিয়তে যোগ, ৫ তারা )


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. সামিয়া (৯৯-০৫)

    কত্ত তারা আকাশে, একটা হাত বাড়ায় নিয়া নিলেই হয় 😛
    সিরিয়াস পোস্টে জোক্স করার জন্য আমার ব্যান চাই :bash:
    মন খারাপ করিস না, যেই তারারা চলে যায় এরা স্বার্থপর উল্কা, তারা না। এদের কথা ভুলে যাইতে হয় রে বোকা। tit for tat 🙂

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    গত দুইদিন ধরে এই গানটা শুনছি তো শুনছিই। মাথা থেকে সরছেই না, অবশেষে পোস্টটাও খুঁজে বের করতে হল। সক্রামন ঘটাতে চাই 😀

    Get this widget | Track details | eSnips Social DNA


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।