ঘৃণাবাক্য

আমি “ঘৃণা” করি তাদের, যারা বাংলাদেশকে পাকিস্তান করেই রাখতে চেয়েছিল; আমি “ঘৃণা ঘৃণা” করি তাদের, যারা স্বাধীন বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বা ছোট্ট পাকিস্তান/ সৌদিআরব বানাতে চায়; আমি “ঘৃণা ঘৃণা ঘৃণা” করি তাদের,যারা আমজনতা ছদ্মবেশে শর্টকার্টে বেহেশত পাবার লোভে সেই সাম্প্রদায়িকতাকে চেতন কিংবা অবচেতন ভাবে সমর্থন করে।

১,৫৭৫ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “ঘৃণাবাক্য”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আজ "মুক্তিযুদ্ধ প্রতিদিন" অনুষ্ঠানে এক অদ্ভুত ব্যাপার দেখলাম।মেজর(অবসরপ্রাপ্ত) ওয়াকার হাসান বীর প্রতীক বলছিলেন সিলেটে ব্যাটল অফ এমসি কলেজের কথা,যেখানে পাকিস্তানিদের দ্বারা অবরুদ্ধ ৪৫ গুর্খা রেজিমেন্টকে উদ্ধার করতে আমাদের ১ম বেঙ্গল রেজিমেন্টকে পাঠানো হয়।যুদ্ধ শেষে এমসি কলেজে যখন পাকসেনারা আত্মসমর্পণ করছে তখন হঠাৎ এক পাকসেনা পরিষ্কার বাংলায় বলে ওঠে-ভাই আমি বাঙ্গালি আমাকে মারবেন না।মেজর ওয়াকার তাজ্জব হয়ে দেখেন যে এ এক বাঙ্গালি ক্যাপ্টেন,ক্যাপ্টেন হাকিম নাম-পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে পুরো নয় মাস।আর্টিলারির অফিসার ছিল সে-এবং মুক্তিযদ্ধারা যখনই খেতে বসত-বাঙ্গালি খাদ্যাভ্যাসের সাথে পরিচিত এই বাঙ্গালি ক্যাপ্টেন ঠিক তখনই গোলাবর্ষণ শুরু করত।

    নিজ দেশের মা বোনকে ধর্ষণ আর নিরপরাধ মানুষদের পশুর মত গুলি করে যেই পাক সেনারা হত্যা করেছে সেই পাকি শুয়োরের বাচ্চাদের পক্ষে কেবল "সামরিক কর্তব্যের অজুহাতে" যুদ্ধ করা এই ক্যাপ্টেন হাকিমের প্রতি আমার যাবতীয় ঘৃণা এই বিজয় দিবসে উৎসর্গ করলাম।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    😀
    ঠিক আছে।
    ভালোবাসার মানুষ তো অনেক।
    আমিও তোর মতো ঘৃনাকারীদের দলেই থাকি।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. হায়দার (৯৮ - ০৪)
    আমি “ঘৃণা” করি তাদের, যারা বাংলাদেশকে পাকিস্তান করেই রাখতে চেয়েছিল;

    :gulli2: :gulli2: :gulli2:
    কঠিন সহমত।

    মেজর ওয়াকার তাজ্জব হয়ে দেখেন যে এ এক বাঙ্গালি ক্যাপ্টেন,ক্যাপ্টেন হাকিম নাম-পাকিস্তানিদের হয়ে যুদ্ধ করেছে পুরো নয় মাস।

    আমিও তাজ্জব হয়ে গেলাম।

    জবাব দিন

মওন্তব্য করুন : রাশেদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।