পিকনিক নিয়ে মরতুজীয় পোস্ট

০। একটি ছুটির দিন সর্বোচ্চ বিরক্তিকর উপায়ে কাটানোর ভালো উপায় হচ্ছে পিকনিক করা। তবে সিসিবি পিকনিকের পর এই ধারণা ইনভ্যালিড হয়ে গেছে। কোরিয়ান একটা অসাধারণ সিনেমা দেখেছিলাম, এ মোমেন্ট টু রিমেম্বার। কালকে রাতে কামরুল ভাইয়ের বাসায় নেমে শেষ সিগ্রেটে টান দিয়ে আমার মনে হলো, এ পিকনিক টু রিমেম্বার।

১। সত্যি সত্যি যে পিকনিক হচ্ছে এইটা আমার মাথায় কাজ করছে, আগের রাতে কামরুল ভাইয়ের সাথে একবস্তা কলা কিনতে যাওয়ার সময়। যদিও সারারাত ধরে রুম্মন ভাই সব কলা খেয়ে ফেলতে পারে এই ভয়ে আর কেনা হয় নাই।

২। পিন ছাড়া কোনও ভাবেই ফুটবলটায় পাম্প দেওয়া যাচ্ছিলোনা। তৌফিক ভাই কী কী করে এই অসাধ্য সাধন করার পর বোঝা গেলো, কানাডায় পড়াশোনার মান ভালো।

৩। সামিয়া আমারে পিকনিকের দিন তার দুইশ হাত দূরে থাকতে বলছে। লেজ কী কেউ দুইশ হাত দূরে রাখে?

৪। তাইফূর ভাইরে একটা ফোন দেওয়া দরকার ছিল। বেচারা যখন পা মচকাইয়া বাসায় কাতরাচ্ছিলেন তখন আমরা সবাই ভাজা কই মাছ উলটে পালটে খাচ্ছি।

৫। কাইয়ূম ভাই সারারাত কী জানি লাগাইছেন।

৬। রেশাদ ভাই, এহসান ভাই থেকে শুরু করে আমরা ৯৯ এর বাবুরা পর্যন্ত সবাই মজা করেছি ১০ এ ১০। অপরদিকে সামিয়া পেয়েছে সাড়ে চার, নাবিলা এক, বুড়া কাইয়ূম ভাই কত তা জানা যায়নাই ।

৭। বিখ্যাত আর্কিটেক্ট এবং আমাদের লাবলু ভাইয়ের ছোটভ্রাতা ফয়েজুল্লাহ ভাইয়ের কতো টাকা আছে তা লাবলু ভাই নিজেও জানেন না।

৮। বাগানবাড়ি ও তার আশেপাশের অঞ্চলে বিঘা প্রতি জমির দাম বর্তমানে বিশ লাখ টাকা। এখানে জমির দাম প্রতিদিন বাড়ে।

৯। বাগানবাড়ি এক ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয়না। তবে সিসিবিয়ান্সরা ক্ষেত্রে বিশেষে এই সুবিধা পেতে পারে।

১০। বাগানবাড়িতে বেলাল্লাপনা করলে গ্রামবাসীর হাতে লংআপ হবার সম্ভাবনা আছে কীনা তা অন্যভাষায় জানতে চেয়েছিলেন মাসরুফ ভাই।

১১। এহসান ভাই বিশাল একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে এসেছিলেন। কারণ এটা ছাড়া তিন ভুরির চাপে সামনে হেলে পড়ে যান।

১২। রবিন ভাইয়ের খালি চেহারা সুন্দর না, উনি শরীরের অংগপ্রত্যংগও খুব ভালো নাড়াতে পারেন। ফুটবল ম্যাচে তার অসাধারণ গোলকিপিং সে ইঙ্গিতই দেয়।

১৩। “যদি বউ সাজো গো” গানটা কামরুল ভাই এতো বিষণ্ণ সুরে গাচ্ছিলেন যে, বোঝাই যাচ্ছিল এই গান কোনও মেয়েকে কোনওদিন শুনাতে পারবেন না এই দুঃখে তিনি ভারাক্রান্ত।

১৪। ফেরার পথে আমার এতো বাথরুম চাপছিল যে, ভয়ে গান গাইতে পারতেছিলাম না।

১৫। রায়হান আবীর একজন ভালো ফুটবলার।

ধন্যবাদ, আবার আসবেন।

২,৮১৯ বার দেখা হয়েছে

৪৮ টি মন্তব্য : “পিকনিক নিয়ে মরতুজীয় পোস্ট”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    ১৬। আমি ছাড়া বাকি সবাই আড্ডায় বইসা ফয়েজ ভাইরে 'মাল সিংহ' কইয়া টিজ করছে। আমি অনেক না করছি , কিন্তু কেউ শুনে নাই।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    রায়হান আবীর একজন ভাল ফুটবলার কিন্তু দল জেতাইতে পারে না :grr: :grr: :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. রবিন (৯৪-০০/ককক)
    তাইফূর ভাইরে একটা ফোন দেওয়া দরকার ছিল। বেচারা যখন পা মচকাইয়া বাসায় কাতরাচ্ছিলেন তখন আমরা সবাই ভাজা কই মাছ উলটে পালটে খাচ্ছি।

    আমি ফোন দিছিলাম। ভাই ধরেন নাই

    জবাব দিন
  4. আমিন (১৯৯৬-২০০২)

    পোস্ট দেয়ার ইচ্ছা ছিল । এতদিন ব্যাক্তিগত ব্যস্ততায় দেওয়া হয়নি । আর এখন আলসেমি আর ঠাণ্ডায় কম্বল থেকে বের হতে পার্তেসি না । আপাতত তাইফুর ভাইয়ের আশু আরোগ্য কামনা করে যাই ।

    জবাব দিন
  5. নাবিলা (৯৯-০৫)
    ৬। রেশাদ ভাই, এহসান ভাই থেকে শুরু করে আমরা ৯৯ এর বাবুরা পর্যন্ত সবাই মজা করেছি ১০ এ ১০। অপরদিকে সামিয়া পেয়েছে সাড়ে চার, নাবিলা এক,

    না না এত কম না,৩ বা সারে৩ হইতে পারে । কাওকে চিনতামনাতো এইজন্য।পরের বার ১০ এ ১০ মজা করবো ইন্শাল্লাহ 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।