২০০৯:- পিলান পোগ্রাম…

২০০৮ এর প্রথম তিন ভাগের দুই ভাগ ভালো কাটে নাই। হাইড আউটে ছিলাম পুরা পাঁচ মাস। বাসা ত্যাগ করেছিলাম। এই পুরা সময় নিজের মাথা বের করছি শুধু ব্লগে আর মেসেঞ্জারে। শেষের দিকটা আবার ভালো কাটছে। ঘরের ছেলে ফিরে আসলাম ঘরে। আম্মু- আব্বুও বেশী ঘাটায় না এখন। পুরা বছর জুড়েই প্রেমের গ্রাফ ছিল নিম্মমূখী।

বছরের উল্লেখযোগ্য ঘটনা, সিসিবির দাঁড়িয়ে যাওয়া। কামরুল ভাইয়ের বাসা চিনা। সেই বাসায় প্রতি নিয়ত যেয়ে উপযুক্ত পেইন প্রদান। প্রথমবারের মতো কম্পু কেনা। সিসিবির শেষ গেট টুগেদার।

বন্ধু ভাগ্যও ভালো ছিল। টাকা পয়সা নামক জিনিসটার টানাটানি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত।

শেষ তিনমাস ভালো যাওয়ায় পুরা সময়টাই এখন ভালো বলে মনে হচ্ছে।

আগামী বছরের পিলান পোগ্রাম লিখি তাইলে…

* আমি পাঁচ বার কুরান খতম দেওয়া পাব্লিক। তারপরও আমার এই বিপদগামীতা দেখে আপনারা বুঝতে পারছেন- এই ভাষাটা আমি পড়তে পারলেও বুঝি না একদম। এই বছর সেই ভাষাটা একদম আয়ত্বে নিয়ে আসতে হবে। তবে সেটা সুপথগামী হবার জন্য নয়। পাস করে দুবাইতে খেপ মারার জন্য। মারতে পারলে সেই টাকা দিয়া ডেভেলোপম্যান্ট স্ট্যাডিজ কিংবা মাস কমিউনিকেশনে একটা ডিগ্রী কেনা যাবে। ইলেক্ট্রিক্যাল ভাল্লাগে না।

* গরিবি সিজিপিএ টাকে একটা সন্মানজনক স্তরে উন্নীত করতে হবে। তা না হইলে মুখ দেখানো দুষ্কর হয়ে যাবে।

* বছরের শেষদিকে একটা বাসা ভাড়া করতে হবে। হল ছেড়ে দিতে হবে। তাই বাসায় বাবা-মাকে ভয়ের উপ্রে রাখা যাবে না (আমারে ঝাড়ি দিও না, দিলেই আমি ফুটুম)। বাসা ভাড়া করে উপযুক্ত মাস্তি করার মাধ্যমে জীবনের রস ফিরিয়ে আনতে হবে।

* জীবনে শেষবারের মতো প্রচুর পরিমানে ফুটবল খেলতে হবে। ভার্সিটি ছাড়ার পর খেলাধূলার সুযোগ আর পাওয়া যাবে কী না বলা মুস্কিল।

* চ্যানেল ওয়ানের সংবাদ পাঠিকাকে নিয়ে পুরা বছরটাই স্বপ্ন দেখবো।

* সামনা সামনি, তবে উলটা দিকে ফিরে সায়ানের মুখে রবীন্দ্র সংগীত শুনবো।

* আহসান ভাইয়ের ওখানে যেয়ে উনারে দিয়ে কবুতর পেড়ে, সেটা খাপো।

আর কিছু মনে আসতেছে না।

৩,৮৪৫ বার দেখা হয়েছে

৭২ টি মন্তব্য : “২০০৯:- পিলান পোগ্রাম…”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    গত বছর কমেন্টটা লেখা শুরু করছিলাম, শেষ করতে করতে নয়া বছ আইসা গেলো।
    happy new year :party: :party: :party:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    হেপ্পি নিউ ইয়ার তাইলে তোমার পোস্ট দিয়াই সবাইরে জানাই... B-) :-B

    সবাইকে

    Happy New Year!!!

    :party: :party: :party: :awesome: :awesome: :awesome:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ নববর্ষ সবাইকে। নতুন বছরটা আমাদের সবার জন্য ভালো কাটুক। যাদের এখনও যাস্ট ফ্রেন্ড নাই তাদের সেটা দ্রুত হোক এই কামনা করি।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. পুরা দেশটা জুইড়াই এই অবস্থা। ভুল ডাক্তার, ভুল ইঞ্জিনিয়ার, ভুল সাংবাদিক, ভুল বিজ্ঞানী।

    চাকুরী বাজার দেখে সবাই ক্যারিয়ার চয়েস করে। এই ধারা বন্ধ হওয়া উচিৎ।

    নিজের কথা বলতে পারি, সেকেন্ড এন্ড থার্ড ইয়ারে আমি ভুল ইঞ্জিনিয়ার ছিলাম। এরপর নিজের পথ ঠিক করে নেয়ায় এখন আর ভুল ইঞ্জিনিয়ার নাই।

    আশা করি রায়হানের মনের সব ইরাদা পূরণ হবে।

    কোরান শরীফ পাঁচ পারা পর্যন্ত খতম দিছি। ইহজীবনে দেওয়া হবে কিনা জানি না।

    জবাব দিন
  5. একটু আগে ক্যাডেট কলেজ ক্লাবের নিউ ইয়ার পার্টি থেকে আসলাম। এখনো ধাতস্থ হই নাই। 😛
    যাউজ্ঞা , হেপি নিউ ইয়ার। :clap: :clap: :clap:
    নতুন বছরেই আমি রাজাকার দের বিচার চাই। x-(

    অফটপিকঃ
    রায়হানের বাচ্চা!! সকালে ঘুম থেইকা উইঠা আমারে না কইয়া চইলা গেছস ক্যান? বিদায় নেয়ার ভদ্রতাটাও ভুইলা গেছিস?? যা গিয়া লং আপ হইয়া থাক। সকালে আমি ঘুম থেইকা উইঠা গেট আপ করামু।

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)
    পুরা বছর জুড়েই প্রেমের গ্রাফ ছিল নিম্মমূখী।

    দোয়া করি নতুন বছরে যেন গ্রাফ উর্ধ্বমূখী হয়... :clap:
    না হইলে প্যারামিটার চেঞ্জ করিস... :-B
    তাও না হইলে গ্রাফ উল্টায়া ফেলিস... 😉
    আর যদি কোন কিছুতেই কিছু না হয়...গ্রাফই চেঞ্জ কইরা ফেলিস... :grr: B-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  7. তানভীর (৯৪-০০)

    সবাইকে হেপি নিউ ইয়ার। :party: :party: :party:

    পুরা বছর জুড়েই প্রেমের গ্রাফ ছিল নিম্মমূখী।

    গ্রাফ ঊর্ধ্বমুখী হোক এই শুভকামনা রইল।

    জীবনে শেষবারের মতো প্রচুর পরিমানে ফুটবল খেলতে হবে। ভার্সিটি ছাড়ার পর খেলাধূলার সুযোগ আর পাওয়া যাবে কী না বলা মুস্কিল।

    ভীষনভাবে একমত। ভার্সিটি থেকে বের হওয়ার পর এখন আর খেলাধুলা করাই হয়না।

    চ্যানেল ওয়ানের সংবাদ পাঠিকাকে নিয়ে পুরা বছরটাই স্বপ্ন দেখবো।

    স্বপ্ন দেখ ঠিক আছে, তয় খুব খিয়াল কইরা!

    আহসান ভাইয়ের ওখানে যেয়ে উনারে দিয়ে কবুতর পেড়ে, সেটা খাপো।

    কবে যাইবা বইল্ল, আমিও যামু।

    সবশেষে, খুব ভালো লিখছ। নতুন বছরেও এইভাবে লেখালেখি চালাইয়া যাইও।

    জবাব দিন
  8. ফয়েজ (৮৭-৯৩)

    ষ্টুডেন্ট থাকার সময়টা অসাধারন, খুব মিস করি। সাংসারিক জীবনের সংগে একদমই মিলে না।

    তোমার লেখা পড়ে আবার তীব্র হল সেটা।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।