কেনু, কেনু, কেনু?

আইজকা একটা ঈদের দিন, এতো মানুষ অনলাইনে কেনু, কেনু, কেনু?

২,৭৭৯ বার দেখা হয়েছে

৪৫ টি মন্তব্য : “কেনু, কেনু, কেনু?”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আগে তুই বল, তুই তো খালি অনলাইনে না... পোস্ট ও নামায়া দিছস একটা, কেনু, কেনু, কেনু?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    ঈদের দিন এতো বোরিং কেনু ? কেনু ? কেনু?

    খালি পোলাপাইনরা কুলাকুলি করতে চায়
    কুনু মেয়ে ক্যান আমার সাথে কুলাকুলি করতে আসে না?


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    আগে আপনি বলেন, আপনি তো খালি অনলাইনে না… পোস্ট ও নামায়া দিছেন একটা, কেনু, কেনু, কেনু?

    গরীবের আবার ঈদ!!!
    (কপি রাইট- গত ঈদ!!!)


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. রাহাত (২০০০-২০০৬)

    রায়হান ভাইয়ের কেনু কেনু শুনে আমাদের কলেজের ভূগূল এর শিক্ষুক রাশেদ স্যারের কথা মনে পইড়া গেলো। স্যার ক্যান জানি রুম ক্রিকেট খেলার টাইমে আমারেই ধরতেন আর পিটাইবার সময় " কেনু আবার খেলেছু, কেনু, কেনু, কেনু" করতেন। :no: :no: :no:

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।