ইফতার পার্টি-

ভাইসব!!!

আগামী ৪ঠা সেপ্টেম্বর, ধানমন্ডি বেঙ্গল ক্যাফেটেরিয়ায় এক বিশাল “সিসিবি” ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের স্পন্সর করবেন এহসান ভাই। তাকে ছিল্লা কাইট্যা এমন লবণ লাগানো হবে যে, নেক্সট টাইম ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পথে উনি যেন এই স্মৃতি রোমন্থন করে ভুটানে লাফ দিয়ে পড়েন।
বিশেষ ভাবে উল্লেখ্য মাসরুফ ভাইকে নিজের ইফতারী সাথে করে নিয়ে আসার দরকার নেই। আরও বিশেষ বিশেষ ভাবে উল্লেখ্য যে, মিস্টার তাইফুর (কালো র‌্যাব) দেশে আসার পর আমাদের আম জনতাকে মিষ্টি মুখ করান নি, তিনি যেন অবশ্যই মিস্টার বেকারের সবচেয়ে বড় কেকটা নিজ দায়িত্বে বগলদাবা করে নিয়ে আসেন।

এছাড়াও কামরুল ভাই বরাতে আমাদের নিজস্ব সংবাদদাতা বলেছেন, মাহমুদ ভাইও নাকি দেশে ফেরার পর কামরুল ভাইকে জনপ্রিয় জ্ঞান বিষয়ক লেকচার ছাড়া কিছু খাওয়ান নি। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। মাহমুদ ভাই আশা করি বুঝে ফেলেছেন জাতি আপনার কাছে কী চায়।

পরিশেষে যারা দেশের বাইরে আছেন, কিংবা দেশে আসি আসি করছেন তাদের জন্য আমাদের একগুচ্ছ সমবেদনা রইলো। তবে সিসিবি প্রিন্সিপালের বিশেষ বদানত্যায় তারা ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশি সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনলাইনে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারবেন। 😛

তারিখ ০৪ সেপ্টেম্বর
রোজ শুক্রবার
স্থান – বেঙ্গল ক্যাফেটেরিয়া, বাড়ি নং: ২৭৫/এফ
রোডঃ ২৭ (পুরাতন), মীনাবাজারের পাশে,
ধানমন্ডি, ঢাকা।

১১,৪৫৭ বার দেখা হয়েছে

২৪৩ টি মন্তব্য : “ইফতার পার্টি-”

  1. দিহান আহসান
    পরিশেষে যারা দেশের বাইরে আছেন, কিংবা দেশে আসি আসি করছেন তাদের জন্য আমাদের একগুচ্ছ সমবেদনা রইলো।

    কি আর করা? 🙁

    তবে সিসিবি প্রিন্সিপালের বিশেষ বদানত্যায় তারা ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশি সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অনলাইনে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারবেন।

    প্রিন্সিপাল স্যাররে :salute:

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আমরা সবাই মিল্যা যা ছিলামু মাস্ফ্যু একাই তার চেয়ে......... :grr: :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    মাহমুদ ভাই
    মিষ্টি বেশি কইরা আইনেন , যাতে শর্ট না পরে।
    ইদানিং আবার আমাদের মিষ্টি খাওয়ার খুব অভ্যাস হইছে কিনা! 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. হায় হায় !!

    :bash: :bash: :bash: :bash: :bash:

    অরকা'র ইফতার পার্টিও ৪তারিখ দিছে শুনলাম... :(( :((
    সিসিবি পার্টি মিস করুম না এইটা অনেক অনেকদিন ধরে প্ল্যান করা।

    অরকা'র ইফতারটা কুনুদিন মিস করিনা......
    ঢাকা আসুম ২-৩ তারিখে মনে হয়... আমি কী করি :chup:

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    দুইন্যায় ইনসাফ এক্কারে হারায়া গেলো।
    চোখ ফেটে এলো জল, এমন করিয়া জগৎ জুড়ে কি মার খাবে প্রবাসদল।
    খেলুম না। আমিও ইফতার পাট্টিতে যাপো। :(( :((


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. টিটো রহমান (৯৪-০০)

    :awesome: :awesome: :awesome: :awesome:
    :tuski: :tuski: :tuski: :tuski:
    :guitar: :guitar: :guitar: :guitar:
    :tuski: :tuski: :tuski: :tuski:
    :awesome: :awesome: :awesome: :awesome:
    আনন্দে ইন ফাইফ ফলইন এ একটু নাচা গানা হোক......
    এই ফাঁকে যাই একটু ফ্রিজ........


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)

    সমস্যা হয়া গেল ... :-B
    মিষ্টার বেকার কেক'এর অর্ডার নিচ্ছে না ... :bash:
    কুপার্স ... ক্যাপ্টেন্স ... কেউ না ... ~x(
    গত বছর ইফতারে কেক খায়া কইলজা ড্রাই হয়া আঠার জন মারা যাওয়ার পর থিকা ... :chup:
    তাই আপাতত "খেজুর" দিয়া তোদের মিষ্টিমুখ করানোর সিদ্ধান্ত নিছি ...
    ছোট্ট পলিথিনের পোটলার ভিতর দুইটা খেজুর
    :khekz: :khekz: :khekz:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  8. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    আমার তো রোযা রাখার বয়স হয়নাইক্কা…আমি ইফতার খাপো কেম্নে

    তোমার রোজা রাখার বয়স হইছে কিন্তু ইফতার খাওয়ার বয়স হইছে কিনা বলতে পারিনা। :-B ;;)

    জবাব দিন
  9. সাদিকুর (১৯৯৪-২০০০)

    মনটাই খারাপ হয়ে গেলো......কখনই শান্তি মতো কোনো গাদারিং এ এটেন্ড করতে পারলাম না...খালি পোলাপাইন এর কাছে গল্পই শুনলাম...এত্তদিন ঢাকা ছিলাম...কোনো গাদারিং নাই...এখন চলে আসলাম এখন সব পার্টি......!!!!...কি যে এক চাকরি করি...... :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: ...

    সবার নাটোর এ দাওয়াত...
    জোসসস...একটা ক্যান্টনমেন্ট...
    খালি কথা বলার মানুস নাই...
    মাঝে মাঝে নিজেকে পাগল পাগল লাগে...!!!

    কামরুল...মামা তুই ভুইলাই গেলি...আমি আসি ঢাকা...তোর খবর আছে...তারাতারি নাটোর আয়... :chup: :chup: :chup: :chup:

    জবাব দিন
  10. শাওন (৯৫-০১)

    অনেকদিন পর ব্লগে ঢূকলাম। আর আসা মাত্রই খাওনের খবর......আহাহাহাহা........


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  11. শাওন (৯৫-০১)

    ও আরেকটা কথা। আনন্দে ফ্রিজ থেকে মিস্টি খায়া আসলাম...... 😀


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  12. ফাহাদ (২০০২-২০০৮)

    কি যে কন মাস্ফু ভাই,lunch টাইমে নসু এর canteen এ গেলে দেখি সব খতম । x-( x-( পরে আসেপাসে তাকাইয়া দেখি আম্নে পেটে হাত বুলাইতে বুলাইতে জাইতেছেন :dreamy: 😮 :awesome: এই দৃশ্য দেইখা কি র আম্নের কাছে ask করা যায় ? 😐 আমি যদি গিয়া কই মাস্ফু ভাই আপনি কি সব lunch খতম কইররা ফালাইছেন? অইতা বেয়াদবি হইয়া যায় না? 😕 শত হইলেও cadet বইল্লা কথা সিনিয়র :boss: এর লগে বেয়াদবি কেম্নে করি বলেন ? :-/ 😕 :boss: :khekz:

    জবাব দিন
  13. রেজওয়ান (৯৯-০৫)

    একটু লেইট হয়ে গেলাম..... :bash: .
    বরাবরের মত এবারেও আমাকে গ্যাপ মারতে হবে...... :grr:
    এবং আমিও রেডি আছি...... :awesome:
    ইনশাল্লাহ যা আছে কপালে...... :gulli2:
    আইতাছি আমি আইতাছি :goragori:

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।