সবাই সবাই …

আমাদের এক স্টাফ ছিলেন। কালা রাজ্জাক। তার সব কথার আগে পরে থাকতো “সবাই, সবাই”!! এই যেমন, “সবাই সামনে তাকাও, সবাই সবাই”। আরেকজন ছিলেন জামিল স্টাফ। উনি করতেন ঘেউ ঘেউ। ছুটি শেষে কলেজ প্রত্যাবর্তনের পর প্রথম ফলিন। উনি প্যারেড স্টেট দেওয়ার আগে-“ঘেউ ঘেউউউউ ঘেউউউউউউ, ঘেউউউউউউউউ (তারপর কোমলএবং মেয়েলি স্বরে পড়ুন) ক্যামন আছ সবাই???”

অনেকদিন পর নেট আসলো। নেট কানেক্ট করার পর থেকেই মাথার মধ্যে খালি রাজ্জাক স্টাফ আর জামিল স্টাফের মতো বাজছে, সবাই ক্যামন আছেন, সবাই সবাই … :gulli:

৫,৭৫০ বার দেখা হয়েছে

৮৪ টি মন্তব্য : “সবাই সবাই …”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    অন প্যারেড
    সদস্যঃ ১২ অতিথিঃ ৯

    o স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)
    o শওকত (৭৯-৮৫)
    o সৌমিত্র (৯৮-০৪)
    o আদনান (১৯৯৪-২০০০)
    o তাইফুর (৯২-৯৮)
    o রায়হান আবীর (৯৯-০৫)
    o সানাউল্লাহ (৭৪ - ৮০)
    o মহসীন (৯৩-৯৯)
    o রেশাদ (৮৯-৯৫)
    o আব্দুল্লাহ (১৯৯৩-১৯৯৯)
    o রবিন (৯৪-০০/ককক)
    o ফয়েজ (৮৭-৯৩)

    হুম, সদস্য বেশি।এই ঘটনা খুব কম ঘটে :goragori: :gulli2:

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    যা এখন গিয়া সবুজ ব্যানারের পিছে লঙ্গাপ হইয়া থাক।
    রাত ১০টায় কাইয়ুম ভাইয়ের কাছে গত এক মাসের রিপোর্ট করবি । :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    তো চইলাই আইলেন, আইচ্ছ্যা বসেন। বেশি কইরা দুধ-চিনি-পাত্তি দিয়া চা লাগাইতাছি এক কাপ :teacup: । তিনি ভালানি?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।