৬৩ টি মন্তব্য : “সাইকি”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    আহা সাইকি 😡 😡 😡 😡 😡


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. রাশেদ (৯৯-০৫)

    পোস্টখানা পড়ে বিশেষ করে ছবি গুলা দেখে বড়ই আমোদিত হইলাম 😀

    একটা জিনিস আজকে খিয়াল করলাম তোর ঈদানিংকার সব লেখাতেই কেমনে জানি প্রেম প্রেম গন্ধ আইসা পড়ে :-B যাই হোক এইটার ওষুধ সানা ভাই দিছে তাই তাড়াতাড়ি মটোরসাইকেল স্টার্ট 😀


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  3. মুহাম্মদ (৯৯-০৫)

    আমাদের কলেজ লাইব্রেরিতে এই "গোল্ডেন অ্যাস" এর একটা বাংলা অনুবাদ আছিল: "স্বর্ণগর্দভ" নামে।
    কলেজে এই বইটা অনেকেই পড়ছে। আমিও কিছু অংশ পড়ছিলাম, কিন্তু শেষ করি নাই। যদ্দুর মনে পড়ে অনুবাদটা খুব ভাল ছিল।

    সাইকির কাহিনী ভাল্লাগছে। আর ছবিগুলা সম্পর্কে তো কিচ্ছু বলার নাই। পুরাণ নিয়া কিছু লেখলে সাথে এইরকম ছবি সব দিয়ে দেয়া উচিত। 🙂

    জবাব দিন
  4. আন্দালিব (৯৬-০২)

    চমৎকার হয়েছে লেখাটা। ভাষাটা কিছুটা পুরনো ধাঁচের রেখেছ দেখে আমি ছোটবেলায় পড়া পুরাণের আবহ পেলাম, স্বাদ পেলাম!

    সাইকির চরিত্রটা অবশ্য আমার কাছে 'সাধারণ' মনে হয়, তেমন ডাইমেনশন নাই। তবে এমন থরো থরো প্রেম, শেষে আবার মিলনাত্মক ঘটনা বড় আচানক। 😀 😀

    জবাব দিন
    • রায়হান আবীর (৯৯-০৫)

      জ্বী। উইকিতে ইতিহাস বলে উপরে একটা লিংক আছে দেখুন। ঐখানে ক্লিক করলে দেখা যাবে কে লিখেছিল। অবশ্য উইকিতে লেখা মানেই উন্মুক্ত করে দেওয়া। যার ইচ্ছে সে ব্যবহার করতে পারে বিনা দ্বিধায়। আমার এই লেখাটাও উইকি থেকে যে কেউ কপি করতে পারবে-

      আমিও করলাম। ধন্যবাদ।

      জবাব দিন
  5. আদনান (১৯৯৪-২০০০)

    আগে পড়া হলেও আজকে পড়ে আবারো ভাল লাগলো । আর এর কৃতিত্ব পুরোটাই রায়হান(সামি) মহাশয়ের । আমারো লিখতে ইচ্ছা করছে কিছু একটা । মিথলজি গুলা এত বড় আর কোনটা যে লিখব কিছু বুঝছি না । ক্ল্যাপস (ইমো নাই)

    জবাব দিন

মওন্তব্য করুন : শওকত (৭৯-৮৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।