প্রাপ্তবয়ষ্ক

রস্ময় স্যারকে একক হিসেবে না ধরলে আমাদের শিশুতোষ সাহিত্য পাঠের সূচনা ক্লাস এইটে। টাংগাঈলের বিখ্যাত ভাই, ছুটি শেষে একবার নিয়ে আসলেন দীপালী এবং জলসা নামে দুটি অমর পত্রিকা। সেই থেকে শুরু। আগে শুধু ভাল ছাত্ররাই লাইটস অফের বাঁশীর পর বাথরুমে বসে পড়াশোনা করতো। কিন্তু এই দুইটি পত্রিকা হাউসে আসার পর আমরা সবাই ভালো ছাত্র হয়ে গেলাম, রাতের বেলা বাথরুম খোলা পাওয়া যায় না এমন পরিস্থিতি। যেই শরীয়তুল্লাহ হাউসের টয়লেট দূর্গন্ধ নির্গমনকারী হিসেবে প্রথম ছিল অনেক বছর, সেই টয়লেটগুলোই লাইফবয় গোল্ড সাবানের গন্ধে মো-মো করতে থাকলো…

এভাবেই দিন চলতে থাকলো। দীপালী, জলসা ছাড়িয়ে আমরা রস্ময় উপন্যাসে উন্নীত হলাম…ক্রমান্বয়ে রস্ময় উপন্যাসেও বোর হয়ে গেলাম। আমাদের বিখ্যাত ভাইও উপন্যাস ব্যবসা ছেড়ে পাঞ্জাবি, টুপি পরে হিসনে হাসিন কিংবা কেয়ামতের পর কি হবে এই টাইপের বই পড়া আরম্ভ করলেন। ক্লাস টেনের ঠিক এমনি এক সময়ে রুম্মন এর সখ জাগলো সে বাথরুমে যাবে, লাইফবয় গোল্ড সাবান সমেত…কিন্তু উপন্যাস কই পাওয়া যায়। তিন হাউস চষেও কোন লাভ হলোনা…মুষড়ে পড়া রুম্মন হঠাৎ করে ইউরেকা বলে চিৎকার করে উঠলো।

তারপর আমাদের সুন্দর মতো ফর্সা ছেলে ফাহিমের কাছে গিয়ে বললো, দোস্ত তোর আইডি কার্ডটা একটু দিবি???

শিরোনাম কৃতজ্ঞতাঃ মরতুজা ভাই।

৬,৫৬০ বার দেখা হয়েছে

৮৭ টি মন্তব্য : “প্রাপ্তবয়ষ্ক”

  1. হাসনাইন (৯৯-০৫)
    যেই শরীয়তুল্লাহ হাউসের টয়লেট দূর্গন্ধ নির্গমনকারী হিসেবে প্রথম ছিল অনেক বছর, সেই টয়লেট গুলোই লাইফবয় গোল্ড সাবানের গন্ধে মো-মো করতে থাকলো…

    :)) =)) =)) :khekz:

    তারপর আমাদের সুন্দর মতো ফর্সা ছেলে ফাহিমের কাছে গিয়ে বললো, দোস্ত তোর আইডি কার্ডটা একটু দিবি???

    😮 😮 😮 😮 😮

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    এই জন্যই তো কই ফয়েজ ভাই, হাসনাইন, কামরুল, ফৌজিয়ান (এবং আরও অনেকে) প্রোফাইল পিকচার দেয় না কিল্লাইগা ... 😛


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)
    তারপর আমাদের সুন্দর মতো ফর্সা ছেলে ফাহিমের কাছে গিয়ে বললো, দোস্ত তোর আইডি কার্ডটা একটু দিবি???

    ইহা কি বলিলেন???bbb


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    রায়হান ভাই একট ডাউট আছে Doubt
    টাংগাঈলের বিখ্যাত ভাই কে তো চিনিলাম কিন্তু রুম্মন ভাই এবং

    ফাহিম

    ভাইকে তো চিনলাম না.


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসনাইন (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।