কাছে এসেও যেন আরো দূরে চলে যাচ্ছি…

Rahman vai,

অনেক দিন হয়ে গেল সিসিবিতে আপনাকে পাচ্ছি না।
আপনি, সায়েদ ভাই, এডিসন ভাই উনাদের খুব মিস করছি।
সায়েদ ভাই তো থাকেন, কিন্তু মাউস দিয়ে কমেন্ট করে চলে যান।
ভাইয়া, তাড়াতাড়ি আসেন তো, সেই সাথে বাকিদেরও বেঁধে নিয়ে আসেন।
(সিনিয়রকে বাঁধতে চাওয়ার জন্য আগেই ১০০ :frontroll: দিয়ে নিলাম।)

মাজহার ভাইকে নিয়ে আপনার ব্লগটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তাড়াতাড়ি আসুন ভাইয়া।
——–
তুহিন (কুচ্ছিত হাঁসের ছানা) (মির্জাপুর/৯৯-০৫)

এমন একটা মেইল পড়ে আর না লিখে থাকতে পারলাম না।

প্রিয় সিসিবিয়ান্স,

আল্লাহর অশেষ রহমতে গত ২৬ শে মার্চ আমি নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন করেছি। সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দেরীতে সিসিবিতে হাজিরা দেয়ার জন্য দুঃখিত এবং লজ্জিত :shy: ।

এই কদিন সিসিবিকে খুব মিস করেছি। দুঃখের বিষয় হলো সিসিবিকে আমি এখন থেকে প্রায়ই মিস করব 🙁 । কারন আমার হিলে এমন এক ক্যাম্পে বদলী হয়েছে যেখানে নেট তো দূরের কথা, মোবাইল নেটওয়ার্ক ই নাই :(( । হায়রে কপাল!!! কাছে এসেও যেন আরো দূরে চলে যাচ্ছি। আগে তো দেশের বাহিরে থাকলেও দুনিয়ার ভিতরে ছিলাম; আর এখন দেশে থেকেও যেন দুনিয়ার বাহিরে থাকা হবে ~x(

কাইয়ূমকে কথা দিয়েছিলাম, সিসিবিকে ভুলবনা, নিয়মিত থাকব; কিন্তু নিয়তি বেঁকে বসলো ~x( । গত কয়দিন প্রচন্ড ব্যস্ত ছিলাম, তাই নেটে বসতে পারিনি :no: । আজ নেটে ঢুকেই তুহিনের মেইলটা পেলাম। আমি ওকে কখনো দেখিনি, ফোনে কখনো কথাও হয়নি। মেইলটা পেয়ে কতটা ইমোশোনাল হয়ে গেলাম, লিখে বোঝাতে পারবনা। তুহিনকে অনেক অনেক ধন্যবাদ। সিসিবি আমাদের কত আপন করে দিয়েছে! এটাও তো আমার একটা পরিবার। আর তাইতো বউ ঘুমানোর পরে এই ফক্স কলিং নাইটে লুকিয়ে লুকিয়ে সিসিবিতে লিখছি 😛 ।

সপ্তাহ খানেকের জন্য ঢাকার বাহিরে আবার বাবা-মার কাছে যাচ্ছি। ১০-১৯ শে এপ্রিল ঢাকায় থাকব ইনশাল্লাহ। ২০ তারিখ হিলের উদ্দেশ্যে রওনা হবো। এর মধ্যে কোন গেট টুগেদার হলে আওয়াজ যেন পাই। কি বলেন সানা ভাই ;;) ?

৪,৫৭২ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “কাছে এসেও যেন আরো দূরে চলে যাচ্ছি…”

  1. জুবায়ের অর্ণব (৯৮-০৪)
    কাছে এসেও যেন আরো দূরে চলে যাচ্ছি। আগে তো দেশের বাহিরে থাকলেও দুনিয়ার ভিতরে ছিলাম; আর এখন দেশে থেকেও যেন দুনিয়ার বাহিরে থাকা হবে

    দুঃখজনক। যাই হোক, ভালো থাকবেন এই কামনা করি।

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    রহমান ভাই, আপনাকে নিয়ে আমি আর রবিন ঐদিন কথা বলছিলাম। আপনি দেশে ঠিকমত পৌঁছালেন কিনা, আর পৌঁছলেও এভাবে চুপচাপ হয়ে গেলেন, তাই খারাপ লাগছিল। এখন নিশ্চিন্ত হলাম যে নাহ্‌, আপনি সুস্থই আছে।
    ইনশাল্লাহ ঢাকায় আসলে আমাদের সাথে দেখা হবে। আর আমার কনটাক্ট নাম্বার দিলামঃ ০১৭১১০৮০৩৫৮। কখনও প্রয়োজন পড়লে ফোন দিয়েন। 🙂

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    ওই রহমান, হিল মানে কোন হিল? বউ বাচ্চা নিয়া বেড়ানো যাইব? একটা ধান্দা ছিল ওইদিকে যাওয়ার।

    সময় সুযোগ বুইঝা আওয়াজ দিও তো একটু। পাহাড়ের ভিত্রে ঢুকবার চাইছিলাম। আর চিটাগাং হইয়া যাইও যদি পার আরকি।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. ইউসুফ (১৯৮৩-৮৯)
    আর তাইতো বউ ঘুমানোর পরে এই ফক্স কলিং নাইটে লুকিয়ে লুকিয়ে সিসিবিতে লিখছি

    হায় রে নিয়তি! এই কাজটা আমারও করতে হয়, দুনিয়ায় বিচার নাই।
    বউদের তো ব্যান চাইতে সাহসে কুলায় না... তাই সি সি বি এর প্রতি বউদের শ্রদ্ধাশীল হবার বিশেষ মন্ত্র চাই। দিতে হবে।

    জবাব দিন
  5. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    রহমান ভাই,

    আব্বুর বন বিভাগের চাকরির সুবাদে আমার পুরো ছোটবেলা কেটেছে হিলে।বি ওয়্যার অফ ম্যালেরিয়া...আমার চার বার হয়েছিল... :((

    পারলে আমাকে একটা কল দিয়েন...০১৭১২১৭৮১১১

    ভাল থাকবেন ভাইয়া...

    জবাব দিন
  6. রেজওয়ান (৯৯-০৫)

    ভাই এদ্দিন বাদে এসে এইটা কেমন কথা হইল ?????
    হিলে তো অনেক জায়গাতেই মোবাইল নেটওয়ার্ক নাই কিন্তু ইন্টারনেট আসে । আমার কোর্সমেট গুলা দেখি সারাদিন রসাইয়া রসাইয়া chat করে 😛 😛
    স্বাগতম স্বদেশে :hug:

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।