মেডেল প্যারেড ২০০৯ (আনমিল, বাংলাদেশ কন্টিনজেন্টস্‌)

গতকাল লাইবেরিয়াতে হয়ে গেল আমাদের এতদিনের বহু প্রতীক্ষিত “মেডেল প্যারেড”। দীর্ঘ দেড় মাস প্যারেড অনুশীলনের পর আমাদের এই ফাইনাল প্যারেড হলো। শেষ হলো আমাদের মেডেলের প্রতীক্ষার পালা। আমরা সবাই ইউ এন মেডেল পেলাম। প্যারেডের পরে হলো কেক কাটা, প্রীতি ভোজ এবং একটি কালচারাল প্রোগ্রাম। সমস্ত দিনের উল্লেখযোগ্য কিছু ছবি নিয়ে আমার আজকের এই ব্লগ, সেই সাথে আমার প্রথম ছবি ব্লগ

১।
১
প্যারেড গ্রাউন্ডে প্রবেশ দ্বারের পাশে স্থান পেয়েছে আমাদের নোবেল বিজয়ী ডঃ ইউনুসের ছবি

২।
২
ভিআইপি কর্তৃক খোলা জীপে প্যারেড পরিদর্শন

৩।
৩
আমাদের বাদক দল

৪।
৪
ভিআইপি ও ইউ এন এর অন্যান্য হাই অফিশিয়ালদের সাথে আমাদের ফটোসেশন

৫।
৫
ভি আই পি কর্তৃক কেক কাটার পূর্ব মুহূর্ত (বাংলাদেশের মানচিত্র ও পতাকা সম্বলিত দুটি কেক বানানো হয়েছিল)

৬।
৬
ভি আই পি কর্তৃক কেক কাটা, বাম পাশে আমাদের ফোর্স কমান্ডার লেঃ জেনারেল জহিরুল আলম

৭।
৭
লাইবেরিয়ান ব্যান্ড “হেরিটেজ” এর বাংলা গান (আযম খানের -রেললাইনের ঐ বস্তিতে) পরিবেশন এর একটি মুহূর্ত

৮।
৮
লক্ষ্য করুন ভোকাল সহ সবার মাথার ব্যান্ড এবং টি-শার্টের লোগো

৯।
৯
অবশেষে আমার বহু প্রতীক্ষিত এবং কাংক্ষিত সেই মেডেল

কালচারাল প্রোগ্রামে অবশ্য আমাদের যুবরাজও গান গেয়েছিল এবং সায়েদ সেক্টর কমান্ডারের সাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেটও পেল। ওদের দুজনের অনুমতি ব্যতীত সেই ছবিগুলো এখানে আপাতত দিলাম না

উপরের এই ছবিগুলো আমার ক্যামেরায় তোলা। সায়েদের ক্যামেরা আমার থকে অনেক উন্নত মডেলের। সায়েদকে অনুরোধ করব আরো কিছু সুন্দর ছবি দিয়ে আরেকটি ব্লগ আকারে দেয়ার জন্য

এবার ঘরে ফেরার পালা। আজ থেকে দিন গোনা শুরু হলো, কবে যে ফিরব দেশে…

৪১ টি মন্তব্য : “মেডেল প্যারেড ২০০৯ (আনমিল, বাংলাদেশ কন্টিনজেন্টস্‌)”

  1. কামরুলতপু (৯৬-০২)

    ভাইয়া ঘরে গেলেও এই ঘরকে ভুইলেন না কিন্তু। আপনারা কোর্স শেষ করলে এই ভয় লাগে অনেকদিন বুঝি ডুব দিবেন। সায়েদ ভাইর কি হইছে অনেক ব্যস্ত নাকি?

    জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      না, ভুলবনা তপু। এই ঘর তো এখন অনেক বেশি আপন হয়ে গিয়েছে আমার। কিন্তু, এখনকার মতো ভবিষ্যতে হয়তো এতটা সময় না দিতে পারলেও হারিয়ে যাবনা ইনশাল্লাহ।

      সায়েদ মনরোভিয়া থেকে নিজের ক্যাম্পে ফেরত চলে এসেছে। আগের চেয়ে একটু ব্যস্ত আছে এখন । লেখালেখির সময় পাচ্ছে কম। তাই আপাতত কমেন্টের উপরেই আছে 😛

      জবাব দিন
    • কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

      আমিতো প্রথমে স্টেজের গান গাওয়া লোকটারে আজম খানই ভাবছিলাম 😕
      যাহোক, ব্যাপার্স্না 😀
      লাইবেরিয়ান গুলা যদি সেই বাংলা গু ফে ঝিকি ঝিকি পম পম টোনে গান ধরে তাইলে জিনিসটা সেরকম হবার একটা জোরালো সম্ভাবনা আছে 😉 রহমান দোস্ত, ছবির সাথে সাথে কিছু অডিও যোগাড় করন যায় না! 😀
      যহোক, দোস্ত তোদের সবার জন্য শুভকামনা, ভালোয় ভালোয় দেশে ফিরে আয়, এসে আলাদা আলাদা সিসিবি পার্টি দে B-)


      সংসারে প্রবল বৈরাগ্য!

      জবাব দিন
      • রহমান (৯২-৯৮)
        আমিতো প্রথমে স্টেজের গান গাওয়া লোকটারে আজম খানই ভাবছিলাম

        কারে পচাইলি? আজম খানরে :-/ 😕

        ছবির সাথে সাথে কিছু অডিও যোগাড় করন যায় না!

        দোস্ত আমাদের এইখানে ডায়াল আপ কানেকশন। মোবাইলের জিপিআরএস ব্যবহার করছি। এই ৯ টা ছবি আপলোড করতে আমার ২ ঘন্টা লেগেছে। আমার ডিজিটাল ক্যামেরা দিয়ে অবশ্য ২টা বাংলা গানের অংশবিশেষ ভিডিও করেছি। কোয়ালিটি খুব একটা ভাল হয়নি। দেখি এখানে আপলোড করা যায় কিনা।

        জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      ধন্যবাদ সাকেব

      লাইবেরিয়ান গুলারে বাংলা গান শিখাইলো কে?

      এই দেশে আমাদের মিশন চলছে গত ৬ বছর ধরে। অনেক লাইবেরিয়ান আছে এখন, যারা শুধু বাংলায় কথা বলা বা গান গাওয়াই না বরং আমাদের কথার অর্থও বুঝে

      জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      😮

      বস্‌, এখানে তো অনেক টাইম পাই। পেট্রোলিং বা অন্য কোন অফিসিয়াল কাজ না থাকলে সারাদিন এবং রাত সিসিবিতে পড়ে থাকি :party: , ইভেন ফেসবুকেও খুব একটা ঢোকা হয়না :no: । কিন্তু দেশে তো এত টাইম পাবনা। তার উপর আমার অর্ধাঙ্গিনী তো আছেই, সাইজ করে দিবে একেবারে 🙁

      তারপরও ট্রাই করব বস্‌। আপনারা যেভাবে আপন করে নিয়েছেন তাতে সিসিবিও তো আরেকটা ফ্যামিলির মতো এখন।

      ইমোশোনাল করে দিলেন তো 🙁 🙁

      জবাব দিন

মওন্তব্য করুন : রহমান (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।