ইচ্ছে [অন লি ফর ১৮(-) প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ]

কিছুদিন ধরে একটা অসুখে ভুগছি। কঠিন একটা অসুখ 🙁 । এর কোন চিকিৎসা আছে কিনা জানিনা :no: । না, খারাপ কিছু ভাববেন না প্লিজ। অসুখটা হলো সিসিবি সংক্রান্ত। ইদানিং সিসিবিতে কিছু না লিখলে রাতে ঘুম আসেনা :no: । আবার কিছু লিখে জমা দিলেও তার উত্তরে কে কি বলছে তা পড়ার জন্য মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় :ahem: । এই যেমন আজকে ঘুমানোর আগে কিছু একটা লিখতে খুব ইচ্ছে করছে ;;) । জানি, লিখলেও সমস্যাতে পড়ব, না লিখলেও পড়ব :bash: 😕 । এতো দেখি উভয় সংকট 😡 ! শেষমেষ ভাবলাম লিখেই সমস্যায় পড়ি :-/ , অন্তঃত কলেজের একটা পোষ্ট তো বাড়বে 😛 😀

কিন্তু হায়, কি লিখব :-/ ? নতুন কিছুতো মাথায় আসছেনা :no: । অগ্যতা বাধ্য হয়েই ছোট বেলার সেই ছড়াগুলো হাতড়ানোর চেষ্টা করলাম। একটার অংশবিশেষ মনে পড়ল 🙂 । সেটাকেই একটু ঘষামাজা করে এবং কিছুটা পরিবর্তন এনে এখানে ছেড়ে দিলাম :party: । এটা ছিল আমার একদম প্রথম দিকের ছড়া। লাবলু ভাই, শওকত ভাই, সারোয়ার(এডিসন) ভাই, ফয়েজ ভাই, সেলিনা আপু দের মতো যারা অনেক সিনিয়র আছেন, তারা অবশ্য তাদের সোনামনিদের (মানে আমার ভাগ্না-ভাগ্নিদের) রিডিং পড়ে শোনাতে পারেন 😛 ।

এখন আমি সোনামনিদের জন্য একটি ছড়া বলব ;;) । আমার ছড়ার নাম “ইচ্ছে” :hug: । বড়রা কেউ ছড়া শুনে হাসবেন ;)) না প্লিজ :no: ।

ইচ্ছে

কখনো ইচ্ছে করে আঁকতে ছবি, ;;)
কিংবা হয়ে যাই সিসিবি কবি। 😉
কখনো ইচ্ছে করে গাইতে যে গান, :guitar:
সাগরের বুকে ভেসে করি শুধু স্নান। :awesome:
কখনো ইচ্ছে করে পাখি হয়ে উড়ে, O:-)
ডানা দুটি মেলে দিয়ে যেতে বহু দূরে। :dreamy:
কখনো ইচ্ছে করে মেঘ হয়ে ভেসে, 🙂
পাড়ি দেই বহু পথ ঘুরি দেশে দেশে। :tuski:
কখনো ইচ্ছে করে হই প্রজাপতি, B-)
কিংবা জোনাকী হয়ে দিতে শুধু দ্যোতি। 😡
কখনো ইচ্ছে করে হই কাশফুল, 😐
শরতের হাওয়া পেয়ে খেতে শুধু দোল, :clap:
কখনো ইচ্ছে করে হয়ে যাই মাছ, :-B
অথবা কষ্ট পেলে হয়ে যেতে গাছ!!! =((
কিন্তু অবুঝ মন কভু বুঝে নারে, :no:
ইচ্ছে করলেই কি মানুষ সব হতে পারে? :-/

৩,৫০৯ বার দেখা হয়েছে

৪৪ টি মন্তব্য : “ইচ্ছে [অন লি ফর ১৮(-) প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ]”

  1. আলম (৯৭--০৩)
    কিন্তু অবুঝ মন কভু বুঝে নারে,
    ইচ্ছে করলেই কি মানুষ সব হতে পারে?

    :clap:

    অসুখটা হলো সিসিবি সংক্রান্ত। ইদানিং সিসিবিতে কিছু না লিখলে রাতে ঘুম আসেনা । আবার কিছু লিখে জমা দিলেও তার উত্তরে কে কি বলছে তা পড়ার জন্য মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় ।

    আপনারে দিয়াই হবে, ভাই, কুমিল্লার পজিশনটা ধরে রাখা দরকার। x-(

    জবাব দিন
  2. বন্য (৯৯-০৫)
    ইচ্ছে [অন লি ফর ১৮(-) প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ]

    এক্স ক্যাডেটদের ব্লগে শুধু প্রেজেন্ট ক্যাডেটদের জন্য শিশুতোষ ব্লগ দেওয়ায় রহমান ভাইর ব্যাঞ্চাই..

    জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      😮 😮 😮
      :shy: :shy: :shy:

      লাবলু ভাই, শওকত ভাই, সারোয়ার(এডিসন) ভাই, ফয়েজ ভাই, সেলিনা আপু দের মতো যারা অনেক সিনিয়র আছেন, তারা অবশ্য তাদের সোনামনিদের (মানে আমার ভাগ্না-ভাগ্নিদের) রিডিং পড়ে শোনাতে পারেন

      বস্‌, এই সুপারিশটা কি আপনার সোনামনিরা করেছে ;;)

      জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)
    কিন্তু হায়, কি লিখব ? নতুন কিছুতো মাথায় আসছেনা । অগ্যতা বাধ্য হয়েই ছোট বেলার সেই ছড়াগুলো হাতড়ানোর চেষ্টা করলাম। একটার অংশবিশেষ মনে পড়ল । সেটাকেই একটু ঘষামাজা করে এবং কিছুটা পরিবর্তন এনে এখানে ছেড়ে দিলাম

    রহমান, যা বুঝলাম, তুই ছোটবেলায় মোটেই ভাল ছড়া লিখতে পারতি না। :grr:
    খন তো বড় হইছস, ছোটবেলার লেখা ঘষামাজা বাদ দিয়া টাটকা কিছু লেখ। 😉
    গাছ হব, মাছ হব টাইপ ... আর কত ... x-(


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।