আমাদের সিসিবি

আমাদের সিসিবিকে দেখতে যদি চাও,
www.cadetcollegeblog.com এ যাও।
দেখতে পাবে নানান রঙ আর বাংলা সব অক্ষর,
ভয় পেয়োনা এটাই মোদের নতুন স্থায়ী ঘর।
একটুখানি না দেখিলে মনটা কেমন করে,
ইচ্ছে করে থাকি হেথায় সারাজীবন ধরে।
গল্প, ছড়া, কবিতা বা মোদের স্মৃতিকথা,
আরো কতো কাব্য কিবা মনের যত ব্যথা।
বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি বা সাহিত্যের আলোচনা,
জানতে পারি নিত্য নতুন কত সব অজানা।
সুখ-দুঃখ, আনন্দ বা রাগ আর অভিমান,
এসব যেন আমাদের এই সিসিবিরই প্রাণ।
সব কিছু তাই শেয়ার করি খুলে মনের দার,
হাসি-খুশি থাকে মোদের ক্যাডেট পরিবার।
এই ঘরেতে সবাই মোরা মিলেমিশে থাকি,
ছোট-বড় সবাইকে তাই ভীষন ভালবাসি।
জ্ঞানী যদি হতে চাও শোন ক্যাডেট সবে,
তরা করে যোগ দাও এই ক্যাডেট কলেজ ব্লগে।

*** আমার এই ছড়াটি কবি জসীম উদ্দিনের “আসমানী” ছড়াটির প্যারোডি। আমার কলেজের সব ক্লাসমেটরা আমার প্যারোডি ছড়ার সাথে অতি পরিচিত। কারন এর আগেও আমি এই “আসমানী” ছড়া ব্যবহার করে বেশকবার প্যারোডি লিখেছি, যার কারনে তারা আমার উপর কিছুটা বিরক্ত ও। আজ আবার হঠাৎ এই ছড়ার সাথে মিল রেখে মাথায় সিসিবিকে নিয়ে কিছু লাইন ঘুরতে লাগল। আর লোভ সামলাতে পারলাম না। হোক না নকল ছড়া। কিন্তু এই ছড়ার কথাগুলোতো সত্যি। তাই লিখে জমা দিয়ে দিলাম। জয়তু সিসিবি, ক্যাডেট কলেজ ব্লগ জিন্দাবাদ, সিসিবি অমর হোক…

৬,২৬২ বার দেখা হয়েছে

৭৬ টি মন্তব্য : “আমাদের সিসিবি”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    "যতদিন রবে সিসিবি সিসিসি আর এমজিসিসি বহমান
    ততদিন রবে কীর্তি তোমার(আপনার) অমর, হে কুদ্দুসুর রহমান।"

    ডিসক্লেইমারঃ এখানে মন্তব্যকারী ছন্দমিল রক্ষার প্রয়াসে কুমিল্লা এবং ময়মনসিংহ ব্যাতীত অপর কলেজ সমূহের নাম উল্লেখ করেন নাই।
    উপরোক্ত দুই কলেজের প্রতি পক্ষপাতিত্বের কারণ হলো, কুমিল্লা কবি রহমানের কলেজ আর ময়মনসিংহ মন্তব্যকারীর কৈশোর এর স্বপ্নের কলেজ ;;) (এমজিসিসির আপুরা কেউ মাইন্ড খাবেন না প্লীজ 😕 )
    তবে মন্তব্যকারী মনেপ্রাণে বিশ্বাস করেন যে, সিসিবিসহ সকল ক্যাডেট কলেজই অনন্তকাল পর্যন্ত সগৌরবে বহমান থাকবে :tuski:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. একখানা মেঘ ভেসে এল আকাশে
    একঝাঁক বুনো হাঁস পথ হারালো
    একা একা বসে আছি সিসিবি পাশে
    আমাদের রহমান ভাই প্যারোডি লিখল 🙂 (কপিরাইট-ভূপেন হাজারিকার গান)

    সেইরকম কবিতা হইছে রহমান ভাই!

    জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      ভাই, দিলা তো বিপদে ফালাইয়া 🙁 🙁 🙁 । পুরা কবিতাতো আমার এখন আর মনে নাই। ছোটবেলায় সেই কোন ক্লাসের বইতে যেন পড়ছিলাম :-/ । আপাতত এই ৬ লাইন মনে আছে 🙁 , মনে হয় ছড়াটা এই রকমঃ

      আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও,
      রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসূলপুরে যাও।
      বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
      একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
      একটু খানি হাওয়া দিলেই ঘর নড়নড় করে,
      তারই ভিতর আসমানীরা থাকে বছর ধরে।

      (কারো মনে থাকলে সম্পূর্ণ ছড়াটা এখানে দিয়ে দিতে পারেন 😛 )

      জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    রহমান,
    আমি খালি চিন্তা করি, জসীম উদ্দীন সাহেব 'আসমানি' কবিতাটা না লিখলে তোর কি হইত ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    তাইফুররে দেইখা আর রহমানের প্যারোডিতে মুগ্ধ হইয়া একটা কোবতে লেখছি

    আমাদের সিসিবি চলে আকে বাকে
    রহমান তুই বস্, সেরাম সেরাম

    😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      ধন্যবাদ তানভীর 🙂 । তুমি তো আসলেই ডজার হয়ে গিয়েছ। কমেন্ট করে ফার্ষ্ট হওয়ার প্রতিযোগিতা করছ শুধু 😡 । লেখালেখি কর আরেকটু। তোমার লেখার হাত তো খুব ভাল। সবাই আরো বেশি পোষ্ট আশা করে তোমার কাছ থেকে। এটা আমার শুধু আমার মত নয়, পাবলিক ডিমান্ড :guitar:

      জবাব দিন

মওন্তব্য করুন : ফৌজিয়ান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।