কইনচেন দেহি

গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, ছড়া, নাটক, কাব্য, স্মৃতিকথা, আলোচনা, চলতি ঘটনা, ছবি ব্লগ, পড়াশোনা, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, রম্য রচনা, মুক্তিযুদ্ধ, রাজনীতি, ইত্যাদি বিভিন্ন প্রকার সাহিত্য বা আরো অনেক রকম সিরিয়াস বিষয় নিয়ে ইদানীং সিসিবিতে লেখালেখি হচ্ছে। কইনচেন দেহি, এর পাশাপাশি একটু হালকার উপর ঝাপসা করে, বা আস্তে করে জোরে টাইপ কিছু, ইয়ে মানে একটু ব্যতিক্রমধর্মী বা অন্যরকম কিছু হলে কেমন হয়? এই ধরেন আমি যদি এই ব্লগে আপনাদেরকে কিছু ধাঁধা জিজ্ঞাসা করি, তাহলে কি আপনারা বিরক্ত হবেন ;;) ? আসলে সত্যি বলতে কি, এই মূহূর্তে সিরিয়াস কিছু আমার মাথায় আসছে না ~x( । অপরদিকে আবার এই একটা পোষ্ট দিয়ে আমার কলেজকে সেঞ্চুরীর দিকে আরো একধাপ এগিয়ে নিতেও খুব ইচ্ছা করছে 🙂 । তাই ধাঁধার এই কৌশলটাই বেছে নিলাম 😀 😛 । ধাঁধাগুলো অবশ্য খুবই সহজ, অনেকেরই কমন পড়ে যাবে, তারপরও বলি। ধাঁধাগুলোর উত্তর আপনারা মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। একজনকে একটির বেশি উত্তর না দেয়ার জন্য অনুরোধ করছি। কারন তা নাহলে অন্যরা চিন্তা করার এবং ধাঁধার আসরে অংশগ্রহণ করার সুযোগ পাবেনা। সঠিক উত্তরগুলো মন্তব্যের মাধ্যমেই জানানো হবে। তাহলে এখন আপাতত ধাঁধা শুরু করিঃ

ধাঁধা-১
দুই হাত চার পা, নাই লেজ মুড়ো
সকলেরে কোলে করে কিবা ছেলে বুড়ো
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

ধাঁধা-২
আমি থাকি খালে বিলে, তুমি থাক ডালে
একদিন দেখা হবে মরনের কালে
প্রশ্নঃ কইনচেন দেহি এই দুইডা কি কি?

ধাঁধা-৩
ঘর আছে, মানুষ নাই
কথা আছে, ক্লান্তি নাই
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

ধাঁধা-৪
ঘর আছে, দুয়ার (দরজা) নাই
মানুষ আছে, কথা নাই
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

ধাঁধা-৫
কোন জিনিষ কাটলে বড় হয়?
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

ধাঁধা-৬
কোন জিনিষ টানলে ছোট হয়?
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

ধাঁধা-৭
ছয় পায়ে আসি, চার পায়ে বসি, দুই পায়ে ঘষি
সবচেয়ে গ্রীষ্মকালকে বেশি ভালবাসি
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

ধাঁধা-৮
সকালে হাটে চার পা দিয়ে
দুপুরে হাটে দুই পা দিয়ে
বিকালে হাটে তিন পা দিয়ে
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

ধাঁধা-৯
হাত আছে, পা নেই, বুক তার ফাটা
মানুষকে গিলে খায়, নাই তার মাথা
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

ধাঁধা-১০
যে বানায় সে কিনে না
যে কিনে সে ব্যবহার করে না
আর যে ব্যবহার করে সে দেখে না
প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি?

বিঃদ্রঃ আবারো অনুরোধ করছি একজন ১টির বেশি উত্তর না দেয়ার জন্য। যে কেউ আরো কিছু ধাঁধা জিজ্ঞাসা করলে খুশি হব। এটা একটা সিরিজ আকারেও চলতে পারে। সবার জন্য এই সুযোগ রইল উন্মুক্ত। ধন্যবাদ

৫,৯০৯ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “কইনচেন দেহি”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    মাম্মা রহমান, দোস্ত দারুন জিনিস দিলি :clap: :clap:
    আমি দেখি সব কয়ডাই পাইরা গেছি :grr: :grr: প্রশ্নঃ কইনচেন দেহি ক্যামনে পারলাম? 😀 😛 থাক কমুনা, কুনু প্রইজের ব্যবস্থা রাখোসনাই দেইখা। B-)
    আরো কয়ডা যোগ করুম এডির লগে :thumbup: :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      আপু,
      আপনার উত্তরটা আংশিক গ্রহণযোগ্য তবে সম্পূর্ণ সঠিক হয়নি। উত্তরটা আসলে পাঞ্জাবী, কারন শার্টের তো পুরা সামনাটাই ফাটা থাকে, কিন্তু পাঞ্জাবীর (আবার শেরোয়ানী না কিন্তু) শুধু বুক ফাটা থাকে।

      যাই হোক, আপনাকে অবশ্য সেজন্য আংশিক ধন্যবাদ দিব না, অংশগ্রহণ করার জন্য পূর্ণ ধন্যবাদই দেয়া হলো :clap: 🙂

      জবাব দিন
  2. ধাঁধা-১
    দুই হাত চার পা, নাই লেজ মুড়ো
    সকলেরে কোলে করে কিবা ছেলে বুড়ো

    উত্তর: দোলনা

    ধাঁধা-২
    আমি থাকি খালে বিলে, তুমি থাক ডালে
    একদিন দেখা হবে মরনের কালে
    উত্তর: মাছ আর মরিচ

    ধাঁধা-৩
    ঘর আছে, মানুষ নাই
    কথা আছে, ক্লান্তি নাই
    উত্তর: রেডিও

    ধাঁধা-৪
    ঘর আছে, দুয়ার (দরজা) নাই
    মানুষ আছে, কথা নাই
    উত্তর: কবর

    ধাঁধা-৫
    কোন জিনিষ কাটলে বড় হয়?
    উত্তর: চুল

    ধাঁধা-৬
    কোন জিনিষ টানলে ছোট হয়?
    উত্তর: সিগারেট

    ধাঁধা-৭
    ছয় পায়ে আসি, চার পায়ে বসি, দুই পায়ে ঘষি
    সবচেয়ে গ্রীষ্মকালকে বেশি ভালবাসি
    উত্তর:

    ধাঁধা-৮
    সকালে হাটে চার পা দিয়ে
    দুপুরে হাটে দুই পা দিয়ে
    বিকালে হাটে তিন পা দিয়ে
    উত্তর: মানুষ

    ধাঁধা-৯
    হাত আছে, পা নেই, বুক তার ফাটা
    মানুষকে গিলে খায়, নাই তার মাথা
    উত্তর: শার্ট

    ধাঁধা-১০
    যে বানায় সে কিনে না
    যে কিনে সে ব্যবহার করে না
    আর যে ব্যবহার করে সে দেখে না
    উত্তর:

    জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      x-( x-( x-( x-( x-( x-( x-(
      প্রথমেই এই ধাধার শত ভঙ্গ করে সব উত্তর একসাথে দিয়ে হিরো বনার বথা চেষ্টা করা করার জন্য ব্লগের সিও র কাছে কামরুলের আইপি সহ যাবতীয় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ৭ দিনের জন্য ভ্যান চাই।

      ১ আর ৫ এর উত্তর ভুল হয়েছে। ৯ নম্বরটা সেলিনা আপুকে নকল করেছে। ৭ আর ১০ তো কামরুল পারেই না 😛 । তার মানে ৫ টাই ভুল =)) । মাঝখান দিয়ে অন্যদেরকে একটু মাথা ঘামানোর সুযোগটা দিল নষ্ট করে। নাহ্‌। কামরুল খুব খারাপ একটা কাজ করেছ 😡 । সামনে পেলে তোমাকে এখন সত্যি সত্যি সাইজ করতাম :chup: :chup: :chup:

      জবাব দিন
      • প্রথমেই এই ধাধার শত ভঙ্গ করে সব উত্তর একসাথে দিয়ে হিরো বনার বথা চেষ্টা করা করার জন্য ব্লগের সিও র কাছে কামরুলের আইপি সহ যাবতীয় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ৭ দিনের জন্য ভ্যান চাই।

        সরি বস!!
        আমি ভাবছিলাম এক্টার বেশি উত্তর দেয়া যাবে না মানে একবারের বেশি ২ বার দেয়া যাবে না। তাই একবারে সবগুলি এটেম নিছিলাম।
        কলেজে পরীক্ষার সময়ও তো তাই করতাম। পারি আর না পারি সব প্রশ্ন দাগাইয়া আসতাম। হইলে নাম্বার না হইলে নাই। 😀 😀

        আর ভোর বেলায় আধোঘুমে উত্তর দিছি তো , মানে প্রিপারেশন ভালো ছিলো না আর কি। তাই নাম্বার কাটা পড়ছে। তবে ব্যপক মজা পাইছি। ধাঁধার খেলা ভালই লাগতেছে। আমিও এইখানে কয়েকটা ধাঁধা দিমু একটু পর। 😉 😉 😉 😉

        জবাব দিন
  3. মরতুজা (৯১-৯৭)

    ধাঁধা-১০
    যে বানায় সে কিনে না
    যে কিনে সে ব্যবহার করে না
    আর যে ব্যবহার করে সে দেখে না
    উত্তর: কফিন।

    আর অনেকগুলা উত্তর দেওয়ার জন্যে কামরুলের ভ্যান চাই।

    জবাব দিন
  4. সবার জন্য আমি একটা ধাঁধা দিলাম। তবে কেউ অশ্লীলতার জন্য আমার ব্যান চাইবেন না। কারন এইটা একটা লোকজ ধাঁধা। প্রথমে শুইনা আমিও খারাপ ভাবছিলাম। কিন্তু উত্তর শুনার পর ধরা খাইছি। তো হয়ে যাক.........

    ১.
    ত্যাড় ত্যাড়া ন্যাড় ব্যাড়া
    ছ্যাপ দিয়া খাড়া করা
    চেংড়ার একবার
    বুইড়ার বারবার

    প্রশ্নঃ কইনচেন দেহি এইডা কি? 😉 😉 😉

    জবাব দিন
  5. নাসির (৯৮-০৪)

    কমেন্ট কি করব, হাসতে হাসতে আমার বিছানা কাঁপাকাঁপি করতেসে। :goragori: :khekz: :goragori: আমি অবশ্য বিছানায় বইসা আছি। আমি হাসা কইরাই কইতাছি, আমি ১নং আর ৭নং ছাড়া সবগুলো পারতাম, কিন্তু লেইট কইরা ফেলাইছি। ~x(

    কামরুল ভাই এর ভাওয়াইয়া জোকস বেশ সুড়সুড়িমূলক। কামরুল ভাইয়ের পল্লী জোকস পইরা উত্তর চিন্তা করতে নিজেরে অনেক চেক দিতে হইছে, এখন ও চেক এর উপরে আসি।দেখি পাই কিনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : রহমান (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।