শপথ

ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস, স্বাধীনতা অর্জনের মাস। তাই বিজয় কিংবা স্বাধীনতা নিয়ে কিছু লিখতে খুব ইচ্ছা করছিল। কিন্তু মাথার মধ্যে কিছুই গোছাতে পারলাম না। ২০০১ সালে বি এম এ তে থাকাকালীন ম্যাগাজিনে একটা কবিতা দিয়েছিলাম। ওটা ছাপাও হয়েছিল। আসলে কবিতা বললেও ভুল হবে। বস্তুত এটা একটা ছড়া। এখন হঠাৎ মনে পড়ে গেল। এখানে সবার সাথে সেটা শেয়ার করতে ইচ্ছা করছে। সামান্য পরিবর্তন করে ওটাই এখানে তুলে দিলামঃ

শপথ

বহুদিন পর হঠাৎ যে আজ
মনে হলো এক করুন কথা,
আপন মনে হোচট খেলাম
পেলাম কি যে বিষম ব্যথা।

যার তরে এই দেশের মানুষ
বিসর্জন দিল প্রাণ ও রক্ত,
তার সবই কি বৃথাই গেল
আজো কি মোরা হয়েছি মুক্ত?

রাস্তাঘাটে কত ছিনতাই
খুন, ধর্ষন আর রাহাজানি
এখনো অনেক মা বোনদের
ঘটছে কত ইজ্জতহানি

স্বাধীন দেশের মানুষ মোরা
সত্যি কি আজ আছি স্বাধীন?
যে দেশেতে শোষিতরা
শাষিতের কাছে অধীন

স্বাধীনতার ইতিহাসটাও
হয়ে যাচ্ছে বিকৃত,
রাজাকারের বাচ্চারা আজ
দেশপ্রেমিক বলে স্বীকৃত।

সত্যিকারের স্বাধীনতা
পাব কবে জানতে চাই,
যে দেশেতে সবাই ভাল
খারাপ কোন মানুষ নাই।

এমন দেশ কি হবে মোদের?
স্বপ্ন সফল হবে সেই,
আসুন মোরা সবাই মিলে
দেশকে গড়ার শপথ নেই।

৩,৩৩৩ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “শপথ”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    স্বাধীন দেশের মানুষ মোরা
    সত্যি কি আজ আছি স্বাধীন?

    🙁

    স্বাধীনতার ইতিহাসটাও
    হয়ে যাচ্ছে বিকৃত,
    রাজাকারের বাচ্চারা আজ
    দেশপ্রেমিক বলে স্বীকৃত।
    এমন দেশ কি হবে মোদের?
    স্বপ্ন সফল হবে সেই,
    আসুন মোরা সবাই মিলে
    দেশকে গড়ার শপথ নেই।

    :salute: :salute: :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • রহমান (৯২-৯৮)

      ফয়েজ ভাই ও সামিয়া,
      এমনিতেই মন খারাপ করা ছড়া এটা, তার উপর এই কমেন্ট কইরা দিলেন মনটা আরো খারাপ কইরা 🙁 । (সামিয়া অবশ্য ফয়েজ ভাইয়ের কমেন্ট কপি পেষ্ট কইরা ডজ মারছে, মানে ও নিজে কিছুই করেনা। আমরা তো ১০ মাস ঘুমাই আর ও ১২ মাসই ঘুমাইয়া কাটায় 😉 )।

      আপনাদের কোন সাজেশন থাকলে বলেন। এর মাধ্যমে ভাল কিছুও বের হয়ে আসতে পারে।

      (সামিয়া ডোন্ট মাইন্ড, এটা যাষ্ট ফান )

      জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    এবার অন দ্যা টপিক কিছু বলি- বিএমএ থাকা অবস্থায় যিনি এই রকম কবিতা লিখতে পারেন, নিঃসন্দেহে দেশপ্রেম তাঁর অস্থি-মজ্জায়...আপনারে :salute:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. আহ্সান (৮৮-৯৪)

    পোলাপানের কমেন্ট পইড়া তো আমি হাসতে হাসতে পিড়া (প্রথমবারের মত আমিও ব্যাবহার করলাম শব্দটা 😀 )যাইতাছি...

    রহমান,
    ভালো লেগেছে। মাসরুফের মত তাই আমিও বলতে চাই, পরাজয় আমাদের হবার নয়...। তোমার মত সবাই এভাবে ভাবতে পারলে ফয়েজ ভাই'র মত আমাদের আর কখনো আফসোস কিংবা প্রশ্ন করতে হবেনা।

    ভালো থেকো।

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    রহমান, তোমার কবিতা নিয়ে বলার কিছু নাই। কারণ আমি কবি বা কাব্য সমালোচক নই। ~x( কিন্তু তোমার আবেগকে আমি সম্মাণ করি। :hatsoff:

    আমরা হারবো না, কেউ আমাদের হারাতে পারবে না।

    :salute: বাংলাদেশ।।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : ফৌজিয়ান

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।