মিসিং ইউ সিসিবি… ; লং লাইভ সিসিবি… (সাময়িক পোষ্ট)

অনেকদিন ধরে সিসিবিকে খুব মিস করছি। কারনটা পুরনো সবাই জানেন নিশ্চয়ই। আমি এমন এক জায়গাতে থাকি যেখানে মোবাইল নেটওয়ার্কই নাই, আর নেট তো দূরের কথা…। তবে আগামী মাসের মধ্যেই আমার ওখানে নেটওয়ার্ক চালু হবার কথা। তখন মোবাইলেই নেট নিয়ে নিব।

ছুটিতে আসলাম অল্প কয়দিনের জন্য। আজ অনেকদিন পরে সিসিবিতে লিখতে গিয়ে কেমন যেন লাগছে। নতুন অনেককে দেখতে পাচ্ছি। সদস্য সংখ্যাটাও অনেক বেড়েছে। আগে ছিল ৭০০ এর ঘরে, আজ দেখি হাজারের ঘরে। নিঃসন্দেহে অত্যন্ত পজেটিভ দিক। লেখার বিষয় এবং ভঙ্গিতেও অনেক নতুনত্ব ও বৈচিত্র খুজে পাচ্ছি। ব্লগের মানও আগের চেয়ে অনেক বেড়েছে। যারা সিসিবিকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।

সময় এবং সুযোগের অভাবে মতো আগের মতো নিয়মিত লিখতে পারছিনা, আর পারবো কিনা তাও জানিনা। তবে এটুকু বলতে পারি, বেঁচে থাকতে সিসিবিকে কখনো ভুলবনা। অন্তঃত এভাবে এসে জানান দিয়ে যাবঃ যেখানেই থাকি, যেভাবেই থাকি; সিসিবির সাথেই আছি, থাকবো চিরদিন…

মিসিং ইউ সিসিবি… ; লং লাইভ সিসিবি…

৫,৫০৫ বার দেখা হয়েছে

৬৯ টি মন্তব্য : “মিসিং ইউ সিসিবি… ; লং লাইভ সিসিবি… (সাময়িক পোষ্ট)”

    • রহমান (৯২-৯৮)

      ধন্যবাদ ভাবী, ভাল আছি। আপনার কয়েকটা কমেন্ট দেখে মোটামুটি একটা পরিচয় পেয়ে গিয়েছি। আমাদের ব্লগটাকে প্রাণবন্ত করে রাখার পেছনে আপনারও অনেক প্রশংসনীয় ভুমিকা আছে।

      এতদিন রাঙ্গামাটি (আসলে লোকেশনটা খাগড়াছড়ির ঠিক পাশে) ছিলাম, আবার যাব। আমার এলাকায় মোবাইল টাওয়ারটা চালু হলেই আবার নিয়মিত হয়ে যাব ইন্‌শাল্লাহ

      জবাব দিন
  1. আন্দালিব (৯৬-০২)

    রহমান ভাই, কেমন আছেন? আপনার সাথে লাস্ট এবিসি রেডিও মীটে দেখা হয়েছিল। সেদিন বলেছিলেন পাহাড়ে পোস্টিং্যের কথা।

    আজকে আপনাকে দেখে ভাল লাগছে। ভালা থাইকেন বস। পাহাড়ে তাড়াতাড়ি নেট লাগুক এই কামনাই করি! :thumbup: :thumbup:

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    ব্লগের সমসাময়িক ধারা বজায় রেখে...ক্যাডা...রহমান ভাই নাকি? B-) B-)
    আহ্‌! কত্তদিন পর রহমান ভাইকে দেখলাম...... :hug: :hug:
    আশা করি আপনাদের এলাকায় খুব তাড়াতাড়ি মোবাইল নেটওয়ার্ক পৌঁছে যাবে। তখন আমরাও আমাদের মাঝে ফিরে পাব আমাদের প্রিয় রহমান ভাইকে। 🙂

    জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)

    রহমান ভাই এবং সায়েদ ভাই দুইজন্রেই ওয়েলকাম ব্যাক


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।